Ajker Patrika

ছিটকে গিয়ে সেনেগালের আক্ষেপ বাড়ালেন মানে

ছিটকে গিয়ে সেনেগালের আক্ষেপ বাড়ালেন মানে

ফুটবল বিশ্বকাপ এখনো শুরুই হয়নি। আর শেষ মুহূর্তে এসে চোটের তালিকা এখনও দীর্ঘ হচ্ছে। আর চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন। এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাদিও মানে।

গতকাল আলিয়াঞ্জ অ্যারেনাতে বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ-ওয়ের্ডার ব্রেমেন। ম্যাচের ২০ মিনিটের সময় টিবিয়ার (জঙ্ঘাস্থি) চোট পেয়ে তৎক্ষণাৎ মাঠ ছেড়েছেন মানে। মানের এই চোটকে বায়ার্ন  কোচ ইউলিয়ান নাগেলসম্যান গুরুতর না বললেও দু:সংবাদ শুনিয়েছে এল-ইকুইপ। এল-ইকুইপ জানিয়েছে, টেনডনের চোটে পড়েছেন মানে। তাতে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সেনেগালের এই ফরোয়ার্ডকে।

মানের চোটের রাতে বড় জয় পেয়েছে বায়ার্ন। ব্রেমেনকে ৬-১ গোলে হারিয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন বায়ার্ন স্ট্রাইকার সার্জ নাব্রি। তাঁর তিন গোলের সঙ্গে একটি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, লিওন গোরেৎস্কা ও ম্যাথিয়েস টেল। আর ব্রেমেনের একমাত্র গোলটি করেছেন অ্যান্থোনি জং।

এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পড়েছে সেনেগাল। ২১ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে সেনেগালের। ২৫ নভেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে সেনেগাল। আর ২৯ নভেম্বর ইকুয়েডরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সেনেগাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত