নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এস্কোবার নামটার শোনা মাত্রই মাথায় আসতে পারে কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাট পাবলো এস্কোবারের কথা। তবে বাংলাদেশে যে এস্কোবার এসেছেন তাঁর সঙ্গে মাদকের কোনো সম্পর্ক নেই। তিনি ফুটবলকে ভালোবেসে জড়িয়ে আছেন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভারপ্লেটের সঙ্গে। সেবাস্তিয়ান পেরেজ এস্কোবারের আগমন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে রিভারপ্লেটের শুভেচ্ছা বার্তা নিয়ে।
আর্জেন্টিনার জাতীয় দল নিয়ে বাংলাদেশিদের উন্মাদনা ছুঁয়ে গেছে রিভারপ্লেটকেও। বাংলাদেশে নতুন করে দূতাবাস খুলতে এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফেইরো। সেই দলের অংশ হয়ে বাংলাদেশে আগমন রিভারপ্লেটের জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল স্কুলের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান এস্কোবার।
আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএল ফুটবলের শীর্ষ চার ক্লাবের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন এস্কোবার। বৈঠকের ফাঁকেই সংবাদমাধ্যমকে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন রিভারপ্লেট কর্মকর্তা। বলেছেন, ‘ক্লাবগুলোর সঙ্গে দারুণ আলোচনা হয়েছে। আমরা এখানে কিছু একাডেমি করতে আগ্রহী। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, এখানে ফুটবল যেভাবে দেখা হয়, ফুটবলের প্রতি এখানকার মানুষের যে অনুভূতি, সেটা আমাদের মতোই, তো আমরা ভাবলাম ওই অনুভূতিটা আমরা ভাগাভাগি করি। শিশুদের ফুটবল শেখানো সম্ভব হলে দারুণ হবে।’
একদম শিশু পর্যায়ে একাডেমি গড়তে আগ্রহী রিভারপ্লেট। সব মিলিয়ে ২৫টি একাডেমি আছে ক্লাবটি যার পাঁচটি দক্ষিণ আমেরিকা ও ইউরোপে। বাংলাদেশে একাডেমি করলে এটাই হবে এশিয়ায় রিভারপ্লেটের প্রথম ফুটবল একাডেমি। বাংলাদেশে ক্লাবগুলোর সঙ্গে যৌথভাবে একাডেমি গড়ার ইচ্ছা ৩৭ প্রিমিয়ার লিগ জয়ী দলটির। আগামীকাল বসুন্ধরা কিংসে গিয়ে সেখানকার অবকাঠামো দেখে আসবেন এস্কোবার। যেতে চান আবাহনী মাঠেও।
কাতার বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে নতুন করে জানতে শিখেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের তৃতীয় বিশ্বকাপ জয়ে বাংলাদেশিদের সমর্থনকে সমান গুরুত্বপূর্ণ বলে মনে করে রিভারপ্লেট। বাংলাদেশে রিভারপ্লেটের একাডেমি গড়ার পরিকল্পনা সেই উন্মাদনা কাজে লাগিয়েই। এস্কোবার বলেছেন, ‘দুটি দেশের দূরত্ব অনেক, কিন্তু তারপরও আমি আশাবাদী। যদি এখানকার ক্লাবগুলো একাডেমি করতে চায়, তাহলে তাদের সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী। আপনারা আর্জেন্টিনাকে কিছু কোচ, শিশুকে পাঠাতে পারেন।’
এস্কোবারের সঙ্গে আলোচনার পর রিভারপ্লেটের সঙ্গে নিজেদের একাডেমি গড়ার আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের ক্লাব কর্মকর্তারাও। মোহামেডানের সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি বললেন, ‘ওরা মূলত আলোচনা করেছে আমাদের একাডেমি নিয়ে। তারা যৌথভাবে এটা করতে আগ্রহী। শুরু থেকে মানে ছয় বছর বয়সীদের থেকে শুরু করে। তারা একাডেমির প্রস্তাব দিয়েছে। আমরাও পেশাদার খেলোয়াড় লেনদেনের বিষয়টি জানতে চেয়েছি। ওই খেলোয়াড়দের আমরা পেতে পারি কিনা? যদিও এটা তাদের বিষয় নয়, তারপরও বলেছে বিষয়টি তারা দেখবে।’
আবাহনীর টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর আশা, রিভারপ্লেটের সঙ্গে অংশীদারত্বে লাভবান হবে বাংলাদেশ, ‘যদি তাদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করতে পারি, তাহলে আমাদের খেলোয়াড় তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে, যারা ভবিষ্যতে আমাদের জাতীয় দলকে এবং দেশের ফুটবলকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। আমরা জানিয়েছি, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা অবকাঠামোগত কাজ শুরু করেছি। আট মাস পর. . যে ট্রেনিং সুবিধাদির প্রস্তুতি চলছে, সেটা একাডেমির কাজকে এগিয়ে নিতে পারব।’
এস্কোবার নামটার শোনা মাত্রই মাথায় আসতে পারে কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাট পাবলো এস্কোবারের কথা। তবে বাংলাদেশে যে এস্কোবার এসেছেন তাঁর সঙ্গে মাদকের কোনো সম্পর্ক নেই। তিনি ফুটবলকে ভালোবেসে জড়িয়ে আছেন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভারপ্লেটের সঙ্গে। সেবাস্তিয়ান পেরেজ এস্কোবারের আগমন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে রিভারপ্লেটের শুভেচ্ছা বার্তা নিয়ে।
আর্জেন্টিনার জাতীয় দল নিয়ে বাংলাদেশিদের উন্মাদনা ছুঁয়ে গেছে রিভারপ্লেটকেও। বাংলাদেশে নতুন করে দূতাবাস খুলতে এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফেইরো। সেই দলের অংশ হয়ে বাংলাদেশে আগমন রিভারপ্লেটের জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল স্কুলের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান এস্কোবার।
আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএল ফুটবলের শীর্ষ চার ক্লাবের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন এস্কোবার। বৈঠকের ফাঁকেই সংবাদমাধ্যমকে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন রিভারপ্লেট কর্মকর্তা। বলেছেন, ‘ক্লাবগুলোর সঙ্গে দারুণ আলোচনা হয়েছে। আমরা এখানে কিছু একাডেমি করতে আগ্রহী। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, এখানে ফুটবল যেভাবে দেখা হয়, ফুটবলের প্রতি এখানকার মানুষের যে অনুভূতি, সেটা আমাদের মতোই, তো আমরা ভাবলাম ওই অনুভূতিটা আমরা ভাগাভাগি করি। শিশুদের ফুটবল শেখানো সম্ভব হলে দারুণ হবে।’
একদম শিশু পর্যায়ে একাডেমি গড়তে আগ্রহী রিভারপ্লেট। সব মিলিয়ে ২৫টি একাডেমি আছে ক্লাবটি যার পাঁচটি দক্ষিণ আমেরিকা ও ইউরোপে। বাংলাদেশে একাডেমি করলে এটাই হবে এশিয়ায় রিভারপ্লেটের প্রথম ফুটবল একাডেমি। বাংলাদেশে ক্লাবগুলোর সঙ্গে যৌথভাবে একাডেমি গড়ার ইচ্ছা ৩৭ প্রিমিয়ার লিগ জয়ী দলটির। আগামীকাল বসুন্ধরা কিংসে গিয়ে সেখানকার অবকাঠামো দেখে আসবেন এস্কোবার। যেতে চান আবাহনী মাঠেও।
কাতার বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে নতুন করে জানতে শিখেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের তৃতীয় বিশ্বকাপ জয়ে বাংলাদেশিদের সমর্থনকে সমান গুরুত্বপূর্ণ বলে মনে করে রিভারপ্লেট। বাংলাদেশে রিভারপ্লেটের একাডেমি গড়ার পরিকল্পনা সেই উন্মাদনা কাজে লাগিয়েই। এস্কোবার বলেছেন, ‘দুটি দেশের দূরত্ব অনেক, কিন্তু তারপরও আমি আশাবাদী। যদি এখানকার ক্লাবগুলো একাডেমি করতে চায়, তাহলে তাদের সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী। আপনারা আর্জেন্টিনাকে কিছু কোচ, শিশুকে পাঠাতে পারেন।’
এস্কোবারের সঙ্গে আলোচনার পর রিভারপ্লেটের সঙ্গে নিজেদের একাডেমি গড়ার আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের ক্লাব কর্মকর্তারাও। মোহামেডানের সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি বললেন, ‘ওরা মূলত আলোচনা করেছে আমাদের একাডেমি নিয়ে। তারা যৌথভাবে এটা করতে আগ্রহী। শুরু থেকে মানে ছয় বছর বয়সীদের থেকে শুরু করে। তারা একাডেমির প্রস্তাব দিয়েছে। আমরাও পেশাদার খেলোয়াড় লেনদেনের বিষয়টি জানতে চেয়েছি। ওই খেলোয়াড়দের আমরা পেতে পারি কিনা? যদিও এটা তাদের বিষয় নয়, তারপরও বলেছে বিষয়টি তারা দেখবে।’
আবাহনীর টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর আশা, রিভারপ্লেটের সঙ্গে অংশীদারত্বে লাভবান হবে বাংলাদেশ, ‘যদি তাদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করতে পারি, তাহলে আমাদের খেলোয়াড় তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে, যারা ভবিষ্যতে আমাদের জাতীয় দলকে এবং দেশের ফুটবলকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। আমরা জানিয়েছি, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা অবকাঠামোগত কাজ শুরু করেছি। আট মাস পর. . যে ট্রেনিং সুবিধাদির প্রস্তুতি চলছে, সেটা একাডেমির কাজকে এগিয়ে নিতে পারব।’
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
৪ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৫ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১০ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১০ ঘণ্টা আগে