ক্রীড়া ডেস্ক
২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বাকি কয়েক ঘণ্টা। কাতারে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। একই সঙ্গে কাতার ফুটবল দলটিরও অভিষেক হচ্ছে। আল-বাইত স্টেডিয়ামে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে মরুর দেশে শুরু হচ্ছে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ।’
বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামছে কাতার। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মুখোমুখি হবে কাতার-ইকুয়েডর। তার আগে বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারের আল-বাইত স্টেডিয়ামে হবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পীরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছেন দক্ষিণ কোরিয়ার বিটিএস গায়ক জাংকুক। জাংকুক ছাড়াও থাকছেন ক্যামিলো, সেবাস্তিয়ান ইয়াত্রা ও ক্যানেল। যেখানে বিশ্বকাপ উপলক্ষ ক্যামিলো গেয়েছেন ‘অ্যারোপুয়ের্তো’, সেবাস্তিয়ান গেয়েছেন ‘উলাই’। আর ক্যানেলের ‘তোক’ গানটি উৎসর্গ করা হয়েছে স্প্যানিশ ফুটবল দলকে।
২০১০ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষিত হয়, যেখানে শুরু থেকেই নানা বিতর্ক কাতার বিশ্বকাপের সঙ্গী ছিল। তবে সবকিছুকে পেছনে ফেলে কাতারের ১২ বছরের পরিশ্রম সফল হতে যাচ্ছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশা করছেন, ইতিহাসসেরা বিশ্বকাপ ফুটবল হবে এবার। বিশ্বকাপের আগে ফিফা সভাপতি বলেন, ‘দোহা প্রস্তুত। কাতার প্রস্তুত। ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে এবার।’
আজ থেকে শুরু কাতার বিশ্বকাপ চলবে প্রায় মাসব্যাপী। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে হবে ২২তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বাকি কয়েক ঘণ্টা। কাতারে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। একই সঙ্গে কাতার ফুটবল দলটিরও অভিষেক হচ্ছে। আল-বাইত স্টেডিয়ামে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে মরুর দেশে শুরু হচ্ছে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ।’
বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামছে কাতার। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মুখোমুখি হবে কাতার-ইকুয়েডর। তার আগে বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারের আল-বাইত স্টেডিয়ামে হবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পীরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছেন দক্ষিণ কোরিয়ার বিটিএস গায়ক জাংকুক। জাংকুক ছাড়াও থাকছেন ক্যামিলো, সেবাস্তিয়ান ইয়াত্রা ও ক্যানেল। যেখানে বিশ্বকাপ উপলক্ষ ক্যামিলো গেয়েছেন ‘অ্যারোপুয়ের্তো’, সেবাস্তিয়ান গেয়েছেন ‘উলাই’। আর ক্যানেলের ‘তোক’ গানটি উৎসর্গ করা হয়েছে স্প্যানিশ ফুটবল দলকে।
২০১০ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষিত হয়, যেখানে শুরু থেকেই নানা বিতর্ক কাতার বিশ্বকাপের সঙ্গী ছিল। তবে সবকিছুকে পেছনে ফেলে কাতারের ১২ বছরের পরিশ্রম সফল হতে যাচ্ছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশা করছেন, ইতিহাসসেরা বিশ্বকাপ ফুটবল হবে এবার। বিশ্বকাপের আগে ফিফা সভাপতি বলেন, ‘দোহা প্রস্তুত। কাতার প্রস্তুত। ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে এবার।’
আজ থেকে শুরু কাতার বিশ্বকাপ চলবে প্রায় মাসব্যাপী। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে হবে ২২তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে