গোল করার নেশা যখন আর্লিং হালান্ডকে পেয়ে বসে, তখন তাঁকে আটকানো যে অনেক কঠিন। ম্যানচেস্টার সিটিতে আসার পর ‘গোলমেশিন’ তকমা তাঁর নামের পাশে স্থায়ীভাবে জুড়ে গেছে। তাঁর গোল মানেই যেন ম্যানচেস্টার সিটির জয়।
প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপা জয় গত মৌসুমেই করে ফেলে ম্যান সিটি। পেপ গার্দিওলার দলের কাছে সংখ্যাটা চারে বাড়িয়ে নেওয়ার দারুণ সুযোগ রয়েছে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে সিটি। দুটি গোলই করেছেন হালান্ড। তাতে ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল সিটি। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৮৬। ১৯ মে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগের শেষ দিনে আর্সেনাল, সিটি দুই দলেরই ম্যাচ রয়েছে। ইতিহাদে সিটি খেলবে ওয়েস্ট হামের বিপক্ষে। এভারটনের বিপক্ষে আর্সেনাল খেলবে এমিরটেস স্টেডিয়ামে। শেষ ম্যাচে জিতলেই সিটির ঘরে উঠবে ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা। যদি ম্যান সিটি ড্র করে, তাহলে তাদের (ম্যান সিটির ভক্ত-সমর্থক) প্রার্থনা করতে হবে আর্সেনাল যেন পয়েন্ট হারায়।
এবারের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতা জয় এত রোমাঞ্চ ছড়ালেও হালান্ড সেসব নিয়ে ভাবছেন না। টটেনহামের বিপক্ষে ম্যাচ শেষে বিবিসি ম্যাচ অব দ্য ডেতে নরওয়েজীয় এই স্ট্রাইকার বলেন, ‘আমি সেটা নিয়ে ভাবছি না। গত মৌসুম নিয়েও এখন ভাবছি না। রিল্যাক্স। পরিবারের সঙ্গে রিল্যাক্স করব। এরপর ট্রেনিং করব। টানা ৩৭ ম্যাচ যা করেছি, সেটাই করব। চেষ্টা করব বেশি চিন্তা না করে যেন মজা করা যায়।’
হটস্পার স্টেডিয়ামে প্রথম গোলমুখ খোলেন হালান্ড। ৫১ মিনিটে কেভিন ডি ব্রুইনের অ্যাসিস্টে গোল করেন হালান্ড। নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে তিনি (হালান্ড) নিজের দ্বিতীয় গোল করেন। পেনাল্টি নেওয়ার সময় কেমন অনুভূতি কাজ করছিল, তা বলেছেন হালান্ড, ‘সত্যিই খুব নার্ভাস ও ভীত ছিলাম। একই সঙ্গে রোমাঞ্চও কাজ করছিল। এটা ছিল শুধুই জালে বল জড়ানোর ব্যাপার। আমি সেটাই করেছি। পরের ম্যাচের কথা এখন ভাবছি।’
গোল করার নেশা যখন আর্লিং হালান্ডকে পেয়ে বসে, তখন তাঁকে আটকানো যে অনেক কঠিন। ম্যানচেস্টার সিটিতে আসার পর ‘গোলমেশিন’ তকমা তাঁর নামের পাশে স্থায়ীভাবে জুড়ে গেছে। তাঁর গোল মানেই যেন ম্যানচেস্টার সিটির জয়।
প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপা জয় গত মৌসুমেই করে ফেলে ম্যান সিটি। পেপ গার্দিওলার দলের কাছে সংখ্যাটা চারে বাড়িয়ে নেওয়ার দারুণ সুযোগ রয়েছে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে সিটি। দুটি গোলই করেছেন হালান্ড। তাতে ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল সিটি। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৮৬। ১৯ মে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগের শেষ দিনে আর্সেনাল, সিটি দুই দলেরই ম্যাচ রয়েছে। ইতিহাদে সিটি খেলবে ওয়েস্ট হামের বিপক্ষে। এভারটনের বিপক্ষে আর্সেনাল খেলবে এমিরটেস স্টেডিয়ামে। শেষ ম্যাচে জিতলেই সিটির ঘরে উঠবে ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা। যদি ম্যান সিটি ড্র করে, তাহলে তাদের (ম্যান সিটির ভক্ত-সমর্থক) প্রার্থনা করতে হবে আর্সেনাল যেন পয়েন্ট হারায়।
এবারের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতা জয় এত রোমাঞ্চ ছড়ালেও হালান্ড সেসব নিয়ে ভাবছেন না। টটেনহামের বিপক্ষে ম্যাচ শেষে বিবিসি ম্যাচ অব দ্য ডেতে নরওয়েজীয় এই স্ট্রাইকার বলেন, ‘আমি সেটা নিয়ে ভাবছি না। গত মৌসুম নিয়েও এখন ভাবছি না। রিল্যাক্স। পরিবারের সঙ্গে রিল্যাক্স করব। এরপর ট্রেনিং করব। টানা ৩৭ ম্যাচ যা করেছি, সেটাই করব। চেষ্টা করব বেশি চিন্তা না করে যেন মজা করা যায়।’
হটস্পার স্টেডিয়ামে প্রথম গোলমুখ খোলেন হালান্ড। ৫১ মিনিটে কেভিন ডি ব্রুইনের অ্যাসিস্টে গোল করেন হালান্ড। নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে তিনি (হালান্ড) নিজের দ্বিতীয় গোল করেন। পেনাল্টি নেওয়ার সময় কেমন অনুভূতি কাজ করছিল, তা বলেছেন হালান্ড, ‘সত্যিই খুব নার্ভাস ও ভীত ছিলাম। একই সঙ্গে রোমাঞ্চও কাজ করছিল। এটা ছিল শুধুই জালে বল জড়ানোর ব্যাপার। আমি সেটাই করেছি। পরের ম্যাচের কথা এখন ভাবছি।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে