এবারের সিরি ‘আ’তে এক হাত নাপোলি দিয়ে রেখেছিল অনেক আগেই। শুধু ছিল সময়ের অপেক্ষা। গতকাল ডেসিয়া এরিনাতে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। ৩৩ বছরের অপেক্ষা শেষে সিরি ‘আ’ জিতল নাপোলি।
ডেসিয়া এরিনায় গতকাল নাপোলির প্রতিপক্ষ ছিল উদিনেস। শিরোপা জিততে নাপোলির সমীকরণ ছিল ড্র অথবা জয়। নেপোলিটানদের শিরোপা উদ্যাপন বিলম্বিত করতে শুরুতেই বাধা হয়ে দাঁড়ান স্যান্ডি লভরিচ। ১৩ মিনিটে গোল করেন উদিনেসের এই মিডফিল্ডার। এরপর দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই সমতায় ফেরে নাপোলি। ৫২ মিনিটে গোল করেন ভিক্টর ওসিমেন। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হওয়ায় নিশ্চিত হয় নাপোলিদের ২০২৩ সিরি ‘আ’ শিরোপা। ৩৩ বছরের অপেক্ষা শেষে শিরোপা উদ্যাপন করতে ডেসিয়া এরিনায় নাপোলি ভক্তরা ঝাঁক বেঁধে মাঠে ঢুকে পড়েন।
নাপোলি ভক্তদের এমন বাধনহারা উৎসব দেখে উচ্ছ্বসিত ক্লাবটির কোচ লুসিয়ানো স্পালেত্তি। ডিএজেএনকে নাপোলি কোচ বলেন, ‘নেপোলিটানদের খুশি দেখতে পারাটাই অনেক কিছু। তারা যে কী পরিমাণ আনন্দ অনুভব করছে, তাদেরকে দেখলেই বুঝতে পারবেন। যখন জীবন কঠিন হয়ে যায়, তখন তারা এই মুহূর্তের কথা মনে করবে। এভাবে উদ্যাপন করার অধিকার তাদের রয়েছে। আপনি অনেকটা নিশ্চিন্ত হবেন যখন জানবেন যে এমন খুশির মুহূর্ত তাদের উপহার দিয়েছেন।’
ওসিমেনের সমতাসূচক গোলেই গতকাল নাপোলিদের ৩৩ বছরের অপেক্ষা ফুরিয়েছে। ডিএজেডএনকে নাপোলির এই স্ট্রাইকার বলেন, ‘এটা অসাধারণ অনুভূতি। এই মুহূর্তর জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। নাপোলিদের স্কুদেত্তো তুলে দেওয়াটা সত্যিই বিশেষ কিছু। আমরা খুব সহজে তা ভুলব না। এই মুহূর্ত আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।’
এবারের সিরি ‘আ’তে এক হাত নাপোলি দিয়ে রেখেছিল অনেক আগেই। শুধু ছিল সময়ের অপেক্ষা। গতকাল ডেসিয়া এরিনাতে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। ৩৩ বছরের অপেক্ষা শেষে সিরি ‘আ’ জিতল নাপোলি।
ডেসিয়া এরিনায় গতকাল নাপোলির প্রতিপক্ষ ছিল উদিনেস। শিরোপা জিততে নাপোলির সমীকরণ ছিল ড্র অথবা জয়। নেপোলিটানদের শিরোপা উদ্যাপন বিলম্বিত করতে শুরুতেই বাধা হয়ে দাঁড়ান স্যান্ডি লভরিচ। ১৩ মিনিটে গোল করেন উদিনেসের এই মিডফিল্ডার। এরপর দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই সমতায় ফেরে নাপোলি। ৫২ মিনিটে গোল করেন ভিক্টর ওসিমেন। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হওয়ায় নিশ্চিত হয় নাপোলিদের ২০২৩ সিরি ‘আ’ শিরোপা। ৩৩ বছরের অপেক্ষা শেষে শিরোপা উদ্যাপন করতে ডেসিয়া এরিনায় নাপোলি ভক্তরা ঝাঁক বেঁধে মাঠে ঢুকে পড়েন।
নাপোলি ভক্তদের এমন বাধনহারা উৎসব দেখে উচ্ছ্বসিত ক্লাবটির কোচ লুসিয়ানো স্পালেত্তি। ডিএজেএনকে নাপোলি কোচ বলেন, ‘নেপোলিটানদের খুশি দেখতে পারাটাই অনেক কিছু। তারা যে কী পরিমাণ আনন্দ অনুভব করছে, তাদেরকে দেখলেই বুঝতে পারবেন। যখন জীবন কঠিন হয়ে যায়, তখন তারা এই মুহূর্তের কথা মনে করবে। এভাবে উদ্যাপন করার অধিকার তাদের রয়েছে। আপনি অনেকটা নিশ্চিন্ত হবেন যখন জানবেন যে এমন খুশির মুহূর্ত তাদের উপহার দিয়েছেন।’
ওসিমেনের সমতাসূচক গোলেই গতকাল নাপোলিদের ৩৩ বছরের অপেক্ষা ফুরিয়েছে। ডিএজেডএনকে নাপোলির এই স্ট্রাইকার বলেন, ‘এটা অসাধারণ অনুভূতি। এই মুহূর্তর জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। নাপোলিদের স্কুদেত্তো তুলে দেওয়াটা সত্যিই বিশেষ কিছু। আমরা খুব সহজে তা ভুলব না। এই মুহূর্ত আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।’
মিরপুরে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে, মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে যেন চোখে সর্ষেফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। ১১৭ বল পর্যন্ত খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি পায়নি সফরকারীরা।
১৪ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থেমে আছে ৯ মাস ধরে। তবে মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে না থেকেও ছিলেন। শেরেবাংলার গ্যালারিতে শোনা যায় ‘সাকিব, সাকিব’ ধ্বনি। বাংলাদেশের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রায়ই চলে আলোচনা।
১ ঘণ্টা আগেগত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
১১ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
১১ ঘণ্টা আগে