Ajker Patrika

তিন বিদ্রোহী ক্লাবের বিরুদ্ধে তদন্ত স্থগিত করেছে উয়েফা

তিন বিদ্রোহী ক্লাবের বিরুদ্ধে তদন্ত স্থগিত করেছে উয়েফা

ঢাকা: ইউরোপিয়ান সুপার লিগের ভাবনা থেকে এখনো সরে আসেনি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস। এই তিন বিদ্রোহী ক্লাবের বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছিল উয়েফা। তদন্তের ভার উয়েফার শৃঙ্খলা কমিটির কাছে হস্তান্তরও করেছিল। ধারণা করা হচ্ছিল, কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছে তিন ক্লাব।

কাল এক বিবৃতিতে তদন্ত আপাতত স্থগিতের কথা জানিয়েছে উয়েফা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অভিভাবক সংস্থাটি বিবৃতিতে উল্লেখ করেছে, ‘সুপার লিগের ভাবনা থেকে সরে না আসা তিন ক্লাবের বিরুদ্ধে আমরা যে তদন্ত চালিয়ে নিচ্ছিলাম পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সেটি আপাতত স্থগিত করা হয়েছে।’

করোনায় আর্থিক ক্ষতির কথা জানিয়েছিল ইউরোপের বড় বড় ক্লাবগুলো। ক্ষতি পোষাতে চ্যাম্পিয়নস লিগের আদলে আরেকটি টুর্নামেন্টের কথা প্রস্তাবনা নিয়ে আসে ক্লাবগুলো। ইউরোপের ১২টি ক্লাবকে নিয়ে ইউরোপিয়ান সুপার লিগের ডাক দিয়েছিল তারা। সমর্থকদের প্রতিবাদ আর উয়েফার চাপের মুখে তাদের সেই পরিকল্পনা শুরুতেই মুখ থুবড়ে পরে।

একপর্যায়ে উয়েফা শাস্তির কথাও জানায় টুর্নামেন্ট সংশ্লিষ্ট ক্লাবগুলোর বিরুদ্ধে। উয়েফার হুমকির মুখে সুপার লিগ থেকে সরে আসে ৯টি ক্লাব। নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে যায় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ আর জুভেন্টাস। তিন ক্লাবের বিরুদ্ধে তদন্ত নেমেছিল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অভিভাবক সংস্থাটি। এখন নিজেদের সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে উয়েফা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত