Ajker Patrika

রোনালদোর টানা তৃতীয় গোলে শেষ আটে আল নাসর

রোনালদোর টানা তৃতীয় গোলে শেষ আটে আল নাসর

চোট কাটিয়ে ফেরার পর দুর্দান্ত ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা তিন ম্যাচে গোল করেছেন তিনি। যার সর্বশেষটি এসেছে গতকাল আল ফাইহার বিপক্ষে। তাঁর সঙ্গে আরেক পর্তুগিজ ওতাভিওর গোলে ২-০ গোলের জয়ও পেয়েছে আল নাসর। 

এ জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে আল নাসর। গত সপ্তাহে শেষ ষোলোর প্রথম লেগে রোনালদোর জয়সূচক গোলে এগিয়ে ছিল সৌদি আরবের ক্লাব। ঘরের মাঠে তাই গোল শূন্য ড্র করলেও চলত নাসরের। 

তবে যে দলে রোনালদোর মতো কিংবদন্তি ফুটবলার আছেন সেখানে জয় ছাড়া কী আর শেষ আটে যাওয়ার আনন্দ মেলে! দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানের জয়ে গতকাল সেটাই হয়েছে। আল-আওয়াল পার্কে ১৭ মিনিটে দলকে প্রথম গোল এনে দেন রোনালদোর স্বদেশি ওতাভিও। আল খাইবির ক্রস থেকে শুধু মাথাটাই ছুঁয়েছেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার। 

ওতাভিওর গোলেই বিরতিতে যায় আল নাসর। ম্যাচে প্রতিপক্ষের ওপর আধিপত্য দেখিয়ে যখন জয়ের দ্বারপ্রান্তে আল নাসর ঠিক তখনই দলের ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিট আগে মার্সেলো ব্রোজোভিচের পাস থেকে গোল করেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী। ডি বক্সে পাওয়া পাসটি ফাইহার গোলরক্ষক ভ্লাদিমির স্টোকোভিচ ক্লিয়ার করতে সামনে আসলে তাঁকে বোকা বানিয়ে ফাঁকা গোলবারে বলটি জড়িয়ে দেন সিআর সেভেন। 

 

এতে আল নাসরের টানা তৃতীয় জয়ের মতো টানা তিন ম্যাচেই গোল করেন রোনালদো। প্রতিপক্ষের বিপক্ষে দুই লেগের মাঝে সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে এক গোল করেছেন তিনি। ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে পর্তুগালের অধিনায়ক লিখেছেন, ‘কী দুর্দান্ত রাত! আমরা এখন পরের ধাপে। সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত