Ajker Patrika

বাংলাদেশ-ভুটান ম্যাচ পরিত্যক্ত হলে সাফের নিয়ম কী বলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের খেলা এখনো শুরু হয়নি। ছবি: বাফুফে
ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের খেলা এখনো শুরু হয়নি। ছবি: বাফুফে

ভেজা মাঠের কারণে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভুটানের দ্বিতীয়ার্ধের খেলা বন্ধ রয়েছে। এরই মধ্যে ৪৫ মিনিট হয়ে গেলেও রেফারি খেলা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিতে পারেননি। মাঠ খেলার অনুপযুক্ত থাকলে শেষ পর্যন্ত এই ম্যাচের ফল কী হবে, তা নিয়ে জেগেছে প্রশ্ন।

বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। সপ্তম মিনিটে একমাত্র গোলটি করেন শান্তি মার্দি।

সাফের বাইলজ অনুযায়ী, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩০ মিনিটের জন্য খেলা স্থগিত রাখতে পারবেন রেফারি। পরিস্থিতির উন্নতি না হলে আরও ৩০ মিনিট খেলা বন্ধ রাখার অনুমতি আছে তাঁর। এই সময়ের মধ্যে ম্যাচ শুরু করা সম্ভব না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করবেন তিনি।

পরিত্যক্ত ঘোষণার দুই ঘণ্টার মধ্যে সাফকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ জিতবে নাকি ম্যাচটি পুনরায় আয়োজন করা হবে। সাফের সিদ্ধান্তের বিপরীতে আবেদন করার সুযোগ নেই। টুর্নামেন্টের যে সূচি, তাতে ম্যাচ পুনরায় আয়োজনের সম্ভাবনা নেই বললে চলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত