নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিরোপার স্বপ্ন যখন সরে যাচ্ছিল ধীরে ধীরে তখনই এল ম্যাচ জেতার সেরা সুযোগ। ৮৯ মিনিটে তৃষ্ণা রানীর শটে নিজেদের বক্সে হ্যান্ডবল করে বসলেন ডিফেন্ডার বিপানা স্নেহি। পেনাল্টি পেয়ে রীতিমতো ম্যাচ জয়ের উল্লাস করলেন বাংলাদেশের ফুটবলাররা!
তাতেই যেন স্নায়ুচাপ পেয়ে বসল পেনাল্টি নিতে আসা সহ-অধিনায়ক জয়নব বিবিকে। শট নিতে গিয়ে ভেঙে পড়লেন চাপে। সেটাই হলো কাল। যে শটটা নিলেন জয়নব বিবি সেটা সহজেই ঠেকিয়ে দিলেন নেপালি গোলরক্ষক সুজাতা তামাং। শিরোপা হাতের কাছে পেয়েও ফেলে দিল বাংলাদেশ।
নেপাল ও ভুটানকে নিয়ে তিন দেশের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে শিরোপার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। ভুটানের বিপক্ষে একপেশে খেলে দুই ম্যাচে ১৭ গোল দিলেও বাংলাদেশের আক্রমণ বারবার মার খেল নেপালের রক্ষণের কাছে। প্রথম ম্যাচ ১-০ গোল হেরেছিল বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ মাঠ ভর্তি দর্শকের সামনে একই দলের সঙ্গে ১-১ গোলে ড্র করে পুনরুদ্ধার করা হলো না অনূর্ধ্ব-১৫ সাফ। বাংলাদেশের মাঠ থেকে নারী ফুটবলে প্রথম সাফ জিতে নিল নেপাল।
শিরোপা জিততে হলে নেপালের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। সেটা যেকোনো ব্যবধানেই। কিন্তু এলোপাতাড়ি ফুটবল, অভাব পরিকল্পনা আর ফিনিশিংয়ে সুযোগের পর সুযোগ নষ্টের পর নেপালের বিপক্ষে গোল এল ঠিকই কিন্তু শিরোপার জন্য দরকার ছিল যা সবচেয়ে বেশি সেটাই হলো না। চার ম্যাচে ১০ পয়েন্টে নারী ফুটবলে সাফ জিতল নেপাল। ২০১৭ সালের পর আরও এক হতাশা বাংলাদেশের কিশোরীদের।
ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দেওয়া একাদশকে অপরিবর্তিত রেখেই নেপালের বিপক্ষে শেষ ম্যাচের একাদশ সাজান বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। এলোপাতাড়ি প্রথম ১০ মিনিটের পর প্রথম সুযোগ বাংলাদেশের। ১১ মিনিটে বক্সের বাইরে থেকে শটের ভালো সুযোগ পেলেও সুরভি আকন্দ প্রীতি বল পাঠিয়েছেন পোস্টের বাইরে।
বরং ১৪ মিনিটে বাংলাদেশ শিবিরকে স্তব্ধ করে এগিয়ে যায় নেপাল। বাংলাদেশি ডিফেন্ডার অনন্য মুরমু বক্সের ভেতর বল বিপদমুক্ত করতে না পারায় বাইরে থেকে শটের ভালো সুযোগ পান সুশীলা কেসি। তাঁর উড়িয়ে দেওয়া শট বাংলাদেশ গোলরক্ষক সংগীতা রানী দাসের মাথার ওপর দিয়ে জড়ায় জালে।
২৩ মিনিটে সমতা ফেরানোর দারুণ একটা সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। জয়নব বিবি রিতার কর্নার থেকে বল পোস্টে হেড করেছিলেন অধিনায়ক রুমা আক্তার। গোল লাইন থেকে আরেক হেডে বিপদমুক্ত করেন সিমরান রায়।
৩৮ মিনিটে বক্সে আরেকটি সুযোগ নষ্ট বাংলাদেশের। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে পোস্টের বদলে সতীর্থ সুলতানা আক্তারের গায়ে বল মারেন সুরভি।
হতাশার প্রথমার্ধ শেষে দুই ডিফেন্ডারের কল্যাণে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে বাংলাদেশ। ৫৪ মিনিটে জয়নব বিবির কর্নার থেকে অধিনায়ক রুমার হেড জালে জড়ালে খেলায় ফেরে স্বাগতিকেরা।
৬১ মিনিটেও সম্ভাবনা ছিল গোলের। বক্সের বাইরে থেকে নুসরাত জাহান মিতুর জোরালো শট পোস্টে থাকলে এগিয়ে যেতে পারত বাংলাদেশ।
এরপর ৮৯ মিনিটে পেনাল্টি নষ্ট করলেন জয়নব। ম্যাচের পর এতটাই ভেঙে পড়লেন দলের সহ অধিনায়ক যে বেশ কিছুদিন পর তাঁকে মাঠ থেকে তুলে আনতে এগিয়ে আসলেন অধিনায়ক রুমা আক্তার। দলের হতাশার চিত্র হয়ে রইল অধিনায়ক, সহ অধিনায়কের ভেঙে পড়ার এই দৃশ্য।
শিরোপার স্বপ্ন যখন সরে যাচ্ছিল ধীরে ধীরে তখনই এল ম্যাচ জেতার সেরা সুযোগ। ৮৯ মিনিটে তৃষ্ণা রানীর শটে নিজেদের বক্সে হ্যান্ডবল করে বসলেন ডিফেন্ডার বিপানা স্নেহি। পেনাল্টি পেয়ে রীতিমতো ম্যাচ জয়ের উল্লাস করলেন বাংলাদেশের ফুটবলাররা!
তাতেই যেন স্নায়ুচাপ পেয়ে বসল পেনাল্টি নিতে আসা সহ-অধিনায়ক জয়নব বিবিকে। শট নিতে গিয়ে ভেঙে পড়লেন চাপে। সেটাই হলো কাল। যে শটটা নিলেন জয়নব বিবি সেটা সহজেই ঠেকিয়ে দিলেন নেপালি গোলরক্ষক সুজাতা তামাং। শিরোপা হাতের কাছে পেয়েও ফেলে দিল বাংলাদেশ।
নেপাল ও ভুটানকে নিয়ে তিন দেশের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে শিরোপার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। ভুটানের বিপক্ষে একপেশে খেলে দুই ম্যাচে ১৭ গোল দিলেও বাংলাদেশের আক্রমণ বারবার মার খেল নেপালের রক্ষণের কাছে। প্রথম ম্যাচ ১-০ গোল হেরেছিল বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ মাঠ ভর্তি দর্শকের সামনে একই দলের সঙ্গে ১-১ গোলে ড্র করে পুনরুদ্ধার করা হলো না অনূর্ধ্ব-১৫ সাফ। বাংলাদেশের মাঠ থেকে নারী ফুটবলে প্রথম সাফ জিতে নিল নেপাল।
শিরোপা জিততে হলে নেপালের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। সেটা যেকোনো ব্যবধানেই। কিন্তু এলোপাতাড়ি ফুটবল, অভাব পরিকল্পনা আর ফিনিশিংয়ে সুযোগের পর সুযোগ নষ্টের পর নেপালের বিপক্ষে গোল এল ঠিকই কিন্তু শিরোপার জন্য দরকার ছিল যা সবচেয়ে বেশি সেটাই হলো না। চার ম্যাচে ১০ পয়েন্টে নারী ফুটবলে সাফ জিতল নেপাল। ২০১৭ সালের পর আরও এক হতাশা বাংলাদেশের কিশোরীদের।
ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দেওয়া একাদশকে অপরিবর্তিত রেখেই নেপালের বিপক্ষে শেষ ম্যাচের একাদশ সাজান বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। এলোপাতাড়ি প্রথম ১০ মিনিটের পর প্রথম সুযোগ বাংলাদেশের। ১১ মিনিটে বক্সের বাইরে থেকে শটের ভালো সুযোগ পেলেও সুরভি আকন্দ প্রীতি বল পাঠিয়েছেন পোস্টের বাইরে।
বরং ১৪ মিনিটে বাংলাদেশ শিবিরকে স্তব্ধ করে এগিয়ে যায় নেপাল। বাংলাদেশি ডিফেন্ডার অনন্য মুরমু বক্সের ভেতর বল বিপদমুক্ত করতে না পারায় বাইরে থেকে শটের ভালো সুযোগ পান সুশীলা কেসি। তাঁর উড়িয়ে দেওয়া শট বাংলাদেশ গোলরক্ষক সংগীতা রানী দাসের মাথার ওপর দিয়ে জড়ায় জালে।
২৩ মিনিটে সমতা ফেরানোর দারুণ একটা সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। জয়নব বিবি রিতার কর্নার থেকে বল পোস্টে হেড করেছিলেন অধিনায়ক রুমা আক্তার। গোল লাইন থেকে আরেক হেডে বিপদমুক্ত করেন সিমরান রায়।
৩৮ মিনিটে বক্সে আরেকটি সুযোগ নষ্ট বাংলাদেশের। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে পোস্টের বদলে সতীর্থ সুলতানা আক্তারের গায়ে বল মারেন সুরভি।
হতাশার প্রথমার্ধ শেষে দুই ডিফেন্ডারের কল্যাণে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে বাংলাদেশ। ৫৪ মিনিটে জয়নব বিবির কর্নার থেকে অধিনায়ক রুমার হেড জালে জড়ালে খেলায় ফেরে স্বাগতিকেরা।
৬১ মিনিটেও সম্ভাবনা ছিল গোলের। বক্সের বাইরে থেকে নুসরাত জাহান মিতুর জোরালো শট পোস্টে থাকলে এগিয়ে যেতে পারত বাংলাদেশ।
এরপর ৮৯ মিনিটে পেনাল্টি নষ্ট করলেন জয়নব। ম্যাচের পর এতটাই ভেঙে পড়লেন দলের সহ অধিনায়ক যে বেশ কিছুদিন পর তাঁকে মাঠ থেকে তুলে আনতে এগিয়ে আসলেন অধিনায়ক রুমা আক্তার। দলের হতাশার চিত্র হয়ে রইল অধিনায়ক, সহ অধিনায়কের ভেঙে পড়ার এই দৃশ্য।
এশিয়া কাপ ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক রশিদ খান। তবে বাদ পড়েছেন মুজিব-উর রহমান ও নাজিবউল্লাহ জাদরানের মতো তারকা ক্রিকেটাররা।
৫ ঘণ্টা আগেউইম্বলডনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে পরাজিত হওয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি নোভাক জোকোভিচ। এ সপ্তাহে শুরু হতে যাওয়া এটিপি সিনসিনাটি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান তারকা। টুর্নামেন্ট কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগেম্যাচসেরার পুরস্কার হিসেবে সাধারণত ট্রফি কিংবা অর্থ দেওয়া হয় বেশির ভাগ সময়। কিন্তু ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগে ঘটল এক অদ্ভুত এক ঘটনা। ম্যাচসেরা হয়ে ফরাসি ফুটবলার মাক্সিম সুলাস পেলেন ৫৫ কেজি আলু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
৫ ঘণ্টা আগেটি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে একই সঙ্গে ক্রিকেটের এই সংস্করণ ছাড়ার ঘোষণা দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কয়েক দিন আগে-পরে এ বছর টেস্ট সংস্করণকে বিদায়ের ঘোষণা দেন তাঁরা। তবে ওয়ানডে ক্যারিয়ার তাঁরা জিইয়ে রেখেছেন এই আশায়—২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন!
৬ ঘণ্টা আগে