গোল করা দারুণ এক অভ্যাস বানিয়ে ফেলেছেন আর্লিং হালান্ড। মাঠে নামলেই হালান্ডের গোল-এটা যেন একরকম নিয়ম হয়ে গেছে। দুরন্ত গতিতে ছুটে চলা হালান্ডকে দেখে কেভিন ডি ব্রুইন মনে করেন, তাঁর (হালান্ড) ৮০০ গোল করার সামর্থ্য রয়েছে।
চলতি মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসেছেন আর্লিং হালান্ড। ১৯ ম্যাচে করেছেন ২৪ গোল, করেছেন ৩টা হ্যাটট্রিক। যার মধ্যে প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে করেন ১৮ গোল, হ্যাটট্রিক ৩টি এসেছে প্রিমিয়ার লিগেই। সিটিতে এই বিস্ফোরক ফর্ম দেখে হালান্ডকে প্রশংসায় ভাসান ডি ব্রুইন। সতীর্থকে নিয়ে বেলজিয়ান এই মিডফিল্ডার বলেন, ‘সে প্রায় ২০০ গোল করে ফেলেছে। যদি সে ফিট থাকে এবং তার কাজটা করতে পারে ঠিকমতো, তাহলে ৬০০,৭০০ এমনকি ৮০০ গোলও করতে পারে।’
ডি ব্রুইন আরও বলেন, ‘সে (হালান্ড) এখনো তরুণ। ফুটবল খুব উপভোগ করছে। সে গোল করতে পছন্দ করে। আমার কাছে মনে হয়, এখানেই সে সবার থেকে আলাদা।’
সার্জিও আগুয়োরো, রোমেলু লুকাকু, গ্যাব্রিয়েল জেসুস-এসব তারকা ফুটবলারদের নামও কথা প্রসঙ্গে উল্লেখ করেছেন ডি ব্রুইন। হালান্ডের সঙ্গে তাঁদের তুলনা করে ডি ব্রুইন বলেন, ‘তাদের সঙ্গে তুলনা করা খুবই কঠিন। কারণ তারা পুরোপুরি ভিন্ন। তারা সবাই ৩০০,৪০০ গোল করে ফেলেছে। সে (হালান্ড) গোলের ব্যাপারে খুবই সিরিয়াস। তাদেরকে ছাড়িয়েও যেতে পারে।’
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত ১৮০ গোল করেছেন হালান্ড। ক্লাব ফুটবলে ২০২ ম্যাচে ১৫৯ গোল করেন। আর নরওয়ের জার্সিতে ২৩ ম্যাচে ২১ গোল করেন এই সেন্টার ফরোয়ার্ড।
গোল করা দারুণ এক অভ্যাস বানিয়ে ফেলেছেন আর্লিং হালান্ড। মাঠে নামলেই হালান্ডের গোল-এটা যেন একরকম নিয়ম হয়ে গেছে। দুরন্ত গতিতে ছুটে চলা হালান্ডকে দেখে কেভিন ডি ব্রুইন মনে করেন, তাঁর (হালান্ড) ৮০০ গোল করার সামর্থ্য রয়েছে।
চলতি মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসেছেন আর্লিং হালান্ড। ১৯ ম্যাচে করেছেন ২৪ গোল, করেছেন ৩টা হ্যাটট্রিক। যার মধ্যে প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে করেন ১৮ গোল, হ্যাটট্রিক ৩টি এসেছে প্রিমিয়ার লিগেই। সিটিতে এই বিস্ফোরক ফর্ম দেখে হালান্ডকে প্রশংসায় ভাসান ডি ব্রুইন। সতীর্থকে নিয়ে বেলজিয়ান এই মিডফিল্ডার বলেন, ‘সে প্রায় ২০০ গোল করে ফেলেছে। যদি সে ফিট থাকে এবং তার কাজটা করতে পারে ঠিকমতো, তাহলে ৬০০,৭০০ এমনকি ৮০০ গোলও করতে পারে।’
ডি ব্রুইন আরও বলেন, ‘সে (হালান্ড) এখনো তরুণ। ফুটবল খুব উপভোগ করছে। সে গোল করতে পছন্দ করে। আমার কাছে মনে হয়, এখানেই সে সবার থেকে আলাদা।’
সার্জিও আগুয়োরো, রোমেলু লুকাকু, গ্যাব্রিয়েল জেসুস-এসব তারকা ফুটবলারদের নামও কথা প্রসঙ্গে উল্লেখ করেছেন ডি ব্রুইন। হালান্ডের সঙ্গে তাঁদের তুলনা করে ডি ব্রুইন বলেন, ‘তাদের সঙ্গে তুলনা করা খুবই কঠিন। কারণ তারা পুরোপুরি ভিন্ন। তারা সবাই ৩০০,৪০০ গোল করে ফেলেছে। সে (হালান্ড) গোলের ব্যাপারে খুবই সিরিয়াস। তাদেরকে ছাড়িয়েও যেতে পারে।’
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত ১৮০ গোল করেছেন হালান্ড। ক্লাব ফুটবলে ২০২ ম্যাচে ১৫৯ গোল করেন। আর নরওয়ের জার্সিতে ২৩ ম্যাচে ২১ গোল করেন এই সেন্টার ফরোয়ার্ড।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৫ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে