Ajker Patrika

প্রথম থেকে খেলার ‘সুযোগ নেই’ জামালের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৪: ৩১
প্রথম থেকে খেলার ‘সুযোগ নেই’ জামালের

বড় আশায় ছিলেন জামাল ভূঁইয়া। শেষ পর্যন্ত তাঁর আশার গুড়ে বালি পড়তে যাচ্ছে। ১৮ অক্টোবর থেকে শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফুটবলে প্রথম থেকেই মাঠে নামা হচ্ছে না তাঁর। গতকাল আজকের পত্রিকাকে এমনটাই নিশ্চিত করেছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।

কদিন আগে জামালকে দলে টানে ব্রাদার্স ইউনিয়ন। তাঁর হাতে জার্সি তুলে দিয়ে ক্লাবের পক্ষ থেকে সেটি আনুষ্ঠানিকভাবেও জানানো হয়েছিল। এরপর শুরু থেকে বিপিএলে খেলার মানসিক প্রস্তুতি শুরু করেন জাতীয় দলের অধিনায়কও। ব্রাদার্সের অনুশীলন ক্যাম্পেও দেখা যায় জামালকে। কিন্তু যে জন্য এই প্রস্তুতি, সেই জার্সি পরে মাঠে নামা এখনই হচ্ছে না তাঁর। কেন মৌসুমের প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন না, বিষয়টি খোলাসা করে লিগ কমিটির চেয়ারম্যান বলেন, ‘তার  (জামাল ভূঁইয়া) খেলার আর সুযোগ নেই। যেহেতু সে নিবন্ধন করেনি, তাই লিগের শুরুতে আর নামতে পারবে না। এখন তার সামনে একটাই পথ—মধ্যবর্তী দলবদলে নিবন্ধন করা।’

তবে কি লম্বা সময় বিপিএলের দর্শক হয়েই থাকবেন জামাল? খেলোয়াড় নিবন্ধনের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়কে নিবন্ধন করা যায় না। এটা ফিফার সাধারণ নিয়ম। কিন্তু বিশেষ ক্ষেত্রে একটা নিয়ম চালু রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফার দলবদল সম্পর্কিত নিয়মের ৫ নম্বর ক্লজে বলা হয়েছে, ক্লাব পুনর্গঠন, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক কারণে কোনো খেলোয়াড় দল পেতে বা নিবন্ধিত হতে সমস্যা হলে তাঁকে বিশেষ বিবেচনায় দলভুক্ত কিংবা নিবন্ধনের সুবিধা দেওয়া যেতে পারে। এই আইনের ভরসাতেই জামালকে খেলানোর ব্যাপারে আশাবাদী ব্রাদার্স। তবে তারা এখন তাকিয়ে আছে বাফুফের দিকনির্দেশনার দিকে। ব্রাদার্সের টিম ম্যানেজার আমের খান বললেন, ‘আমরা আপিল করেছি। ফিফাও বিষয়টি নিয়ে ইতিবাচক। আসলে রাজনৈতিক পটপরিবর্তন হলে কিংবা নতুন করে ক্লাব পুনর্গঠনের সময় খেলোয়াড়দের জন্য বাড়তি সুবিধা দিতেই হয়। এটা নিয়ে ফিফাও আন্তরিক। কিন্তু এখনো বাফুফে আমাদের চূড়ান্ত কিছু জানায়নি।’

তবে বিষয়টি এখনো বিবেচনাধীন বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁর ভাষায়, ‘এটা নিয়ে আমরা কাজ করছি। আসলে এখনো বলার মতো কিছু হয়নি। স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে জামালের বিষয়টি উঠবে। সেখানে যে সিদ্ধান্ত আসবে, সেটাই চূড়ান্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত