ক্রীড়া ডেস্ক
নতুন করে সাজতে শুরু করেছে সৌদি প্রো লিগ। ক্রিস্টিয়ানো রোনালদোর দেখানো পথ ধরে মরুর বুকে ফুটবলের ফুল ফোটাতে এসেছেন করিম বেনজেমা, এনগোলা কান্তে, এদুয়ার্দ মেন্দি, রিয়াদ মাহরেজ, জর্ডান হেন্ডারসনসহ বেশ কয়েকজন ইউরোপ মাতানো তারকা। নতুন মৌসুম শুরুর আগে সৌদি ক্লাবগুলোও খেলেছে প্রীতি ম্যাচ।
দিন চারেক আগে জাপান সফরে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে গোলশূন্য ড্র করেছে রোনালদোর ক্লাব আল-নাসর। সেই ম্যাচে পর্তুগিজ উইঙ্গারের পুরোনো রূপই দেখা গেছে। তবে গতকাল সেভাবে জ্বলে উঠতে পারেননি। লিগের নতুন মৌসুম শুরুর আগে গত রাতে আল নাসর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে স্বদেশি ক্লাব আল-শাবাবের বিপক্ষে। মরুর দেশগুলোর এই ক্লাব প্রতিযোগিতায় রোনালদোদের বাকি দুই প্রতিপক্ষ মিশরের জামালেক ও তিউনিশিয়ার মোনাস্তির।
শাবাবের বিপক্ষে একাদশে ছিলেন না রোনালদো। ৩৮ বছর বয়সী তারকা মাঠে নামেন ৬২ মিনিটে। তবে বেশ কয়েকটি সুযোগ পেলেও জালের দেখা পাননি, দলকে এনে দিতে পারেননি জয়। অবশ্য পুরো ম্যাচে বল দখল, গোলের লক্ষ্যে শট, পাসে এগিয়ে ছিল আল-শাবাব।
ড্র করলেও হতাশ নন রোনালদো। লড়াই জারি রাখতে চান তিনি। ম্যাচ শেষে ফেসবুকে নিজের দুটি ম্যাচের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘গ্রুপ পর্বে কঠিন প্রথম ম্যাচ! আরও দুই ম্যাচ আছে। আমরা লড়াই জারি রাখব।’
এই টুর্নামেন্টে আল নাসর পরের ম্যাচ খেলবে মোনাস্তিরের বিপক্ষে। রোনালদোরা সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু করবে ১৪ আগস্ট, ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে।
নতুন করে সাজতে শুরু করেছে সৌদি প্রো লিগ। ক্রিস্টিয়ানো রোনালদোর দেখানো পথ ধরে মরুর বুকে ফুটবলের ফুল ফোটাতে এসেছেন করিম বেনজেমা, এনগোলা কান্তে, এদুয়ার্দ মেন্দি, রিয়াদ মাহরেজ, জর্ডান হেন্ডারসনসহ বেশ কয়েকজন ইউরোপ মাতানো তারকা। নতুন মৌসুম শুরুর আগে সৌদি ক্লাবগুলোও খেলেছে প্রীতি ম্যাচ।
দিন চারেক আগে জাপান সফরে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে গোলশূন্য ড্র করেছে রোনালদোর ক্লাব আল-নাসর। সেই ম্যাচে পর্তুগিজ উইঙ্গারের পুরোনো রূপই দেখা গেছে। তবে গতকাল সেভাবে জ্বলে উঠতে পারেননি। লিগের নতুন মৌসুম শুরুর আগে গত রাতে আল নাসর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে স্বদেশি ক্লাব আল-শাবাবের বিপক্ষে। মরুর দেশগুলোর এই ক্লাব প্রতিযোগিতায় রোনালদোদের বাকি দুই প্রতিপক্ষ মিশরের জামালেক ও তিউনিশিয়ার মোনাস্তির।
শাবাবের বিপক্ষে একাদশে ছিলেন না রোনালদো। ৩৮ বছর বয়সী তারকা মাঠে নামেন ৬২ মিনিটে। তবে বেশ কয়েকটি সুযোগ পেলেও জালের দেখা পাননি, দলকে এনে দিতে পারেননি জয়। অবশ্য পুরো ম্যাচে বল দখল, গোলের লক্ষ্যে শট, পাসে এগিয়ে ছিল আল-শাবাব।
ড্র করলেও হতাশ নন রোনালদো। লড়াই জারি রাখতে চান তিনি। ম্যাচ শেষে ফেসবুকে নিজের দুটি ম্যাচের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘গ্রুপ পর্বে কঠিন প্রথম ম্যাচ! আরও দুই ম্যাচ আছে। আমরা লড়াই জারি রাখব।’
এই টুর্নামেন্টে আল নাসর পরের ম্যাচ খেলবে মোনাস্তিরের বিপক্ষে। রোনালদোরা সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু করবে ১৪ আগস্ট, ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৩ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৪ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৪ ঘণ্টা আগে