Ajker Patrika

পেলেকে নিয়ে চিন্তার কিছু নেই, জানালেন তাঁর মেয়ে 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪৪
পেলেকে নিয়ে চিন্তার কিছু নেই, জানালেন তাঁর মেয়ে 

হাসপাতালের সঙ্গে ভালোই ‘বন্ধুত্ব’ জমেছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের। গত সপ্তাহেই ছাড়া পেয়েছিলেন। তিন দিন না পেরোতেই শুক্রবার আবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে তাঁকে। 

তবে আপাতত তাঁকে নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন পেলের মেয়ে কেলি নাসিমেন্তো। বলেছেন, ‘তিনি (পেলে) দ্রুতই সুস্থ হয়ে উঠছেন। এখন স্বাভাবিক আছেন।’ হাসপাতাল কর্তৃপক্ষও পেলের স্বাভাবিক থাকার বিষয়টি নিশ্চিত করেছে। মূলত সতর্কতা হিসেবে তাঁকে পুনরায় আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

টিউমারের সফল অপারেশনের পর মঙ্গলবার আইসিইউ থেকে ছাড়া পেয়েছিলেন ৮০ বছর বয়সী পেলে। পরে ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে বলা হয়, এসিডিটি সমস্যায় পেলেকে পুনরায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। 

তবে সবাইকে আশ্বস্ত করছেন পেলের মেয়ে কেলি। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি জানি না বাইরে কী কী গুঞ্জন চলছে। তবে আমার ইনবক্সে অনেক মানুষই খোঁজ নিচ্ছেন। সবাই চিন্তা করছেন সেসব গুঞ্জন শুনে। আমরা মানুষের চিন্তা আর বাড়াতে চাই না। ভালো আছেন বাবা।’ 

বাবার সঙ্গে হাসপাতালে তোলা সেই ছবির নিচে কেলি আরও লিখেছেন, ‘তার (পেলে) গায়ে ভেস্ট পরা। সান্তিস্তায় অনেক ঠান্ডা, যা তাকে কষ্ট দেয়। তিনি ভালোভাবে সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক আছেন। গতকাল বাবা কিছুটা ক্লান্ত ছিলেন। তাই এক পা পিছিয়েছিলেন। আজ তিনি দুই ধাপ এগিয়ে গেছেন। হাসপাতালের সবাইকে অনেক ধন্যবাদ। তারা দুর্দান্ত কাজ করছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত