ক্রীড়া ডেস্ক
এই না হলে ‘প্রতিশোধ’! চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগের ম্যাচে জুভেন্টাসের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে এসেছিল চেলসি। ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে সেই হারের জ্বালা তারা মেটাল ৪-০ গোলে জিতে। স্টামফোর্ড ব্রিজে তুরিন জায়ান্টদের দাঁড়াতেই দেয়নি থমাস টুখেলের দল।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই জুভেন্টাসকে চেপে ধরে চেলসি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে ফেলে ব্লুজরা। এদিন ৫৫ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নেয় চেলসি, যার ৮টিই ছিল লক্ষ্যে। বিপরীতে ৪৫ শতাংশ বলের দখল রেখে জুভেন্টাস শট নিতে পারে ৮টি। আর লক্ষ্যে ছিল মাত্র ২টি শট। কেবল সুযোগ তৈরিতেই নয়, কাজে লাগানোতেও দারুণ দক্ষতা দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। একে একে জুভদের জালে তারা বল জড়িয়েছে চারবার।
এদিন ট্রেভোহ চালোবাহকের গোলে ২৫ মিনিটে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধে লিড ছিল এই ১ গোলের। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে চেলসিকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন রিস জেমস। জুভদের ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে তিন মিনিট পরই ব্যবধান ৩-০ করেন কালাম-হাডসন ওদোই। আর যোগ করা সময়ে জুভেন্টাসের জালে চতুর্থবার বল জড়ান জার্মান তারকা টিমো ভেরনার। এই দাপুটে নকআউট পর্বও নিশ্চিত করল চেলসি। এই ম্যাচে বড় ব্যবধানে হারলেও আগেই নকআউট নিশ্চিত করে রেখেছিল জুভেন্টাস।
দারুণ এই জয়ের পর চেলসি বস টুখেল বলেন, ‘এই ম্যাচে আমরা প্রচুর ঝুঁকি নিয়েছি, যা আমরা তুরিনে নিতে পারিনি। বলের দখল রেখে আপনি ওদের ক্ষতি করতে পারবেন না, আপনাকে আক্রমণে যেতে হবে। সুযোগ তৈরি করা ও গোল করা সহজ ছিল না। কিন্তু দল দুর্দান্ত খেলেছে এবং ফলও হয়েছে দারুণ।’
এই না হলে ‘প্রতিশোধ’! চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগের ম্যাচে জুভেন্টাসের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে এসেছিল চেলসি। ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে সেই হারের জ্বালা তারা মেটাল ৪-০ গোলে জিতে। স্টামফোর্ড ব্রিজে তুরিন জায়ান্টদের দাঁড়াতেই দেয়নি থমাস টুখেলের দল।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই জুভেন্টাসকে চেপে ধরে চেলসি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে ফেলে ব্লুজরা। এদিন ৫৫ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নেয় চেলসি, যার ৮টিই ছিল লক্ষ্যে। বিপরীতে ৪৫ শতাংশ বলের দখল রেখে জুভেন্টাস শট নিতে পারে ৮টি। আর লক্ষ্যে ছিল মাত্র ২টি শট। কেবল সুযোগ তৈরিতেই নয়, কাজে লাগানোতেও দারুণ দক্ষতা দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। একে একে জুভদের জালে তারা বল জড়িয়েছে চারবার।
এদিন ট্রেভোহ চালোবাহকের গোলে ২৫ মিনিটে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধে লিড ছিল এই ১ গোলের। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে চেলসিকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন রিস জেমস। জুভদের ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে তিন মিনিট পরই ব্যবধান ৩-০ করেন কালাম-হাডসন ওদোই। আর যোগ করা সময়ে জুভেন্টাসের জালে চতুর্থবার বল জড়ান জার্মান তারকা টিমো ভেরনার। এই দাপুটে নকআউট পর্বও নিশ্চিত করল চেলসি। এই ম্যাচে বড় ব্যবধানে হারলেও আগেই নকআউট নিশ্চিত করে রেখেছিল জুভেন্টাস।
দারুণ এই জয়ের পর চেলসি বস টুখেল বলেন, ‘এই ম্যাচে আমরা প্রচুর ঝুঁকি নিয়েছি, যা আমরা তুরিনে নিতে পারিনি। বলের দখল রেখে আপনি ওদের ক্ষতি করতে পারবেন না, আপনাকে আক্রমণে যেতে হবে। সুযোগ তৈরি করা ও গোল করা সহজ ছিল না। কিন্তু দল দুর্দান্ত খেলেছে এবং ফলও হয়েছে দারুণ।’
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১৪ মিনিট আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২৯ মিনিট আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে