কোপা ট্রফি
ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাত্র ১৭ বছর ১০৭ দিন বয়সে কোপা ট্রফি জেতেন লামিন ইয়ামাল। স্প্যানিশ ইয়াংস্টার এই পুরস্কারজয়ী প্রথম ফুটবলার, যার বয়স ১৮ বছরের নিচে। সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন স্বদেশি পাউ কুবারসি, তুরস্কের আর্দা গুলার ও আর্জেন্টিনার আলেহান্দ্রো গার্নাচোর মতো উঠতি তারকাদের।
প্যারিসের থিয়েটার দু শাতলেতে গত ২৮ অক্টোবর জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যালন ডি’অরের অনুষ্ঠানে ইয়ামালের হাতে পুরস্কারটি তুলে দেন ডাচ কিংবদন্তি রুদ খুলিত। এটি সেরা তরুণ ফুটবলারের পুরস্কার। ২০১৮ সাল থেকে ২১ বছরের কম বয়সীদের এই সম্মাননা দেওয়া হয়।
তবে লামিনের প্রসঙ্গে আসলে, সামনে চলে আসেন লিওনেল মেসিও। যাঁকে নিজের আইডল মনে করেন এই স্প্যানিশ উইঙ্গার। তাঁর খেলার মধ্যেও পাওয়া যায় মেসির ছাপ। মূলত ব্যালন ডি’অর জয়ীদের ভোটে নির্বাচিত হন কোপা ট্রফি জয়ী।
আলোচনায় তাই আসতেই পারে, আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ‘কোপা ট্রফির’ ভোট দিয়েছেন কাকে। স্প্যানিশ সংবাদমাধ্যম ও ইতালির স্বনামধন্য ফুটবল রিপোর্টার ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছে, মেসির এক নম্বর ভোটটি পেয়েছেন ইয়ামালই। দ্বিতীয় স্থানে রেখেছেন স্প্যানিশ ডিফেন্ডার কুবারসিকে। তিন নম্বরে রেখেছেন স্বদেশি ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড গার্নাচোকে।
বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার হাতে তোলা বার্সেলোনার তৃতীয় খেলোয়াড় ইয়ামাল। গত মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে সাতটি করে গোল ও অ্যাসিস্ট করেন ইয়ামাল। সর্বোচ্চ ১১৩ পয়েন্ট পেয়ে কোপা ট্রফি জেতেন তিনি। তালিকায় দুইয়ে থাকা গুলার পেয়েছেন ২৬ ভোট এবং ২০ পয়েন্ট পেয়েছেন মাইনো।
তাঁর আগে ২০২১ সালে পেদ্রি ও ২০২২ সালে গাভি কোপা ট্রফি জিতেছিলেন বার্সার হয়ে। এ ছাড়া ২০১৮ সালে কিলিয়ান এমবাপ্পে, ২০১৯ সালে মাথিয়াস ডি লিট এবং ২০২৩ সালে জেতেন জুড বেলিংহাম। ২০২০ সালে করোনা মহামারির কারণে ব্যালন ডি’অর অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।
ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাত্র ১৭ বছর ১০৭ দিন বয়সে কোপা ট্রফি জেতেন লামিন ইয়ামাল। স্প্যানিশ ইয়াংস্টার এই পুরস্কারজয়ী প্রথম ফুটবলার, যার বয়স ১৮ বছরের নিচে। সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন স্বদেশি পাউ কুবারসি, তুরস্কের আর্দা গুলার ও আর্জেন্টিনার আলেহান্দ্রো গার্নাচোর মতো উঠতি তারকাদের।
প্যারিসের থিয়েটার দু শাতলেতে গত ২৮ অক্টোবর জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যালন ডি’অরের অনুষ্ঠানে ইয়ামালের হাতে পুরস্কারটি তুলে দেন ডাচ কিংবদন্তি রুদ খুলিত। এটি সেরা তরুণ ফুটবলারের পুরস্কার। ২০১৮ সাল থেকে ২১ বছরের কম বয়সীদের এই সম্মাননা দেওয়া হয়।
তবে লামিনের প্রসঙ্গে আসলে, সামনে চলে আসেন লিওনেল মেসিও। যাঁকে নিজের আইডল মনে করেন এই স্প্যানিশ উইঙ্গার। তাঁর খেলার মধ্যেও পাওয়া যায় মেসির ছাপ। মূলত ব্যালন ডি’অর জয়ীদের ভোটে নির্বাচিত হন কোপা ট্রফি জয়ী।
আলোচনায় তাই আসতেই পারে, আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ‘কোপা ট্রফির’ ভোট দিয়েছেন কাকে। স্প্যানিশ সংবাদমাধ্যম ও ইতালির স্বনামধন্য ফুটবল রিপোর্টার ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছে, মেসির এক নম্বর ভোটটি পেয়েছেন ইয়ামালই। দ্বিতীয় স্থানে রেখেছেন স্প্যানিশ ডিফেন্ডার কুবারসিকে। তিন নম্বরে রেখেছেন স্বদেশি ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড গার্নাচোকে।
বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার হাতে তোলা বার্সেলোনার তৃতীয় খেলোয়াড় ইয়ামাল। গত মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে সাতটি করে গোল ও অ্যাসিস্ট করেন ইয়ামাল। সর্বোচ্চ ১১৩ পয়েন্ট পেয়ে কোপা ট্রফি জেতেন তিনি। তালিকায় দুইয়ে থাকা গুলার পেয়েছেন ২৬ ভোট এবং ২০ পয়েন্ট পেয়েছেন মাইনো।
তাঁর আগে ২০২১ সালে পেদ্রি ও ২০২২ সালে গাভি কোপা ট্রফি জিতেছিলেন বার্সার হয়ে। এ ছাড়া ২০১৮ সালে কিলিয়ান এমবাপ্পে, ২০১৯ সালে মাথিয়াস ডি লিট এবং ২০২৩ সালে জেতেন জুড বেলিংহাম। ২০২০ সালে করোনা মহামারির কারণে ব্যালন ডি’অর অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৩ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
৪ ঘণ্টা আগে