Ajker Patrika

গ্রেপ্তার আলভেজের চুক্তি বাতিল করল পুমা

গ্রেপ্তার আলভেজের চুক্তি বাতিল করল পুমা

দানি আলভেজের সময়টা বেশ খারাপই যাচ্ছে। নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তার সঙ্গে চুক্তি বাতিল করল পুমা।

কাতালোনিয়ায় গতকাল স্থানীয় সময় সকালে নারী নির্যাতন মামলায় অভিযুক্ত আলভেজকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সন্ধ্যায় পুমা ক্লাবের চেয়ারম্যান লিওপোলদো সিলভা এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের চুক্তি বাতিলের কথা নিশ্চিত করেছেন। ছয় মাস আগেই মেক্সিকান ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় আলভেজের। চলতি বছরের জুলাইয়ে বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা ছিল।

গত বছরের শেষের দিকে বার্সেলোনায় ছুটি কাটাতে এসেছিলেন আলভেজ। বার্সেলোনার সাটন নাইট ক্লাবে এক নারীকে বাজেভাবে স্পর্শ করা হয় ও ঘটনাটা সেই নারী তাঁর বন্ধুদের জানিয়েছিলেন। পুলিশকে তৎক্ষণাৎ জানানো হয়েছিল। নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার তখন বলেছিলেন, ‘আমি জানি না সেই নারী কে। তার নামও আমি জানি না, চিনিও না। জীবনেও দেখিনি তাঁকে।’

ব্রাজিলের জার্সিতে ১২৬ ম্যাচ খেলেছেন আলভেজ। ৮ গোলের সঙ্গে ২১ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৮৫৮ ম্যাচে করেছেন ৬০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৭৮ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। কাতালানদের জার্সিতে খেলেছেন ৪০৮ ম্যাচ। ২২ গোলের পাশাপাশি ১০৫ গোলে অ্যাসিস্ট করেছেন। পুমার হয়ে ১৩ ম্যাচে কোনো গোল না করলেও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত