Ajker Patrika

যে রেকর্ডে ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন মেসি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১২: ১৯
যে রেকর্ডে ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন মেসি

এবারের বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার সঙ্গে লিওনেল মেসির প্রতিযোগিতা দারুণ জমে উঠেছে। বিশ্বকাপে ম্যারাডোনার ম্যাচ খেলার রেকর্ড তো কয়েক দিন আগেই ভেঙেছেন। গতকাল আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গোলের রেকর্ডেও এই কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন মেসি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আহমেদ বিন আলি স্টেডিয়ামে গতকাল শেষ ষোলোর ম্যাচটি ছিল মেসির সহস্রতম ম্যাচ। ম্যাচের ৩৫ মিনিটে নিকোলাস ওতামেন্দির পাস থেকে অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাথিউ রায়ানকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। তাতে বিশ্বকাপে নবম গোল করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তাতে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন মেসি। মেসির এই ৯ গোল করতে লেগেছে ২৩ ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে ছাড়িয়ে যেতে মেসির দরকার আর ২ গোল। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ আর্জেন্টাইনদের হয়ে সর্বোচ্চ ১০ গোল করেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা।

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড তো মেসি আগেই করে ফেলেছেন। এখন পর্যন্ত ১৬৯ ম্যাচে করেছেন ৯৪ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৫৩ গোলে। বিশ্বকাপে ২৩ ম্যাচে ৯ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। পাঁচ বিম্বকাপের প্রতিটিতেই অ্যাসিস্ট করেছেন মেসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত