Ajker Patrika

রোনালদোর জার্সি চেয়ে হতাশ যে ফুটবলার 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করে হয়তো নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছিল জিন ডেভিড বিউগুয়েলের। তবে ম্যাচ শেষে মুদ্রার উল্টো পিঠও দেখতে হয়েছে বিউগুয়েলকে। পর্তুগিজ তারকা ফুটবলারের জার্সি চেয়েও পাননি বিউগুয়েল।

গত পরশু রিয়াদের কেএসইউ স্টেডিয়ামে কিং কাপ অব চ্যাম্পিয়নসের সেমিফাইনালে মুখোমুখি হয় আল-ওয়েহদা ও আল-নাসর। আল-নাসরকে ১-০ গোলে হারিয়েছে আল-ওয়েহদা। ওয়েহদার একমাত্র গোল করেন বিউগুয়েল। ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে জার্সি বিনিময় করতে চেয়েছিলেন ওয়েহদার এই স্ট্রাইকার। কিন্তু রোনালদো তাতে রাজি হননি। ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে এ ব্যাপারে আল-ওয়েহদার স্ট্রাইকার বলেন, ‘আমি কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম। ম্যাচ শেষে তাকে বললাম যে আমি তার ভক্ত এবং তার জার্সি চেয়েছিলাম। আমার দিকে না তাকিয়ে তিনি করমর্দন করেছেন। আমি বুঝতে পেরেছিলাম ম্যাচ হারায় তিনি হতাশ যেহেতু অনেক বড় খেলোয়াড় তিনি। তবে তার আচরণ আমাকে অবাক করেছে। মাঠে তিনি খুব বিরক্ত। সতীর্থদের সঙ্গে কড়া ভাষায় কথা বলেছিলেন।’

আল-নাসরের জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন। ১১ ম্যাচে করেছেন ১১ গোল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত