নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোনো তাড়াহুড়ো নেই। নেই বেশি বেশি গোল করার চাপ। ফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটা ছিল শুধুই আনুষ্ঠানিকতার। তাই ভুটানের বিপক্ষে বাংলাদেশ খেলল ঢিলেঢালা ফুটবল। ধীরেসুস্থে খেলেই বড় জয় দিয়ে হয়ে গেল ফাইনালের প্রস্তুতিও।
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনূর্ধ্ব-১৬ নারী সাফে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জিতে অপরাজিত থেকেই ফাইনালের প্রস্তুতি সেরে ফেলল সাইফুল বারী টিটুর দল। উল্টো দিকে ৩ ম্যাচে ১৯ গোল হজম করা ভুটান হারল সব ম্যাচেই। আগামী পরশু ১০ মার্চ এই আনফা কমপ্লেক্সে ফাইনালে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের মেয়েরা।
সুযোগ থাকলেও টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে একাদশে কোনো পরিবর্তন করেননি বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। নেপাল ও ভারতের বিপক্ষে আগের দুই ম্যাচের একাদশকেই ভুটানের বিপক্ষে খেলান বাংলাদেশ কোচ।
আনফা কমপ্লেক্সে বাংলাদেশের শুরুটা ছিল ঢিলেঢালা । ধীরেসুস্থে শুরুর পর প্রথম গোল ১৩ মিনিটে। মাঝমাঠ থেকে ফাতেমা আক্তারের ক্রস ঠেকাতে বক্সের সামনে চলে এসেছিলেন ভুটানি গোলরক্ষক কেলজাং ওয়াংমো। গোলরক্ষক বল গ্লাভসে নেওয়ার আগেই হেডে টুর্নামেন্টে নিজের চতুর্থ গোল তুলে নেন সুরভী আকন্দ প্রীতি।
২৭ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু ফাঁকা পোস্টে নিজে শট না নিয়ে সতীর্থকে বল বাড়িয়ে সুযোগ নষ্ট করে সাথী মুন্ডা। তবে একটু পর দুই মিনিটের মধ্যে আরও দুই গোলে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ।
গোল করানো ফাতেমা ৩৩ মিনিটে নিজেই নাম তুলেছেন গোল খাতায়। প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া ফাতেমার ফ্রিকিকে বল ভুটানি গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে সোজা জড়ায় জালে। এভাবে যে গোল পাবেন সেটা যেন নিজেও বিশ্বাস করতে পারছিলেন না ফাতেমা, গোলের পর কোমরে হাত দিয়ে কিছুক্ষণ হেসেছেন অবিশ্বাসের হাসি!
২ মিনিট পর ফাতেমা গোল করালেন ক্রানুচিং মারমাকে দিয়ে। ফাতেমার মাপা কর্নারে বল পান অরক্ষিত ক্রানুচিং, আলতো টোকায় বল পাঠান জালে।
দ্বিতীয়ার্ধের পরপরই ব্যবধান ৪-০ করেন সাথী মুন্ডা। বাঁ প্রান্ত থেকে বদলি খেলোয়াড় মৌমিতা খাতুনের ক্রস থেকে সুরভীর পা ছুঁয়ে বল যায় পোস্টের মুখে অরক্ষিত সাথীর পায়ে। সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন বাংলাদেশি উইঙ্গার।
৬৯ মিনিটে ব্যবধানটা আরও বড় করেন থুইনুই মারমা। আগের মিনিটে তার একটি শট ঠেকান ভুটান গোলরক্ষক। পরের মিনিটে মৌমিতা খাতুনের ক্রস ধরে দূর পোস্টে জোরালো শট নেন থুইনুই, বল ভুটান গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে।
সুরভী ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নেন ৭৭ মিনিটে। আরিফা আক্তারের বাড়ানো বলে ভুটানের চার ফুটবলারকে ফাঁকি দিয়ে দারুণ ফিনিশিংয়ে টুর্নামেন্টে নিজের পঞ্চম গোল আদায় করে নেন বাংলাদেশি ফরোয়ার্ড। পাঁচ গোলে ফাইনালের আগে সর্বোচ্চ গোলদাতা এখন সুরভী। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষেও জোড়া গোল ছিল তার। গোল ছিল ভারতের বিপক্ষেও। এই ম্যাচে হ্যাটট্রিকও পেতে পারতেন প্রীতি, কিন্তু অতিরিক্ত সময়ে তার শট ঠেকান গোলরক্ষক। প্রীতির আর হ্যাটট্রিক হয়নি, ব্যবধানটা আরেকটু বড় হয়নি বাংলাদেশের।
কোনো তাড়াহুড়ো নেই। নেই বেশি বেশি গোল করার চাপ। ফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটা ছিল শুধুই আনুষ্ঠানিকতার। তাই ভুটানের বিপক্ষে বাংলাদেশ খেলল ঢিলেঢালা ফুটবল। ধীরেসুস্থে খেলেই বড় জয় দিয়ে হয়ে গেল ফাইনালের প্রস্তুতিও।
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনূর্ধ্ব-১৬ নারী সাফে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জিতে অপরাজিত থেকেই ফাইনালের প্রস্তুতি সেরে ফেলল সাইফুল বারী টিটুর দল। উল্টো দিকে ৩ ম্যাচে ১৯ গোল হজম করা ভুটান হারল সব ম্যাচেই। আগামী পরশু ১০ মার্চ এই আনফা কমপ্লেক্সে ফাইনালে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের মেয়েরা।
সুযোগ থাকলেও টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে একাদশে কোনো পরিবর্তন করেননি বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। নেপাল ও ভারতের বিপক্ষে আগের দুই ম্যাচের একাদশকেই ভুটানের বিপক্ষে খেলান বাংলাদেশ কোচ।
আনফা কমপ্লেক্সে বাংলাদেশের শুরুটা ছিল ঢিলেঢালা । ধীরেসুস্থে শুরুর পর প্রথম গোল ১৩ মিনিটে। মাঝমাঠ থেকে ফাতেমা আক্তারের ক্রস ঠেকাতে বক্সের সামনে চলে এসেছিলেন ভুটানি গোলরক্ষক কেলজাং ওয়াংমো। গোলরক্ষক বল গ্লাভসে নেওয়ার আগেই হেডে টুর্নামেন্টে নিজের চতুর্থ গোল তুলে নেন সুরভী আকন্দ প্রীতি।
২৭ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু ফাঁকা পোস্টে নিজে শট না নিয়ে সতীর্থকে বল বাড়িয়ে সুযোগ নষ্ট করে সাথী মুন্ডা। তবে একটু পর দুই মিনিটের মধ্যে আরও দুই গোলে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ।
গোল করানো ফাতেমা ৩৩ মিনিটে নিজেই নাম তুলেছেন গোল খাতায়। প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া ফাতেমার ফ্রিকিকে বল ভুটানি গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে সোজা জড়ায় জালে। এভাবে যে গোল পাবেন সেটা যেন নিজেও বিশ্বাস করতে পারছিলেন না ফাতেমা, গোলের পর কোমরে হাত দিয়ে কিছুক্ষণ হেসেছেন অবিশ্বাসের হাসি!
২ মিনিট পর ফাতেমা গোল করালেন ক্রানুচিং মারমাকে দিয়ে। ফাতেমার মাপা কর্নারে বল পান অরক্ষিত ক্রানুচিং, আলতো টোকায় বল পাঠান জালে।
দ্বিতীয়ার্ধের পরপরই ব্যবধান ৪-০ করেন সাথী মুন্ডা। বাঁ প্রান্ত থেকে বদলি খেলোয়াড় মৌমিতা খাতুনের ক্রস থেকে সুরভীর পা ছুঁয়ে বল যায় পোস্টের মুখে অরক্ষিত সাথীর পায়ে। সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন বাংলাদেশি উইঙ্গার।
৬৯ মিনিটে ব্যবধানটা আরও বড় করেন থুইনুই মারমা। আগের মিনিটে তার একটি শট ঠেকান ভুটান গোলরক্ষক। পরের মিনিটে মৌমিতা খাতুনের ক্রস ধরে দূর পোস্টে জোরালো শট নেন থুইনুই, বল ভুটান গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে।
সুরভী ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নেন ৭৭ মিনিটে। আরিফা আক্তারের বাড়ানো বলে ভুটানের চার ফুটবলারকে ফাঁকি দিয়ে দারুণ ফিনিশিংয়ে টুর্নামেন্টে নিজের পঞ্চম গোল আদায় করে নেন বাংলাদেশি ফরোয়ার্ড। পাঁচ গোলে ফাইনালের আগে সর্বোচ্চ গোলদাতা এখন সুরভী। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষেও জোড়া গোল ছিল তার। গোল ছিল ভারতের বিপক্ষেও। এই ম্যাচে হ্যাটট্রিকও পেতে পারতেন প্রীতি, কিন্তু অতিরিক্ত সময়ে তার শট ঠেকান গোলরক্ষক। প্রীতির আর হ্যাটট্রিক হয়নি, ব্যবধানটা আরেকটু বড় হয়নি বাংলাদেশের।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে