এই না হলে ‘প্রতিশোধ’! চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগের ম্যাচে জুভেন্টাসের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে এসেছিল চেলসি। ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে সেই হারের জ্বালা তারা মেটাল ৪-০ গোলে জিতে। স্টামফোর্ড ব্রিজে তুরিন জায়ান্টদের দাঁড়াতেই দেয়নি থমাস টুখেলের দল।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই জুভেন্টাসকে চেপে ধরে চেলসি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে ফেলে ব্লুজরা। এদিন ৫৫ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নেয় চেলসি, যার ৮টিই ছিল লক্ষ্যে। বিপরীতে ৪৫ শতাংশ বলের দখল রেখে জুভেন্টাস শট নিতে পারে ৮টি। আর লক্ষ্যে ছিল মাত্র ২টি শট। কেবল সুযোগ তৈরিতেই নয়, কাজে লাগানোতেও দারুণ দক্ষতা দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। একে একে জুভদের জালে তারা বল জড়িয়েছে চারবার।
এদিন ট্রেভোহ চালোবাহকের গোলে ২৫ মিনিটে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধে লিড ছিল এই ১ গোলের। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে চেলসিকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন রিস জেমস। জুভদের ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে তিন মিনিট পরই ব্যবধান ৩-০ করেন কালাম-হাডসন ওদোই। আর যোগ করা সময়ে জুভেন্টাসের জালে চতুর্থবার বল জড়ান জার্মান তারকা টিমো ভেরনার। এই দাপুটে নকআউট পর্বও নিশ্চিত করল চেলসি। এই ম্যাচে বড় ব্যবধানে হারলেও আগেই নকআউট নিশ্চিত করে রেখেছিল জুভেন্টাস।
দারুণ এই জয়ের পর চেলসি বস টুখেল বলেন, ‘এই ম্যাচে আমরা প্রচুর ঝুঁকি নিয়েছি, যা আমরা তুরিনে নিতে পারিনি। বলের দখল রেখে আপনি ওদের ক্ষতি করতে পারবেন না, আপনাকে আক্রমণে যেতে হবে। সুযোগ তৈরি করা ও গোল করা সহজ ছিল না। কিন্তু দল দুর্দান্ত খেলেছে এবং ফলও হয়েছে দারুণ।’
এই না হলে ‘প্রতিশোধ’! চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগের ম্যাচে জুভেন্টাসের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে এসেছিল চেলসি। ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে সেই হারের জ্বালা তারা মেটাল ৪-০ গোলে জিতে। স্টামফোর্ড ব্রিজে তুরিন জায়ান্টদের দাঁড়াতেই দেয়নি থমাস টুখেলের দল।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই জুভেন্টাসকে চেপে ধরে চেলসি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে ফেলে ব্লুজরা। এদিন ৫৫ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নেয় চেলসি, যার ৮টিই ছিল লক্ষ্যে। বিপরীতে ৪৫ শতাংশ বলের দখল রেখে জুভেন্টাস শট নিতে পারে ৮টি। আর লক্ষ্যে ছিল মাত্র ২টি শট। কেবল সুযোগ তৈরিতেই নয়, কাজে লাগানোতেও দারুণ দক্ষতা দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। একে একে জুভদের জালে তারা বল জড়িয়েছে চারবার।
এদিন ট্রেভোহ চালোবাহকের গোলে ২৫ মিনিটে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধে লিড ছিল এই ১ গোলের। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে চেলসিকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন রিস জেমস। জুভদের ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে তিন মিনিট পরই ব্যবধান ৩-০ করেন কালাম-হাডসন ওদোই। আর যোগ করা সময়ে জুভেন্টাসের জালে চতুর্থবার বল জড়ান জার্মান তারকা টিমো ভেরনার। এই দাপুটে নকআউট পর্বও নিশ্চিত করল চেলসি। এই ম্যাচে বড় ব্যবধানে হারলেও আগেই নকআউট নিশ্চিত করে রেখেছিল জুভেন্টাস।
দারুণ এই জয়ের পর চেলসি বস টুখেল বলেন, ‘এই ম্যাচে আমরা প্রচুর ঝুঁকি নিয়েছি, যা আমরা তুরিনে নিতে পারিনি। বলের দখল রেখে আপনি ওদের ক্ষতি করতে পারবেন না, আপনাকে আক্রমণে যেতে হবে। সুযোগ তৈরি করা ও গোল করা সহজ ছিল না। কিন্তু দল দুর্দান্ত খেলেছে এবং ফলও হয়েছে দারুণ।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৭ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
১০ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
১০ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১১ ঘণ্টা আগে