কদিন আগে জুভেন্টাস ছাড়ার গুঞ্জনটা নিজেই থামিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিও রোনালদোর থাকার বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু মৌসুমের প্রথম ম্যাচেই বেঞ্চে জায়গা হওয়ায় আবার গুঞ্জন শুরু হয় রোনালদোকে ঘিরে।
ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানায়, রোনালদো নিজেই কোচকে বলেছেন তাঁকে একাদশে না রাখতে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেরই তখন প্রশ্ন, রোনালদো কি তবে নতুন গন্তব্য খুঁজছেন? দলবদল বিশেষজ্ঞ ফাবরিজিউ রোমানো অবশ্য জুভেন্টাস সহ সভাপতি পাভেল নেদভেদের বরাত দিয়ে জানান, এটা রোনালদো ও ক্লাবের এক সঙ্গে নেওয়া সিদ্ধান্ত। রোনালদোর জুভেন্টাসে থাকা শতভাগ নিশ্চিত।
রোনালদোকে নিয়ে গুঞ্জনের রাতে উদিনেসের বিপক্ষে মাত্র ৩ মিনিটে লিড নেয় জুভেন্টাস। ‘তুরিনের বুড়ি’দের এগিয়ে দেন পাওলো দিবালা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ান কোয়াদ্রাদো।
বিরতির পর ৫১ মিনিটে পেনাল্টি গোলে উদিনেসের হয়ে ব্যবধান কমান রবার্তো পেরেইরা। ম্যাচের ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে আরেকবার গুঞ্জন থামালেন রোনালদো। মাঠে নেমেও অবশ্য দলকে জেতাতে পারেননি এই পর্তুগিজ তারকা। জেরার্ড দেউলোফেউর শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করে উদিনেস। অতিরিক্ত মিনিটে অবশ্য রোনালদো ঠিকই লক্ষ্যভেদ করেছিলেন। তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। উল্টো জার্সি খুলে হলুদ কার্ডও দেখতে হয়েছে রোনালদোকে।
কদিন আগে জুভেন্টাস ছাড়ার গুঞ্জনটা নিজেই থামিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিও রোনালদোর থাকার বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু মৌসুমের প্রথম ম্যাচেই বেঞ্চে জায়গা হওয়ায় আবার গুঞ্জন শুরু হয় রোনালদোকে ঘিরে।
ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানায়, রোনালদো নিজেই কোচকে বলেছেন তাঁকে একাদশে না রাখতে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেরই তখন প্রশ্ন, রোনালদো কি তবে নতুন গন্তব্য খুঁজছেন? দলবদল বিশেষজ্ঞ ফাবরিজিউ রোমানো অবশ্য জুভেন্টাস সহ সভাপতি পাভেল নেদভেদের বরাত দিয়ে জানান, এটা রোনালদো ও ক্লাবের এক সঙ্গে নেওয়া সিদ্ধান্ত। রোনালদোর জুভেন্টাসে থাকা শতভাগ নিশ্চিত।
রোনালদোকে নিয়ে গুঞ্জনের রাতে উদিনেসের বিপক্ষে মাত্র ৩ মিনিটে লিড নেয় জুভেন্টাস। ‘তুরিনের বুড়ি’দের এগিয়ে দেন পাওলো দিবালা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ান কোয়াদ্রাদো।
বিরতির পর ৫১ মিনিটে পেনাল্টি গোলে উদিনেসের হয়ে ব্যবধান কমান রবার্তো পেরেইরা। ম্যাচের ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে আরেকবার গুঞ্জন থামালেন রোনালদো। মাঠে নেমেও অবশ্য দলকে জেতাতে পারেননি এই পর্তুগিজ তারকা। জেরার্ড দেউলোফেউর শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করে উদিনেস। অতিরিক্ত মিনিটে অবশ্য রোনালদো ঠিকই লক্ষ্যভেদ করেছিলেন। তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। উল্টো জার্সি খুলে হলুদ কার্ডও দেখতে হয়েছে রোনালদোকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৩১ মিনিট আগেভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ জিতবে ইংল্যান্ড। ম্যানচেস্টারে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে...
১ ঘণ্টা আগেহারানো ছন্দ যেন ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু। লঙ্কা সফরের দুর্দান্ত পারফরম্যান্সের রেশটা টেনে এনেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। তাঁর স্লোয়ার-কাটারে ব্যাটাররা রীতিমতো খেই হারিয়ে ফেলছেন।
১ ঘণ্টা আগেশামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
২ ঘণ্টা আগে