Ajker Patrika

জয়ে ফিরে দুইয়ে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩: ৫৫
জয়ে ফিরে দুইয়ে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মার্কাস রাশফোর্ড ও আলেজান্দ্রো গার্নাচোর শেষ মুহূর্তের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। লিডস ইউনাইটেডকে তাদেরই মাঠ এলান্ড রোডে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। এই জয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে এরিক টেন হাগের দল। 

ইউনাইটেডের পয়েন্ট ২৩ ম্যাচে ৪৬। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে এক পয়েন্ট কম নিয়ে তিনে নেমে গেছে সিটি। ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আর ১৯ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের শঙ্কায় লিডস। 

গত সপ্তাহে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লিডসের বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে হার এড়িয়েছিল ইউনাইটেড। এবার যেন সেই পয়েন্ট হারানোর প্রতিশোধ নিল তারা। সেই ম্যাচে রেড ডেভিলদের প্রথম গোলটি করেন রাশফোর্ড। এবারও শেষ মুহূর্তের গোলে টেন হাগের মন থেকে পাথরভার নামান ইংলিশ ফরোয়ার্ড। ৮০ মিনিটে লুক শ’র পাস থেকে জাল খুঁজে নেন রাশফোর্ড। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ২৫ বছর বয়সী ফরোয়ার্ড লিগে পেলেন টানা চার গোল। 

 ৮৫ মিনিটে ওয়েগহর্স্টের পাস থেকে ইউনাইটেডের ব্যবধান বাড়ান গার্নাচো। সেই ব্যবধান আরও বাড়তে পারত তাদের। তবে ৯০ ও অতিরিক্ত চতুর্থ মিনিটে ভিএআরে আরও দুটি গোল বাতিল হয় রেড ডেভিলদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত