Ajker Patrika

কোপা ট্রফি

মেসির ভোট পেলেন যাঁরা

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১১: ০২
লামিন ইয়ামালকে সবার ওপরে রাখলেন লিওনেল মেসি। ছবি: এএফপি
লামিন ইয়ামালকে সবার ওপরে রাখলেন লিওনেল মেসি। ছবি: এএফপি

ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাত্র ১৭ বছর ১০৭ দিন বয়সে কোপা ট্রফি জেতেন লামিন ইয়ামাল। স্প্যানিশ ইয়াংস্টার এই পুরস্কারজয়ী প্রথম ফুটবলার, যার বয়স ১৮ বছরের নিচে। সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন স্বদেশি পাউ কুবারসি, তুরস্কের আর্দা গুলার ও আর্জেন্টিনার আলেহান্দ্রো গার্নাচোর মতো উঠতি তারকাদের।

প্যারিসের থিয়েটার দু শাতলেতে গত ২৮ অক্টোবর জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যালন ডি’অরের অনুষ্ঠানে ইয়ামালের হাতে পুরস্কারটি তুলে দেন ডাচ কিংবদন্তি রুদ খুলিত। এটি সেরা তরুণ ফুটবলারের পুরস্কার। ২০১৮ সাল থেকে ২১ বছরের কম বয়সীদের এই সম্মাননা দেওয়া হয়।

তবে লামিনের প্রসঙ্গে আসলে, সামনে চলে আসেন লিওনেল মেসিও। যাঁকে নিজের আইডল মনে করেন এই স্প্যানিশ উইঙ্গার। তাঁর খেলার মধ্যেও পাওয়া যায় মেসির ছাপ। মূলত ব্যালন ডি’অর জয়ীদের ভোটে নির্বাচিত হন কোপা ট্রফি জয়ী।

আলোচনায় তাই আসতেই পারে, আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ‘কোপা ট্রফির’ ভোট দিয়েছেন কাকে। স্প্যানিশ সংবাদমাধ্যম ও ইতালির স্বনামধন্য ফুটবল রিপোর্টার ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছে, মেসির এক নম্বর ভোটটি পেয়েছেন ইয়ামালই। দ্বিতীয় স্থানে রেখেছেন স্প্যানিশ ডিফেন্ডার কুবারসিকে। তিন নম্বরে রেখেছেন স্বদেশি ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড গার্নাচোকে।

কোপা ট্রফির জন্য কে কত ভোট পেলেন। ছবি: ফ্রান্স ফুটবল
কোপা ট্রফির জন্য কে কত ভোট পেলেন। ছবি: ফ্রান্স ফুটবল

বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার হাতে তোলা বার্সেলোনার তৃতীয় খেলোয়াড় ইয়ামাল। গত মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে সাতটি করে গোল ও অ্যাসিস্ট করেন ইয়ামাল। সর্বোচ্চ ১১৩ পয়েন্ট পেয়ে কোপা ট্রফি জেতেন তিনি। তালিকায় দুইয়ে থাকা গুলার পেয়েছেন ২৬ ভোট এবং ২০ পয়েন্ট পেয়েছেন মাইনো।

তাঁর আগে ২০২১ সালে পেদ্রি ও ২০২২ সালে গাভি কোপা ট্রফি জিতেছিলেন বার্সার হয়ে। এ ছাড়া ২০১৮ সালে কিলিয়ান এমবাপ্পে, ২০১৯ সালে মাথিয়াস ডি লিট এবং ২০২৩ সালে জেতেন জুড বেলিংহাম। ২০২০ সালে করোনা মহামারির কারণে ব্যালন ডি’অর অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত