Ajker Patrika

তিন বছরের চুক্তিতে আল ইত্তিহাদে বেনজেমা

আপডেট : ০৬ জুন ২০২৩, ১৬: ২১
তিন বছরের চুক্তিতে আল ইত্তিহাদে বেনজেমা

এক সপ্তাহ ধরেই আলোচনা হচ্ছিল সৌদি আরবে যাচ্ছেন করিম বেনজেমা। গত পরশু রিয়াল মাদ্রিদ তাঁদের শিষ্যের ক্লাব ছাড়ার বিষয় নিশ্চিত করলে তার সত্যতাও মিলে। আজ জানা গেছে, আল ইত্তিহাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ৩ বছরের চুক্তি সেরেছেন তিনি।

বেনজেমার চুক্তির বিষয়টি এক সূত্রের মাধ্যমে রয়টার্স নিশ্চিত করেছে। সূত্র বলেছেন, ‘আল ইত্তিহাদের সঙ্গে ৩ বছরের জন্য চুক্তি করেছেন বেনজেমা।’ যার অর্থ, ২০২৫ সালের জুন পর্যন্ত খেলবেন তিনি। চাইলে, ২০২৬ পর্যন্তও খেলতে পারবেন তিনি।

অন্যদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি করায় ক্রিস্টিয়ানো রোনালদোর পর পারিশ্রমিক পাওয়া বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ খেলোয়াড় হবেন তিনি। চুক্তির অঙ্কটা সঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে তিন বছরে তিনি ২২০ মিলিয়ন ইউরোর কম হবে না। এমনকি অর্থের পরিমাণ সর্বোচ্চ ৩২০ মিলিয়ন ইউরোও হতে পারে। প্রতি বছর ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে ২০ মিলিয়ন ইউরো বোনাস পেতে পারেন তিনি। বোনাসের অঙ্কটা অ্যাম্বাসেডর হিসেবে পাবেন ২০৩০ বিশ্বকাপ সৌদি আরব নিলাম করার জন্য।

রিয়ালের হয়ে ১৪ মৌসুম কাটিয়েছেন বেনজেমা। স্প্যানিশ ক্লাবের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ৬৪৭ ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী স্ট্রাইকার। গোল করেছেন ৩৫৩ টি। শুধু ক্রিস্টিয়ানো রোনালদোই গোলের বিচারে তাঁর উপরে আছেন।

রিয়ালের হয়ে ৫টি চ্যাম্পিয়নস লিগ, ৪ টি লা লিগার সঙ্গে ৩টি কোপা দেল রে জিতেছেন বেনজেমা। আর ২০২১-২২ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জিতেছেন বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি অর।

আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি করায় পুরোনো বন্ধুর দেখা পাচ্ছেন বেনজেমা। তবে সতীর্থ নয় প্রতিপক্ষ হিসেবে। রিয়ালের কিংবদন্তি রোনালদোর সঙ্গে। পাঁচবারের ব্যালন ডি অরজয়ী গত মৌসুম ধরে খেলছেন আল নাসরের হয়ে। এ দুজনই নন আরও বেশ কিছু তারকা খেলোয়াড়কে দেখা যেতে পারে সৌদি প্রো লিগে। ইতিমধ্যে লিওনেল মেসি, টনি ক্রুস, লুকা মদরিচ, সার্জিও বুসকেটসসহ অনেক তারকা ফুটবলারকে প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাবগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত