Ajker Patrika

মালিতে থাকা মাকে শিরোপা উৎসর্গ সুলেমানের

মালিতে থাকা মাকে শিরোপা উৎসর্গ সুলেমানের

কুমিল্লায় রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়েছে আবাহনী ও মোহামেডান। ফেডারেশন কাপের ফাইনালকে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হওয়া স্মরণীয় এক ম্যাচ। এমন শ্বাসরুদ্ধকর ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে।

সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সঙ্গে ফাইনালের সব আলো কেড়ে নিয়েছেন সুলেমান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, ফাইনাল সেরার সঙ্গে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন মালিয়ান স্ট্রাইকার। এমন অবিশ্বাস্য পারফরম্যান্সে দলকে চ্যাম্পিয়ন করার পর শিরোপা উৎসর্গ করেছেন মালিতে থাকা মাকে।

নিজের ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইনালে হ্যাটট্রিক করা সুলেমান ম্যাচ শেষে বলেছেন, ‘এই শিরোপা মালিতে থাকা আমার পরিবারকে উৎসর্গ করলাম বিশেষ করে আমার মাকে। তাঁরা সব সময় আমার জন্য প্রার্থনা করেন, আমার ভালো চান।’

২০১৪ সালে স্বাধীনতা কাপের পর এই প্রথম কোনো শিরোপা জিতল মোহামেডান। বহুল কাঙ্ক্ষিত শিরোপার কৃতিত্ব পুরো দলকে ভাগ করে দিয়েছেন সুলেমান, ‘খুবই কঠিন একটা ম্যাচ ছিল। বিশেষ করে পেনাল্টি শুট। আগেও বলেছি মোহামেডানের হয়ে একটা শিরোপা জিততে চাই। শুধু আমার নিজেকে নয়, পুরো দলকে এই শিরোপা উপহার দিয়েছি। আমাদের এই জয়টা মোহামেডান সমর্থকদের জন্য।’

ফেডারেশন কাপের ৪৩ বছরের ইতিহাসে কোনো ফুটবলার ফাইনালে হ্যাটট্রিক করতে পারেননি। এবার নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ৪-৪ গোলে ড্রয়ের ম্যাচে একাই চার গোল করলেন সুলেমান। পরে পেনাল্টি শুটে ৪-২ ব্যবধানে জিতে শিরোপা উদ্‌যাপন করে মোহামেডান। ফাইনাল ম্যাচের ৪ গোলসহ টুর্নামেন্টে ৮ গোল করেছেন সাদা-কালোর অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত