প্যারিস সেন্ট জার্মেইয়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন থিয়াগো সিলভা। যদিও ২০২০ সালে বয়সের ‘দোহাই’ দিয়ে ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় পিএসজি ছাড়তে বাধ্য হন সিলভা। অথচ সিলভার কাছাকাছি বয়সের সার্জিও রামোসকে এ মৌসুমে দুই বছরের চুক্তিতে কিনেছে ফরাসি ক্লাবটি।
পিএসজির এই ব্যাপারটা মানতেই পারছেন না সিলভা। রামোসের সঙ্গে নিজের সাবেক ক্লাবের চুক্তিতে যারপরনাই হতাশ সাবেক এই পিএসজি অধিনায়ক। পিএসজি ছাড়ার পর ইংলিশ ক্লাব চেলসিতে যান সিলভা। ৩৬ বছর বয়সী এই ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘আমি সার্জিও রামোসের বিপক্ষে কিছু বলছি না। কিন্তু যে সময়ে (৩৫ বছর বয়সে) তারা (পিএসজি) রামোসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে গত বছর আমারও কাছাকাছি বয়স ছিল। এই ব্যাপারটা আমাকে যথেষ্ট হতাশ করেছে। যদিও আমি এই বিষয়ে এখনো কারও সঙ্গে কথা বলেনি। কারণ এটা আমাকে এতটা হতাশ করেছে যে, মনে হচ্ছে আমি ক্লাবের জন্য কিছুই করিনি।’
২০১২ সালে সিরি-আ ক্লাব এসি মিলান ছেড়ে পিএসজিতে নাম লেখান সিলভা। সে সময়ে ইতিহাসের সবচেয়ে দামি ডিফেন্ডার চার কোটি ২০ লাখ ইউরোতে ফরাসি ক্লাবটি সিলভাকে দলে ভিড়িয়েছিল। সিলভার হাত ধরে লিগ, কাপ মিলিয়ে বিশটিরও বেশি শিরোপা জিতেছিল পিএসজি।
এসব কারণেই রামোসের ব্যাপারটা বেশি পোড়াচ্ছে সিলভাকে। হতাশা থেকেই সিলভা বলেছেন, ‘আমি অনেক চিন্তা করেছি। কিন্তু ব্যাপারটা থেকে বের হতে পারছি না। কারণ আট দিন কিংবা আট মাস নয়, এই ক্লাবে আমি আট বছর কাটিয়েছি। এই আট বছরে আমরা অনেক শিরোপা জিতেছি। ক্লাবের পরিবর্তনের জন্য অনেক কাজ করতে হয়েছে।’
প্যারিস সেন্ট জার্মেইয়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন থিয়াগো সিলভা। যদিও ২০২০ সালে বয়সের ‘দোহাই’ দিয়ে ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় পিএসজি ছাড়তে বাধ্য হন সিলভা। অথচ সিলভার কাছাকাছি বয়সের সার্জিও রামোসকে এ মৌসুমে দুই বছরের চুক্তিতে কিনেছে ফরাসি ক্লাবটি।
পিএসজির এই ব্যাপারটা মানতেই পারছেন না সিলভা। রামোসের সঙ্গে নিজের সাবেক ক্লাবের চুক্তিতে যারপরনাই হতাশ সাবেক এই পিএসজি অধিনায়ক। পিএসজি ছাড়ার পর ইংলিশ ক্লাব চেলসিতে যান সিলভা। ৩৬ বছর বয়সী এই ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘আমি সার্জিও রামোসের বিপক্ষে কিছু বলছি না। কিন্তু যে সময়ে (৩৫ বছর বয়সে) তারা (পিএসজি) রামোসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে গত বছর আমারও কাছাকাছি বয়স ছিল। এই ব্যাপারটা আমাকে যথেষ্ট হতাশ করেছে। যদিও আমি এই বিষয়ে এখনো কারও সঙ্গে কথা বলেনি। কারণ এটা আমাকে এতটা হতাশ করেছে যে, মনে হচ্ছে আমি ক্লাবের জন্য কিছুই করিনি।’
২০১২ সালে সিরি-আ ক্লাব এসি মিলান ছেড়ে পিএসজিতে নাম লেখান সিলভা। সে সময়ে ইতিহাসের সবচেয়ে দামি ডিফেন্ডার চার কোটি ২০ লাখ ইউরোতে ফরাসি ক্লাবটি সিলভাকে দলে ভিড়িয়েছিল। সিলভার হাত ধরে লিগ, কাপ মিলিয়ে বিশটিরও বেশি শিরোপা জিতেছিল পিএসজি।
এসব কারণেই রামোসের ব্যাপারটা বেশি পোড়াচ্ছে সিলভাকে। হতাশা থেকেই সিলভা বলেছেন, ‘আমি অনেক চিন্তা করেছি। কিন্তু ব্যাপারটা থেকে বের হতে পারছি না। কারণ আট দিন কিংবা আট মাস নয়, এই ক্লাবে আমি আট বছর কাটিয়েছি। এই আট বছরে আমরা অনেক শিরোপা জিতেছি। ক্লাবের পরিবর্তনের জন্য অনেক কাজ করতে হয়েছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৩ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৬ ঘণ্টা আগে