Ajker Patrika

ভিনিসিয়ুসের প্রশংসায় পঞ্চমুখ আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ০৯
Thumbnail image

রিয়াল মাদ্রিদের খেলা মানেই ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্স। যেন একে অপরের পরিপূরক তাঁরা। গতকাল গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তাই মাঠের অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য রিয়াল তারকা প্রশংসা পাচ্ছেন কার্লো আনচেলত্তির কাছ থেকে।

ওসাসুনার বিপক্ষে গতকাল ২-০ গোলের জয়ের পর ভিনিসিয়ুসের প্রশংসায় পঞ্চমুখ আনচেলত্তি। শিষ্যকে অসাধারণ খেলোয়াড় বলে সম্বোধন করেছেন তিনি। এমনটা অবশ্য নতুন নয়, এর আগেও বহুবার শিষ্যর প্রশংসা করেছেন ইতালিয়ান কোচ।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘এটি পরিষ্কার যে ভিনিসিয়ুস এমন একজন খেলোয়াড়, যে ম্যাচের পার্থক্য গড়ে দেয়। সে অবিশ্বাস্য খেলেছে। সে অসাধারণ একজন ফুটবলার।’

গতকাল ওসাসুনার মাঠে জয় নিয়ে ফিরলেও গোল পেতে বেশ কষ্টই হয়েছে রিয়ালের। প্রথমার্ধে গোলশূন্যে বিরতিতে যাওয়ার পর ৭৭ মিনিট পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি কোনো দল। এর জন্য অবশ্য আফসোস করতে পারেন রিয়ালের খেলোয়াড়েরা। কেননা, সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তাঁরা। বিশেষ করে একের পর এক গোলের সুযোগ হাতছাড়া করা ভিনি।

৫২ মিনিটে অবশ্য একটা গোল করেছিলেন ভিনিসিয়ুস। তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়। পরে অবশ্য গোলে সহায়তা করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছেন ব্রাজিলিয়ান তারকা। ৭৮ মিনিটে তাঁর পাসে দলকে প্রথম গোল এনে দেন ফেদে ভালভার্দে। আর ম্যাচের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের জালে শেষ পেরেকটি মারেন মার্কো অ্যাসেনসিও।

ম্যাচে জয় পেতে কষ্ট হলেও শেষ পর্যন্ত ৩ পয়েন্ট পেয়ে খুশি আনচেলত্তি। তিনি বলেছেন, ‘আমরা দ্বিতীয়ার্ধে যা করেছি, তা প্রথমার্ধেই করতে পারতাম। সে যাই হোক, ছেলেরা শেষ পর্যন্ত মনোযোগ ও ধৈর্য হারায়নি। দল ভালো খেলেছে। যখন তারা ম্যাচে ভুগতে ছিল, তখন তাদের বেশ কষ্ট হয়েছে। তবে ম্যাচ জয়ে আমরা খুব সন্তুষ্ট।’

এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ৫ নিয়ে এসেছে রিয়াল। ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লস ব্ল্যাংকোসরা। আর এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্টে শীর্ষে আছে বার্সা। আজ রাতে ব্যবধান বাড়িয়ে ৮ করার সুযোগ পাচ্ছে কাতালান ক্লাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত