Ajker Patrika

চ্যাম্পিয়নস লিগ জিতে চুক্তি বাড়ল টুখেলের

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ঢাকা: ১৮ মাসের চুক্তিতে চেলসিতে এসেছিলেন টমাস টুখেল। তবে মাত্র চার মাসেই চমক দেখিয়েছন তিনি। ইংলিশ ক্লাবটিকে এনে দিয়েছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এমন সাফল্যের পুরস্কারও পেলেন হাতেনাতে। ২০২৪ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়েছে চেলসি। যদিও আগের চুক্তিতেই শর্ত উল্লেখ ছিল, ভালো করতে পারলে চুক্তি বাড়াবে। সেই কথাই রাখল ব্লুজরা।

ফ্যাঙ্ক ল্যাম্পার্ডের ছাঁটাইয়ের পর এ বছরের জানুয়ারিতে স্ট্যামফোর্ড ব্রিজে আসেন টুখেল। দায়িত্ব পেয়ে চেলসিকে এফএ কাপের ফাইনালে তুলেছিলেন। যদিও লেস্টারের সিটির কাছে ১-০ গোলে হেরে শিরোপা জেতা হয়নি। যখন দায়িত্ব পেয়েছিলেন লিগ টেবিলে চেলসির অবস্থান তখন নয়ে। সেই অবস্থা থেকে দলকে উদ্ধার করে নিয়ে আসেন সেরা চারে। এখন পর্যন্ত তাঁর অধীনে ৩০ ম্যাচ খেলে ১৯ টিতেই জিতেছে চেলসি। ছয় ড্রয়ের সঙ্গে পাঁচটিতে হেরেছেন কান্তে-মাউন্টরা।

টুখেলের কাজে খুশি চেলসি কর্তৃপক্ষ। চুক্তি বাড়ায় আনন্দিত টুখেলও। চেলসির অফিশিয়াল ওয়েবসাইটে বলেছেন, ‘চুক্তি বাড়ার খবর শোনার জন্য এর চেয়ে ভালো মুহূর্ত আর হতে পারে না। আমি দারুণ খুশি। চেলসি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। আশা করি আগামী মৌসুমে আরও ভালো কিছু হবে। আমরা সেভাবেই আগানোর চেষ্টা করছি।’

টুখেলকে নিয়ে খুশির কথা জানিয়ে চেলসি পরিচালক মারিনা গ্রানোভাস্কিয়া বলেছেন, ‘আমরা তাকে নিয়ে খুব খুশি। যখন সে দায়িত্ব পায়, আমরা সব টুর্নামেন্টে পিছিয়ে ছিলাম। টুখেল এসে সব গুছিয়ে নিয়েছে। লিগে সেরা চারে থাকা দুর্দান্ত ব্যাপার। আশা করি আগামী দুই বছরে সে আরও অনেক কিছু দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত