ক্রীড়া ডেস্ক
অনেকের মাকড়সা ভীতি আছে। বাথরুমে বা রান্নাঘরে নিরীহ এই কীটটিকে দেখলে অনেকে মরণ চিৎকারও দিয়ে বসেন। ভাবুন তো, সেই মাকড়সায় কাউকে কামড়ে দিয়েছে!
মাকড়সা মূলত শিকারি কীট হিসেবে পরিচিত। আর এই কীটেরই ‘শিকার’ হলেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের গোলরক্ষক নিক মার্সম্যান। পরিবারের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে মাকড়সার কামড় খেয়ে রীতিমতো হাসপাতালে ভর্তি হতে হয় এই ডাচ গোলরক্ষককে।
মার্সম্যানের স্ত্রী নাথালি ডেন ডেক্কারের বরাতে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা জানিয়েছে, ইন্টার মিয়ামির এই বেকআপ গোলরক্ষক মাকড়সার কামড় খেয়ে মিয়ামির এক হাসপাতালে তিন দিন ভর্তি ছিলেন। মজা করে তিনি স্বামীকে কামড়ের জন্য বিষাক্ত সেই মাকড়সাকে ধন্যবাদও দেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডেন ডেক্তার লিখেছেন, ‘গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে বসবাসের খারাপ দিক হল আপনি যদি চিড়িয়াখানায় গিয়ে বিষাক্ত মাকড়সার কামড় খান।’ স্বস্তির হলো, চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে মার্সম্যানের জীবন বাঁচিয়েছেন। স্ত্রী ও কন্যার সহায়তায় হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে ফিরেছেন এবং সেখানেই আরোগ্য লাভ করছেন ধীরে ধীরে।
মার্সম্যানকে চেনেন তেমন ফুটবলপ্রেমী খুব বেশি পাওয়া যাবে না। যদি বলি, ৩২ বছর বয়সী এই গোলরক্ষকের ভবিষ্যৎ সতীর্থ হতে যাচ্ছেন লিওনেল মেসি। তবে একটু নড়েচড়ে বসা স্বাভাবিক। ২০২১ থেকে সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলছেন মার্সম্যান। অবশ্য এই মৌসুমে এখনো মাঠে নামা হয়নি তাঁর। গত দুই বছরে ইন্টার মিয়ামির হয়ে ২৯ ম্যাচ খেলেছেন তিনি। সাবেক ইংলিশ মিডফিল্ডার ডেভিড বেকহামের মালিকানাধীন এই ক্লাবের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন মেসি।
ইন্টার মিয়ামির সঙ্গে মেসির এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ড বেশ কয়েক দিন আগে জানিয়েছেন, ভবিষ্যৎ গন্তব্য হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। বর্তমানে ছুটিতে আছেন ২৪ জুন ৩৬ বছর বয়সে পা রাখতে যাওয়া তারকা। সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল থেকে রেকর্ড গড়া চুক্তি পেয়েছিলেন মেসি। ফেরার গুঞ্জন ছিল বার্সেলোনাতেও। তবে পিএসজি অধ্যায় শেষে মেসি বেছে নিয়েছেন ইন্টার মিয়ামিকে।
অনেকের মাকড়সা ভীতি আছে। বাথরুমে বা রান্নাঘরে নিরীহ এই কীটটিকে দেখলে অনেকে মরণ চিৎকারও দিয়ে বসেন। ভাবুন তো, সেই মাকড়সায় কাউকে কামড়ে দিয়েছে!
মাকড়সা মূলত শিকারি কীট হিসেবে পরিচিত। আর এই কীটেরই ‘শিকার’ হলেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের গোলরক্ষক নিক মার্সম্যান। পরিবারের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে মাকড়সার কামড় খেয়ে রীতিমতো হাসপাতালে ভর্তি হতে হয় এই ডাচ গোলরক্ষককে।
মার্সম্যানের স্ত্রী নাথালি ডেন ডেক্কারের বরাতে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা জানিয়েছে, ইন্টার মিয়ামির এই বেকআপ গোলরক্ষক মাকড়সার কামড় খেয়ে মিয়ামির এক হাসপাতালে তিন দিন ভর্তি ছিলেন। মজা করে তিনি স্বামীকে কামড়ের জন্য বিষাক্ত সেই মাকড়সাকে ধন্যবাদও দেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডেন ডেক্তার লিখেছেন, ‘গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে বসবাসের খারাপ দিক হল আপনি যদি চিড়িয়াখানায় গিয়ে বিষাক্ত মাকড়সার কামড় খান।’ স্বস্তির হলো, চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে মার্সম্যানের জীবন বাঁচিয়েছেন। স্ত্রী ও কন্যার সহায়তায় হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে ফিরেছেন এবং সেখানেই আরোগ্য লাভ করছেন ধীরে ধীরে।
মার্সম্যানকে চেনেন তেমন ফুটবলপ্রেমী খুব বেশি পাওয়া যাবে না। যদি বলি, ৩২ বছর বয়সী এই গোলরক্ষকের ভবিষ্যৎ সতীর্থ হতে যাচ্ছেন লিওনেল মেসি। তবে একটু নড়েচড়ে বসা স্বাভাবিক। ২০২১ থেকে সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলছেন মার্সম্যান। অবশ্য এই মৌসুমে এখনো মাঠে নামা হয়নি তাঁর। গত দুই বছরে ইন্টার মিয়ামির হয়ে ২৯ ম্যাচ খেলেছেন তিনি। সাবেক ইংলিশ মিডফিল্ডার ডেভিড বেকহামের মালিকানাধীন এই ক্লাবের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন মেসি।
ইন্টার মিয়ামির সঙ্গে মেসির এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ড বেশ কয়েক দিন আগে জানিয়েছেন, ভবিষ্যৎ গন্তব্য হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। বর্তমানে ছুটিতে আছেন ২৪ জুন ৩৬ বছর বয়সে পা রাখতে যাওয়া তারকা। সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল থেকে রেকর্ড গড়া চুক্তি পেয়েছিলেন মেসি। ফেরার গুঞ্জন ছিল বার্সেলোনাতেও। তবে পিএসজি অধ্যায় শেষে মেসি বেছে নিয়েছেন ইন্টার মিয়ামিকে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে