Ajker Patrika

মেসি বিশ্বকাপ জেতায় ‘কুকুরছানার’ মতো আনন্দ করেছিলেন রাইকার্ড

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২০: ৩৩
Thumbnail image

কাতার বিশ্বকাপ জিতে ফুটবলে অমরত্ব অর্জন করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপে জিতে শুধু নিজের আরাধ্য স্বপ্নই পূরণ করেননি অন্যের মুখে হাসিও ফুটিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। সাবেক শিষ্যের হাতে বিশ্বকাপ দেখে বাঁধন হারা উল্লাস করেছেন ফ্রাঙ্ক রাইকার্ড।

টুর্নামেন্টের এক মাস পেরিয়ে গেলেও সেই উল্লাস এখনো ভুলতে পারছেন না রাইকার্ড। হেলদেন ম্যাগাজিনকে সেটিই জানিয়েছেন বার্সেলোনার সাবেক কোচ। তাঁর মতে, মেসির বিশ্বকাপ জয়ের সময় “কুকুরছানার” মতো আনন্দ উদ্‌যাপন করেছি।

সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসির ভক্ত হিসেবেই ফাইনাল দেখেছেন বলে জানিয়েছেন রাইকার্ড। তিনি বলেছেন,‘বিশ্বকাপের ফাইনাল দেখে আমার গাল বেয়ে অশ্রু পড়ার মতো ছিল না। তবে মেসি বিশ্বকাপ জেতায় কুকুরছানার মতো বাঁধনহারা উল্লাস করেছি। মূলত, মেসির ভক্ত হিসেবেই আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ দেখেছি। মনে করি, সে যা চেয়েছে তা পেয়েছে। এটা তার প্রাপ্য ছিল।’

২০০৩-২০০৮ সাল পর্যন্ত বার্সার কোচ ছিলেন রাইকার্ড। ২০০৪ সালে এই ডাচ কোচের অধীনেই ১৭ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক মেসির। তাঁর অধীনেই দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন পিএসজি তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত