ক্রীড়া ডেস্ক
কদিন আগে জুভেন্টাস ছাড়ার গুঞ্জনটা নিজেই থামিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিও রোনালদোর থাকার বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু মৌসুমের প্রথম ম্যাচেই বেঞ্চে জায়গা হওয়ায় আবার গুঞ্জন শুরু হয় রোনালদোকে ঘিরে।
ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানায়, রোনালদো নিজেই কোচকে বলেছেন তাঁকে একাদশে না রাখতে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেরই তখন প্রশ্ন, রোনালদো কি তবে নতুন গন্তব্য খুঁজছেন? দলবদল বিশেষজ্ঞ ফাবরিজিউ রোমানো অবশ্য জুভেন্টাস সহ সভাপতি পাভেল নেদভেদের বরাত দিয়ে জানান, এটা রোনালদো ও ক্লাবের এক সঙ্গে নেওয়া সিদ্ধান্ত। রোনালদোর জুভেন্টাসে থাকা শতভাগ নিশ্চিত।
রোনালদোকে নিয়ে গুঞ্জনের রাতে উদিনেসের বিপক্ষে মাত্র ৩ মিনিটে লিড নেয় জুভেন্টাস। ‘তুরিনের বুড়ি’দের এগিয়ে দেন পাওলো দিবালা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ান কোয়াদ্রাদো।
বিরতির পর ৫১ মিনিটে পেনাল্টি গোলে উদিনেসের হয়ে ব্যবধান কমান রবার্তো পেরেইরা। ম্যাচের ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে আরেকবার গুঞ্জন থামালেন রোনালদো। মাঠে নেমেও অবশ্য দলকে জেতাতে পারেননি এই পর্তুগিজ তারকা। জেরার্ড দেউলোফেউর শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করে উদিনেস। অতিরিক্ত মিনিটে অবশ্য রোনালদো ঠিকই লক্ষ্যভেদ করেছিলেন। তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। উল্টো জার্সি খুলে হলুদ কার্ডও দেখতে হয়েছে রোনালদোকে।
কদিন আগে জুভেন্টাস ছাড়ার গুঞ্জনটা নিজেই থামিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিও রোনালদোর থাকার বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু মৌসুমের প্রথম ম্যাচেই বেঞ্চে জায়গা হওয়ায় আবার গুঞ্জন শুরু হয় রোনালদোকে ঘিরে।
ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানায়, রোনালদো নিজেই কোচকে বলেছেন তাঁকে একাদশে না রাখতে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেরই তখন প্রশ্ন, রোনালদো কি তবে নতুন গন্তব্য খুঁজছেন? দলবদল বিশেষজ্ঞ ফাবরিজিউ রোমানো অবশ্য জুভেন্টাস সহ সভাপতি পাভেল নেদভেদের বরাত দিয়ে জানান, এটা রোনালদো ও ক্লাবের এক সঙ্গে নেওয়া সিদ্ধান্ত। রোনালদোর জুভেন্টাসে থাকা শতভাগ নিশ্চিত।
রোনালদোকে নিয়ে গুঞ্জনের রাতে উদিনেসের বিপক্ষে মাত্র ৩ মিনিটে লিড নেয় জুভেন্টাস। ‘তুরিনের বুড়ি’দের এগিয়ে দেন পাওলো দিবালা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ান কোয়াদ্রাদো।
বিরতির পর ৫১ মিনিটে পেনাল্টি গোলে উদিনেসের হয়ে ব্যবধান কমান রবার্তো পেরেইরা। ম্যাচের ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে আরেকবার গুঞ্জন থামালেন রোনালদো। মাঠে নেমেও অবশ্য দলকে জেতাতে পারেননি এই পর্তুগিজ তারকা। জেরার্ড দেউলোফেউর শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করে উদিনেস। অতিরিক্ত মিনিটে অবশ্য রোনালদো ঠিকই লক্ষ্যভেদ করেছিলেন। তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। উল্টো জার্সি খুলে হলুদ কার্ডও দেখতে হয়েছে রোনালদোকে।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪ ঘণ্টা আগে