ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৭ মার্চ তালিকার সংখ্যা কমিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। ব্রাজিলের ভক্তদের জন্য সুখবর হলো প্রাথমিক দলে রাখা হয়েছে নেইমারকে। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
নেইমার সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। ওই ম্যাচেই লিগামেন্টের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। যা তাঁকে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে। চোট-জর্জর হওয়ায় সৌদি ক্লাব আল হিলালও তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে।
নেইমার এরপর পাড়ি জমান শৈশবের ক্লাব সান্তোসে। এখন পর্যন্ত এই মৌসুমে ক্লাবটির হয়ে ৬ ম্যাচে ২ গোল করেছেন তিনি। ধীরে ধীরে তাঁকে ছন্দে ফিরতে দেখে দরিভালও নিশ্চয়ই খুশি হচ্ছেন। তাই তো নেইমারকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করেছেন তিনি।
কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর খুব একটা ছন্দে নেই ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বেও সময়টা ভালো যাচ্ছে না তাদের। ১২ ম্যাচে ৫ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে তারা। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।
বাছাইপর্বে আগামী ২১ মার্চ নিজেদের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। পয়েন্ট টেবিলে ব্রাজিলের ঠিক ওপরেই রয়েছে কলম্বিয়া। বাছাইপর্বে সবশেষ দুই ম্যাচে হারলেও এর আগে ছিল দারুণ ছন্দে। এই ম্যাচ খেলে ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে লড়বে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে।
বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৭ মার্চ তালিকার সংখ্যা কমিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। ব্রাজিলের ভক্তদের জন্য সুখবর হলো প্রাথমিক দলে রাখা হয়েছে নেইমারকে। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
নেইমার সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। ওই ম্যাচেই লিগামেন্টের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। যা তাঁকে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে। চোট-জর্জর হওয়ায় সৌদি ক্লাব আল হিলালও তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে।
নেইমার এরপর পাড়ি জমান শৈশবের ক্লাব সান্তোসে। এখন পর্যন্ত এই মৌসুমে ক্লাবটির হয়ে ৬ ম্যাচে ২ গোল করেছেন তিনি। ধীরে ধীরে তাঁকে ছন্দে ফিরতে দেখে দরিভালও নিশ্চয়ই খুশি হচ্ছেন। তাই তো নেইমারকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করেছেন তিনি।
কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর খুব একটা ছন্দে নেই ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বেও সময়টা ভালো যাচ্ছে না তাদের। ১২ ম্যাচে ৫ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে তারা। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।
বাছাইপর্বে আগামী ২১ মার্চ নিজেদের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। পয়েন্ট টেবিলে ব্রাজিলের ঠিক ওপরেই রয়েছে কলম্বিয়া। বাছাইপর্বে সবশেষ দুই ম্যাচে হারলেও এর আগে ছিল দারুণ ছন্দে। এই ম্যাচ খেলে ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে লড়বে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে।
বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য ফাহামিদুল ইসলাম এক আক্ষেপের নাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে ইতালি প্রবাসী ফুটবলারকে রেখে চমক দেখান জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু চূড়ান্ত দলে না রেখে আরও বড় বিস্ময়ের জন্ম দেন তিনি।
২ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ জর্ডান ও ইন্দোনেশিয়া। দুটি ম্যাচই হবে জর্ডানের আম্মানে। ম্যাচের জন্য নেপাল-ভুটানের সঙ্গেও আলোচনা হয়েছিল বাফুফের। তবে শক্তির পরিধি পরখ করে দেখতে ২৭ মে জর্ডান সফরে যাচ্ছে পিটার বাটলারের দল।
৫ ঘণ্টা আগেসুপার লিগ পর্বের প্রথম দিনেই ছিল বৃষ্টির পূর্বাভাস। সেই পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হলো। ম্যাচ শুরুর আড়াই ঘণ্টা পর শুরু হয় বৃষ্টি। তাতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে খেলা। আর মিরপুর শেরেবাংলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহামেডান রীতিমতো বিধ্বস্ত হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে। বৃষ্টি আইনে সহজ লক্ষ্য পেয়ে
৬ ঘণ্টা আগেহারের সংজ্ঞা একরকম ভুলেই গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের তিনটিতে জেতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ের পর আজ হারের মুখ দেখলেন জ্যোতিরা।
৬ ঘণ্টা আগে