মৃত্যুকে চোখের সামনে দেখার অনুভূতি কেমন?—উত্তরটা ভালো দিতে পারবেন সভেন-গোরান এরিকসন। মৃত্যুকেই যে চোখের সামনে দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের সাবেক কোচ! অগ্ন্যাশয়ের ক্যানসার ধরা পড়েছে তাঁর। মারণঘাতী এই রোগে আক্রান্ত এরিকসন জানিয়েছেন, মাত্র এক বছর বাঁচার সম্ভাবনা রয়েছে তাঁর।
৭৫ বছর বয়সী এই সুইডিশ বেশ কিছু হাই-প্রোফাইল দলকে কোচিং করিয়েছেন। তাঁর অধীনে ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে ডেভিড বেকহাম-মাইকেল ওয়েনদের নিয়ে গড়া ইংল্যান্ড দল। ২০০৬ বিশ্বকাপেও ইংলিশদের শেষ আটে তোলেন তিনি। সেই দলে ছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড-স্টিভেন জেরার্ডের মতন তারকারা।
এ ছাড়া এরিকসন জাতীয় দলের মধ্যে দায়িত্ব পালন করেছেন মেক্সিকো, আইভরি কোস্ট ও ফিলিপাইনের। ক্লাব পর্যায়ে ছিলেন রোমা, ফিওরেন্তিনা, লাৎসিও, বেনফিকা, সাম্পোদোরিয়া, ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটির কোচ। তবে নিজ দেশ সুইডেনকে কখনো কোচিং করাননি এরিকসন। ‘স্বাস্থ্যজনিত কারণে’ গত বছরের ফেব্রুয়ারি থেকে লোকচক্ষুর অন্তরালে চলে যান তিনি।
এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের অসুস্থতার ব্যাপারে এরিকসন বলেন, ‘সবাই বুঝতে পেরেছে, আমার রোগটা ভালো নয়। সবাই অনুমান করেছিল, এটি ক্যানসার, এবং এটাই ঠিক। তবে যত দিন পারি আমি এর সঙ্গে লড়াই করে যাব।’
এই অভিজ্ঞ কোচ আরও জানান, চিকিৎসকের মূল্যায়নে তিনি আর মাত্র এক বছর বাঁচবেন। এরিকসন বলেন, ‘হয়তো সর্বোচ্চ এক বছর বেঁচে থাকব। আপনাকে আপনার মস্তিষ্ক চালাতে হবে। সবকিছু ইতিবাচকভাবে দেখছি।’
মৃত্যুকে চোখের সামনে দেখার অনুভূতি কেমন?—উত্তরটা ভালো দিতে পারবেন সভেন-গোরান এরিকসন। মৃত্যুকেই যে চোখের সামনে দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের সাবেক কোচ! অগ্ন্যাশয়ের ক্যানসার ধরা পড়েছে তাঁর। মারণঘাতী এই রোগে আক্রান্ত এরিকসন জানিয়েছেন, মাত্র এক বছর বাঁচার সম্ভাবনা রয়েছে তাঁর।
৭৫ বছর বয়সী এই সুইডিশ বেশ কিছু হাই-প্রোফাইল দলকে কোচিং করিয়েছেন। তাঁর অধীনে ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে ডেভিড বেকহাম-মাইকেল ওয়েনদের নিয়ে গড়া ইংল্যান্ড দল। ২০০৬ বিশ্বকাপেও ইংলিশদের শেষ আটে তোলেন তিনি। সেই দলে ছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড-স্টিভেন জেরার্ডের মতন তারকারা।
এ ছাড়া এরিকসন জাতীয় দলের মধ্যে দায়িত্ব পালন করেছেন মেক্সিকো, আইভরি কোস্ট ও ফিলিপাইনের। ক্লাব পর্যায়ে ছিলেন রোমা, ফিওরেন্তিনা, লাৎসিও, বেনফিকা, সাম্পোদোরিয়া, ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটির কোচ। তবে নিজ দেশ সুইডেনকে কখনো কোচিং করাননি এরিকসন। ‘স্বাস্থ্যজনিত কারণে’ গত বছরের ফেব্রুয়ারি থেকে লোকচক্ষুর অন্তরালে চলে যান তিনি।
এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের অসুস্থতার ব্যাপারে এরিকসন বলেন, ‘সবাই বুঝতে পেরেছে, আমার রোগটা ভালো নয়। সবাই অনুমান করেছিল, এটি ক্যানসার, এবং এটাই ঠিক। তবে যত দিন পারি আমি এর সঙ্গে লড়াই করে যাব।’
এই অভিজ্ঞ কোচ আরও জানান, চিকিৎসকের মূল্যায়নে তিনি আর মাত্র এক বছর বাঁচবেন। এরিকসন বলেন, ‘হয়তো সর্বোচ্চ এক বছর বেঁচে থাকব। আপনাকে আপনার মস্তিষ্ক চালাতে হবে। সবকিছু ইতিবাচকভাবে দেখছি।’
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হওয়ার দারুণ সুযোগ ছিল হারমানপ্রীত কৌরের সামনে। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। আউট হওয়ার পর ভারতের প্রধান কোচ অমল মজুমদারের সঙ্গে তাঁর (হারমানপ্রীত) তীব্র বাদানুবাদ হয়েছে। এই ঘটনা দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন আঞ্জুম চোপড়া।
১৮ মিনিট আগেলম্বা সময় পর নিউজিল্যান্ডের জার্সিতে ফেরার অপেক্ষায় আছেন কেইন উইলিয়ামসন। তারকা ব্যাটারকে নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। এর আগে সবশেষ গত মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ব্ল্যাক ক্যাপসদের জার্সিতে খেলেছেন উইলিয়ামসন।
১ ঘণ্টা আগেক্যাচ মিস, ম্যাচ মিস—বহুল প্রচলিত এই কথাটা আজ আবারও দেখা গেল ক্রাইস্টচার্চে। ব্যক্তিগত ৩৯ রানের সময় জীবন পাওয়া হ্যারি ব্রুক করেছেন ৭৮ রান। ব্রুকের তাণ্ডব চালানো দেখে অনুপ্রাণিত হয়ে শেষে ঝড় তুলেছেন টম ব্যান্টন। ব্রুক-ব্যান্টনের ঝড়ই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।
১ ঘণ্টা আগেচোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে খেলতে পারেননি নাহিদা আক্তার ও মারুফা আক্তার। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১০ উইকেটে। এই দুই বোলার আজ শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ফিরেছেন।
২ ঘণ্টা আগে