বার্সেলোনা তারকা জেরার্ড পিকে ও পপসম্রাজ্ঞী শাকিরা বিশ্বের সবচেয়ে রোমান্টিক ও শক্তিমান জুটিগুলোর একটি। ভালোবাসার ফসল হিসেবে তাঁদের ঘরে আছে দুটি সন্তান। তবে সবাইকে হতাশ করে সম্পর্ক ভাঙার দ্বারপ্রান্তে তাঁরা।
দায়টা অবশ্য পিকেরই। শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন তিনি। অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় শাকিরার কাছে হাতেনাতে ধরা পড়ছেন ২০১০ বিশ্বকাপজয়ী তারকা। এ ঘটনায় দুই সন্তান নিয়ে ইবিজা দ্বীপে চলে গেছেন শাকিরা। এক সপ্তাহ হলো আলাদা থাকছেন তাঁরা।
পরকীয়ার ঘটনা ছড়িয়ে পড়তেই অবশ্য জনমনে প্রশ্ন ওঠে, শাকিরার মতো সুন্দরীকে ছেড়ে কার প্রেমে মজেছেন পিকে?
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে গুজবও রটে। বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, পিকেকে শাকিরার কাছ থেকে কেড়ে নেওয়া নারী আর কেউ নন; তাঁরই বার্সা সতীর্থ পাবলো গাভির মা।
৩৫ বছর বয়সী পিকের চেয়ে ১০ বছরের বড় শাকিরা। বার্সার ‘বিস্ময় বালক’ গাভির মায়েরও বয়স ৪৫ বছর। পিকের জন্য তাই শাকিরার সমবয়সী নারীর প্রেমে পড়া অবাস্তব কিছু নয়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব উড়িয়ে দিয়েছে বার্সেলোনাভিত্তিক দৈনিক ‘এল পেরিওদিকো’। পত্রিকাটির দুই সাংবাদিক লোরেনা ভাজকেজ ও লরা ফা অনুসন্ধান চালিয়ে নিশ্চিত করেছেন যে, পিকে যে নারীর সঙ্গে পরকীয়া করছেন. তিনি গাভির মা নন; বরং ২০ বছর বয়সী এক স্বর্ণকেশী। পড়ালেখার পাশাপাশি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে কাজ করেন পিকের নয়া প্রেমিকা। পিকের সঙ্গে তাঁকে বেশ কয়েকবার ঘুরে বেড়াতেও দেখেছেন শাকিরা। তবে তরুণীর নাম এখনো প্রকাশ করেনি পত্রিকাটি।
গাভির মা হোক কিংবা স্বর্ণকেশী তরুণী; তাতে অবশ্য শাকিরার কিচ্ছু যায়-আসে না। কলম্বিয়ান পপ তারকা যে পিকের সঙ্গে এক ছাদের নিচে আর থাকতে চান না, সেটি একরকম নিশ্চিত।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
বার্সেলোনা তারকা জেরার্ড পিকে ও পপসম্রাজ্ঞী শাকিরা বিশ্বের সবচেয়ে রোমান্টিক ও শক্তিমান জুটিগুলোর একটি। ভালোবাসার ফসল হিসেবে তাঁদের ঘরে আছে দুটি সন্তান। তবে সবাইকে হতাশ করে সম্পর্ক ভাঙার দ্বারপ্রান্তে তাঁরা।
দায়টা অবশ্য পিকেরই। শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন তিনি। অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় শাকিরার কাছে হাতেনাতে ধরা পড়ছেন ২০১০ বিশ্বকাপজয়ী তারকা। এ ঘটনায় দুই সন্তান নিয়ে ইবিজা দ্বীপে চলে গেছেন শাকিরা। এক সপ্তাহ হলো আলাদা থাকছেন তাঁরা।
পরকীয়ার ঘটনা ছড়িয়ে পড়তেই অবশ্য জনমনে প্রশ্ন ওঠে, শাকিরার মতো সুন্দরীকে ছেড়ে কার প্রেমে মজেছেন পিকে?
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে গুজবও রটে। বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, পিকেকে শাকিরার কাছ থেকে কেড়ে নেওয়া নারী আর কেউ নন; তাঁরই বার্সা সতীর্থ পাবলো গাভির মা।
৩৫ বছর বয়সী পিকের চেয়ে ১০ বছরের বড় শাকিরা। বার্সার ‘বিস্ময় বালক’ গাভির মায়েরও বয়স ৪৫ বছর। পিকের জন্য তাই শাকিরার সমবয়সী নারীর প্রেমে পড়া অবাস্তব কিছু নয়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব উড়িয়ে দিয়েছে বার্সেলোনাভিত্তিক দৈনিক ‘এল পেরিওদিকো’। পত্রিকাটির দুই সাংবাদিক লোরেনা ভাজকেজ ও লরা ফা অনুসন্ধান চালিয়ে নিশ্চিত করেছেন যে, পিকে যে নারীর সঙ্গে পরকীয়া করছেন. তিনি গাভির মা নন; বরং ২০ বছর বয়সী এক স্বর্ণকেশী। পড়ালেখার পাশাপাশি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে কাজ করেন পিকের নয়া প্রেমিকা। পিকের সঙ্গে তাঁকে বেশ কয়েকবার ঘুরে বেড়াতেও দেখেছেন শাকিরা। তবে তরুণীর নাম এখনো প্রকাশ করেনি পত্রিকাটি।
গাভির মা হোক কিংবা স্বর্ণকেশী তরুণী; তাতে অবশ্য শাকিরার কিচ্ছু যায়-আসে না। কলম্বিয়ান পপ তারকা যে পিকের সঙ্গে এক ছাদের নিচে আর থাকতে চান না, সেটি একরকম নিশ্চিত।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে