নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মতিঝিলের বাফুফে ভবনে সাধারণত শুক্রবারে কর্মব্যস্ততা একটু কমই থাকে। অতি জরুরি প্রয়োজন ছাড়া ফুটবল ফেডারেশনে এদিন মানুষের আনাগোনাও থাকে কম। শুক্রবারের সেই নীরবতা আজ খানখান হয়েছে ব্যান্ড পার্টি আর শত শত মানুষের কোলাহল ও হইচইয়ের মাধ্যমে।
পেশাদার ফুটবলের নতুন মৌসুমের দলবদল গত মাসে শুরু হলেও ক্লাবগুলো তাদের দলবদলের আনুষ্ঠানিকতা শেষ করছে শেষ দিকে এসে। ৭ নভেম্বর শেষ হবে ২০২২-২৩ ফুটবল মৌসুমের দলবদল। তিন দিন আগেই আজ দলবদল সেরে ফেলেছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী দল মোহামেডান। গত কয়েক মৌসুমে নীরবে নিভৃতে দলবদল করা সাদা-কালো শিবির এবার ব্যতিক্রম। খেলোয়াড়েরা এসেছেন ঘোড়ার গাড়িতে চড়ে। সঙ্গে এসেছেন শত শত মোহামেডান সমর্থক। ব্যান্ডের তালে উৎসবমুখর বাফুফে ভবন। খেলোয়াড়দের গলায় ফুলের মালা।
দলবদলে উৎসব থাকলেও মোহামেডানের শেষ দশকের খেলার মান পড়তির দিকে। তবে নতুন মৌসুমকে ‘বিশেষ’ মনে করছে সাদা-কালো শিবির। গত কয়েক মৌসুমের তুলনায় এবারের দলটাকে লড়াকু ভাবছে দলটা। খেলোয়াড়দের পেছনে বেশ ভালোই খরচ করেছে মোহামেডানের কর্মকর্তারা।
২০০৭ সালে পেশাদার লিগ চালুর পর কখনোই এই শিরোপা জেতা হয়নি মোহামেডানের। ২০১৪ সালের ফেডারেশন কাপের পর জেতা হয়নি কোনো শিরোপাও। নতুন মৌসুমে চার টুর্নামেন্টের অন্তত দুই ট্রফি জয়ের স্বপ্ন সাদা-কালো শিবিরের। সেই স্বপ্নের কথাই শোনালেন মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক, ‘অন্য দলগুলো হয়তো কাগজে কলমে আমাদের চেয়ে এগিয়ে। তবে আমি বিশ্বাস করি বিদেশি, জাতীয় দল, অভিজ্ঞ, নতুনদের নিয়ে আমাদের অবশ্যই শিরোপা জেতা সম্ভব।’
সবকিছু মিলিয়ে এবারের দলটাকে নিয়ে শিরোপা জয় সম্ভব বলে মনে করেন মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মো. আলমগীর। বললেন, ‘এবার আমরা যথেষ্ট সময় নিয়ে একটা ভালো দল গড়েছি কারণ এবার আমরা আবারও সেরা হতে চাই এবং আমরা আশাবাদী এবার সেই লক্ষ্য পূরণ হবে।’
গত মৌসুমের ১৩ ফুটবলারকে ধরে রেখেছে মোহামেডান। মালিয়ান অধিনায়ক ও গত বিপিএল ফুটবলের সর্বোচ্চ গোল সংগ্রাহক সুলেমান দিয়াবাতের হাতেই থাকছে নেতৃত্ব। পরিচিত খেলোয়াড়দের মধ্যে জাফর ইকবাল ছিলেন জাতীয় দলে। জাতীয় দলের আরেক ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন এবার মোহামেডানের নতুন সংযোজন। বসুন্ধরা কিংস থেকে এসেছেন ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। বিদেশি খেলোয়াড়দের মধ্যে ব্রাজিল থেকে সেন্টার ব্যাক দুরাতে ডে অলিভিয়েরা রোজার, ভেনেজুয়েলা থেকে ড্যানিয়েল রিকার্ডো, ইরান থেকে মেসাম জাদেহ ও মুজ্জাফরজন মুজারফফারভকে উজবেকিস্তানকে দলে টেনেছে মোহামেডান। সব মিলিয়ে সাদা-কালো শিবিরে নতুন খেলোয়াড়ের সংখ্যা ১৯।
৩৫ জনের দলবদলের কথা থাকলেও মোহামেডান নিবন্ধন করিয়েছে এখন পর্যন্ত ৩২ খেলোয়াড়কে। তিন খেলোয়াড়-রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া ও গোলরক্ষক মো. নাঈমকে নিয়ে বাফুফের কাছে অভিযোগ জানিয়ে রেখেছে মোহামেডান। অগ্রিম টাকা নিয়ে শেষ পর্যন্ত অন্য দলে নাম লিখিয়েছেন এই তিন ফুটবলার, মোহামেডানের অভিযোগ অন্তত তেমনই। মোহামেডানের অভিযোগের ভিত্তিতে ‘প্লেয়ার স্ট্যাটাস’নামের নতুন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন লিগ কমিটির আহ্বায়ক আতাউর রহমান মানিক।
মতিঝিলের বাফুফে ভবনে সাধারণত শুক্রবারে কর্মব্যস্ততা একটু কমই থাকে। অতি জরুরি প্রয়োজন ছাড়া ফুটবল ফেডারেশনে এদিন মানুষের আনাগোনাও থাকে কম। শুক্রবারের সেই নীরবতা আজ খানখান হয়েছে ব্যান্ড পার্টি আর শত শত মানুষের কোলাহল ও হইচইয়ের মাধ্যমে।
পেশাদার ফুটবলের নতুন মৌসুমের দলবদল গত মাসে শুরু হলেও ক্লাবগুলো তাদের দলবদলের আনুষ্ঠানিকতা শেষ করছে শেষ দিকে এসে। ৭ নভেম্বর শেষ হবে ২০২২-২৩ ফুটবল মৌসুমের দলবদল। তিন দিন আগেই আজ দলবদল সেরে ফেলেছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী দল মোহামেডান। গত কয়েক মৌসুমে নীরবে নিভৃতে দলবদল করা সাদা-কালো শিবির এবার ব্যতিক্রম। খেলোয়াড়েরা এসেছেন ঘোড়ার গাড়িতে চড়ে। সঙ্গে এসেছেন শত শত মোহামেডান সমর্থক। ব্যান্ডের তালে উৎসবমুখর বাফুফে ভবন। খেলোয়াড়দের গলায় ফুলের মালা।
দলবদলে উৎসব থাকলেও মোহামেডানের শেষ দশকের খেলার মান পড়তির দিকে। তবে নতুন মৌসুমকে ‘বিশেষ’ মনে করছে সাদা-কালো শিবির। গত কয়েক মৌসুমের তুলনায় এবারের দলটাকে লড়াকু ভাবছে দলটা। খেলোয়াড়দের পেছনে বেশ ভালোই খরচ করেছে মোহামেডানের কর্মকর্তারা।
২০০৭ সালে পেশাদার লিগ চালুর পর কখনোই এই শিরোপা জেতা হয়নি মোহামেডানের। ২০১৪ সালের ফেডারেশন কাপের পর জেতা হয়নি কোনো শিরোপাও। নতুন মৌসুমে চার টুর্নামেন্টের অন্তত দুই ট্রফি জয়ের স্বপ্ন সাদা-কালো শিবিরের। সেই স্বপ্নের কথাই শোনালেন মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক, ‘অন্য দলগুলো হয়তো কাগজে কলমে আমাদের চেয়ে এগিয়ে। তবে আমি বিশ্বাস করি বিদেশি, জাতীয় দল, অভিজ্ঞ, নতুনদের নিয়ে আমাদের অবশ্যই শিরোপা জেতা সম্ভব।’
সবকিছু মিলিয়ে এবারের দলটাকে নিয়ে শিরোপা জয় সম্ভব বলে মনে করেন মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মো. আলমগীর। বললেন, ‘এবার আমরা যথেষ্ট সময় নিয়ে একটা ভালো দল গড়েছি কারণ এবার আমরা আবারও সেরা হতে চাই এবং আমরা আশাবাদী এবার সেই লক্ষ্য পূরণ হবে।’
গত মৌসুমের ১৩ ফুটবলারকে ধরে রেখেছে মোহামেডান। মালিয়ান অধিনায়ক ও গত বিপিএল ফুটবলের সর্বোচ্চ গোল সংগ্রাহক সুলেমান দিয়াবাতের হাতেই থাকছে নেতৃত্ব। পরিচিত খেলোয়াড়দের মধ্যে জাফর ইকবাল ছিলেন জাতীয় দলে। জাতীয় দলের আরেক ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন এবার মোহামেডানের নতুন সংযোজন। বসুন্ধরা কিংস থেকে এসেছেন ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। বিদেশি খেলোয়াড়দের মধ্যে ব্রাজিল থেকে সেন্টার ব্যাক দুরাতে ডে অলিভিয়েরা রোজার, ভেনেজুয়েলা থেকে ড্যানিয়েল রিকার্ডো, ইরান থেকে মেসাম জাদেহ ও মুজ্জাফরজন মুজারফফারভকে উজবেকিস্তানকে দলে টেনেছে মোহামেডান। সব মিলিয়ে সাদা-কালো শিবিরে নতুন খেলোয়াড়ের সংখ্যা ১৯।
৩৫ জনের দলবদলের কথা থাকলেও মোহামেডান নিবন্ধন করিয়েছে এখন পর্যন্ত ৩২ খেলোয়াড়কে। তিন খেলোয়াড়-রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া ও গোলরক্ষক মো. নাঈমকে নিয়ে বাফুফের কাছে অভিযোগ জানিয়ে রেখেছে মোহামেডান। অগ্রিম টাকা নিয়ে শেষ পর্যন্ত অন্য দলে নাম লিখিয়েছেন এই তিন ফুটবলার, মোহামেডানের অভিযোগ অন্তত তেমনই। মোহামেডানের অভিযোগের ভিত্তিতে ‘প্লেয়ার স্ট্যাটাস’নামের নতুন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন লিগ কমিটির আহ্বায়ক আতাউর রহমান মানিক।
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
১০ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
১০ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
১১ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
১১ ঘণ্টা আগে