হাসপাতালের সঙ্গে ভালোই ‘বন্ধুত্ব’ জমেছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের। গত সপ্তাহেই ছাড়া পেয়েছিলেন। তিন দিন না পেরোতেই শুক্রবার আবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে তাঁকে।
তবে আপাতত তাঁকে নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন পেলের মেয়ে কেলি নাসিমেন্তো। বলেছেন, ‘তিনি (পেলে) দ্রুতই সুস্থ হয়ে উঠছেন। এখন স্বাভাবিক আছেন।’ হাসপাতাল কর্তৃপক্ষও পেলের স্বাভাবিক থাকার বিষয়টি নিশ্চিত করেছে। মূলত সতর্কতা হিসেবে তাঁকে পুনরায় আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
টিউমারের সফল অপারেশনের পর মঙ্গলবার আইসিইউ থেকে ছাড়া পেয়েছিলেন ৮০ বছর বয়সী পেলে। পরে ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে বলা হয়, এসিডিটি সমস্যায় পেলেকে পুনরায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
তবে সবাইকে আশ্বস্ত করছেন পেলের মেয়ে কেলি। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি জানি না বাইরে কী কী গুঞ্জন চলছে। তবে আমার ইনবক্সে অনেক মানুষই খোঁজ নিচ্ছেন। সবাই চিন্তা করছেন সেসব গুঞ্জন শুনে। আমরা মানুষের চিন্তা আর বাড়াতে চাই না। ভালো আছেন বাবা।’
বাবার সঙ্গে হাসপাতালে তোলা সেই ছবির নিচে কেলি আরও লিখেছেন, ‘তার (পেলে) গায়ে ভেস্ট পরা। সান্তিস্তায় অনেক ঠান্ডা, যা তাকে কষ্ট দেয়। তিনি ভালোভাবে সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক আছেন। গতকাল বাবা কিছুটা ক্লান্ত ছিলেন। তাই এক পা পিছিয়েছিলেন। আজ তিনি দুই ধাপ এগিয়ে গেছেন। হাসপাতালের সবাইকে অনেক ধন্যবাদ। তারা দুর্দান্ত কাজ করছে।’
হাসপাতালের সঙ্গে ভালোই ‘বন্ধুত্ব’ জমেছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের। গত সপ্তাহেই ছাড়া পেয়েছিলেন। তিন দিন না পেরোতেই শুক্রবার আবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে তাঁকে।
তবে আপাতত তাঁকে নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন পেলের মেয়ে কেলি নাসিমেন্তো। বলেছেন, ‘তিনি (পেলে) দ্রুতই সুস্থ হয়ে উঠছেন। এখন স্বাভাবিক আছেন।’ হাসপাতাল কর্তৃপক্ষও পেলের স্বাভাবিক থাকার বিষয়টি নিশ্চিত করেছে। মূলত সতর্কতা হিসেবে তাঁকে পুনরায় আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
টিউমারের সফল অপারেশনের পর মঙ্গলবার আইসিইউ থেকে ছাড়া পেয়েছিলেন ৮০ বছর বয়সী পেলে। পরে ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে বলা হয়, এসিডিটি সমস্যায় পেলেকে পুনরায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
তবে সবাইকে আশ্বস্ত করছেন পেলের মেয়ে কেলি। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি জানি না বাইরে কী কী গুঞ্জন চলছে। তবে আমার ইনবক্সে অনেক মানুষই খোঁজ নিচ্ছেন। সবাই চিন্তা করছেন সেসব গুঞ্জন শুনে। আমরা মানুষের চিন্তা আর বাড়াতে চাই না। ভালো আছেন বাবা।’
বাবার সঙ্গে হাসপাতালে তোলা সেই ছবির নিচে কেলি আরও লিখেছেন, ‘তার (পেলে) গায়ে ভেস্ট পরা। সান্তিস্তায় অনেক ঠান্ডা, যা তাকে কষ্ট দেয়। তিনি ভালোভাবে সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক আছেন। গতকাল বাবা কিছুটা ক্লান্ত ছিলেন। তাই এক পা পিছিয়েছিলেন। আজ তিনি দুই ধাপ এগিয়ে গেছেন। হাসপাতালের সবাইকে অনেক ধন্যবাদ। তারা দুর্দান্ত কাজ করছে।’
জাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৩ ঘণ্টা আগেবেশ নাটকীয়তার পর এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো শেষ হয়নি জটিলতা। এবার খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ তৈরি করেছে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি।
৫ ঘণ্টা আগেইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত। গুঞ্জন আছে, ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করবেন তিনি। আবার এটাও শোনা যাচ্ছে নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো প্রত্যাশা মেসি কোথাও যাবেন না।
৬ ঘণ্টা আগে