বিশ্বকাপ শুরু হতে আর ১০ দিন বাকি। হাত ছোঁয়া দূরত্বের এমন সময়ে চোটে পড়েছেন সাদিও মানে। গতকাল ব্রেমেনের বিপক্ষে প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছেন তিনি। তাঁর এই চোট চিন্তা বাড়িয়েছে সেনেগালের।
বিশ্বকাপের কাছাকাছি সময়ে যেকোনো চোটই উদ্বেগের কারণ। মানের চোটটি আবার টিবিয়ার (জঙ্ঘাস্থি) ওপরে যা সহজে ভেঙে যাওয়ার পর্যায়ে থাকে। সেনেগালের স্ট্রাইকারের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন বায়ার্ন মিউনিখের কোচ ইউলিয়ান নাগেলসম্যান।
নাগেলসম্যান বলেছেন, ‘সে টিবিয়ার ওপরের অংশে চোট পেয়েছে, যা সব সময় অস্বস্তিতে রাখে। খারাপ কিছু হয়েছে কি না, তা জানার জন্য তাঁর পায়ে এক্স-রের দরকার আছে। সে যেখানে আঘাত পেয়েছে, তা সাধারণত সহজেই ভেঙে যায়। আশা করি গুরুতরও কিছু হয়নি।’
ফেব্রুয়ারিতে সেনেগালকে আফ্রিকা নেশনস কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মানে। সেই প্রতিযোগিতার প্রতিপক্ষ মিশরকে পরের মাসে বাছাই পর্বে আবারও হারিয়ে দলকে বিশ্বকাপের মঞ্চে আনতে সাবেক লিভারপুল তারকার অবদান অনস্বীকার্য ছিল। বিশ্বকাপে তাঁকে ঘিরেই ভালো কিছু করার প্রস্তুতি নিচ্ছে সেনেগাল। কিন্তু তাঁর এই চোট দুশ্চিন্তায় ফেলল সেনেগালকে।
মানের চোটের রাতে বড় জয় পেয়েছে বায়ার্ন। ব্রেমেনকে ৬-১ গোলে হারিয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন বায়ার্ন স্ট্রাইকার সার্জ নাব্রি। তাঁর তিন গোলের সঙ্গে একটি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, লিওন গোরেৎস্কা ও ম্যাথিয়েস টেল। আর ব্রেমেনের একমাত্র গোলটি করেছেন অ্যান্থোনি জং।
বিশ্বকাপ শুরু হতে আর ১০ দিন বাকি। হাত ছোঁয়া দূরত্বের এমন সময়ে চোটে পড়েছেন সাদিও মানে। গতকাল ব্রেমেনের বিপক্ষে প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছেন তিনি। তাঁর এই চোট চিন্তা বাড়িয়েছে সেনেগালের।
বিশ্বকাপের কাছাকাছি সময়ে যেকোনো চোটই উদ্বেগের কারণ। মানের চোটটি আবার টিবিয়ার (জঙ্ঘাস্থি) ওপরে যা সহজে ভেঙে যাওয়ার পর্যায়ে থাকে। সেনেগালের স্ট্রাইকারের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন বায়ার্ন মিউনিখের কোচ ইউলিয়ান নাগেলসম্যান।
নাগেলসম্যান বলেছেন, ‘সে টিবিয়ার ওপরের অংশে চোট পেয়েছে, যা সব সময় অস্বস্তিতে রাখে। খারাপ কিছু হয়েছে কি না, তা জানার জন্য তাঁর পায়ে এক্স-রের দরকার আছে। সে যেখানে আঘাত পেয়েছে, তা সাধারণত সহজেই ভেঙে যায়। আশা করি গুরুতরও কিছু হয়নি।’
ফেব্রুয়ারিতে সেনেগালকে আফ্রিকা নেশনস কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মানে। সেই প্রতিযোগিতার প্রতিপক্ষ মিশরকে পরের মাসে বাছাই পর্বে আবারও হারিয়ে দলকে বিশ্বকাপের মঞ্চে আনতে সাবেক লিভারপুল তারকার অবদান অনস্বীকার্য ছিল। বিশ্বকাপে তাঁকে ঘিরেই ভালো কিছু করার প্রস্তুতি নিচ্ছে সেনেগাল। কিন্তু তাঁর এই চোট দুশ্চিন্তায় ফেলল সেনেগালকে।
মানের চোটের রাতে বড় জয় পেয়েছে বায়ার্ন। ব্রেমেনকে ৬-১ গোলে হারিয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন বায়ার্ন স্ট্রাইকার সার্জ নাব্রি। তাঁর তিন গোলের সঙ্গে একটি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, লিওন গোরেৎস্কা ও ম্যাথিয়েস টেল। আর ব্রেমেনের একমাত্র গোলটি করেছেন অ্যান্থোনি জং।
এশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
১৩ মিনিট আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
১ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
৩ ঘণ্টা আগেটি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের বদলা নিয়েছে আফগানিস্তান। ওয়ানডেতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। পুরো সিরিজে বাংলাদেশকে দুমড়ে-মুচড়ে দিয়েছে হাশমাতুল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন আফগানিস্তান। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর সুখবর পেলেন আফগান ক্রিকেটাররা।
৫ ঘণ্টা আগে