প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে নর্থওয়েস্ট ডার্বিতে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ৭-০ গোলে উড়ে গিয়েছিল এরিক টেন হাগের শিষ্যরা। তবে ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল বেতিসের বিপক্ষে দুর্দান্ত জয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল ইউনাইটেড। কিন্তু গতরাতে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে তলানির দল সাউদাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রেড ডেভিলরা।
টেন হাগের শিষ্যদের ম্যাচের অধিকাংশ সময় খেলতে হয় ১০ জন নিয়ে। কার্লোস আলকারাজকে ফাউল করলে রেফারি ভিএআর পরীক্ষা করে লাল কার্ড দেখান কাসেমিরোকে। খর্বশক্তি হয়ে পড়ার পর নিজেদের রক্ষণ সামলে সাউদাম্পটনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইউনাইটেড। ড্র করলেও ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিনে আছে রেড ডেভিলরা।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে আর্সেনাল। ফুলহামকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে গানাররা। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। ২১ মিনিটে জাল খুঁজে নেন গ্যাব্রিয়েল মাগালহেস। পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ফুলহামের জালে তৃতীয় বলটি পাঠান মার্টিন ওদেগার্ড। সতীর্থদের তিনটি গোলেই অ্যাসিস্ট করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।
এই নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচ জিতল আর্সেনাল। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেল আর্তেতার দল।
প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে নর্থওয়েস্ট ডার্বিতে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ৭-০ গোলে উড়ে গিয়েছিল এরিক টেন হাগের শিষ্যরা। তবে ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল বেতিসের বিপক্ষে দুর্দান্ত জয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল ইউনাইটেড। কিন্তু গতরাতে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে তলানির দল সাউদাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রেড ডেভিলরা।
টেন হাগের শিষ্যদের ম্যাচের অধিকাংশ সময় খেলতে হয় ১০ জন নিয়ে। কার্লোস আলকারাজকে ফাউল করলে রেফারি ভিএআর পরীক্ষা করে লাল কার্ড দেখান কাসেমিরোকে। খর্বশক্তি হয়ে পড়ার পর নিজেদের রক্ষণ সামলে সাউদাম্পটনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইউনাইটেড। ড্র করলেও ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিনে আছে রেড ডেভিলরা।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে আর্সেনাল। ফুলহামকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে গানাররা। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। ২১ মিনিটে জাল খুঁজে নেন গ্যাব্রিয়েল মাগালহেস। পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ফুলহামের জালে তৃতীয় বলটি পাঠান মার্টিন ওদেগার্ড। সতীর্থদের তিনটি গোলেই অ্যাসিস্ট করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।
এই নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচ জিতল আর্সেনাল। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেল আর্তেতার দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৩ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৬ ঘণ্টা আগে