Ajker Patrika

মাদ্রিদ ও লন্ডনেও চ্যাম্পিয়নস লিগের ম্যাচের নিরাপত্তা জোরদার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১০: ২৮
Thumbnail image

উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের চার ভেন্যুতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের হামলার হুমকির পর প্যারিসে অনুষ্ঠেয়

পিএসজি-বার্সেলোনা ম্যাচে নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। ফ্রান্সের পর স্পেন এবং ইল্যান্ডও জানিয়ে দিয়েছেন আইএসের হুমকিকে হালকাভাবে নিচ্ছে না তারাও। 

বাংলাদেশ সময় আজ রাত ১টায় বার্নাব্যুতে হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই। আইএসের হুমকি পাওয়ার পর এই ম্যাচের নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ম্যাচের জন্য ৩ হাজার ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গা মিলিয়ে সমর্থকদের চারটি নিরাপত্তা ধাপ পেরোনোর সময় তল্লাশির সামনে পড়তে হবে। স্টেডিয়ামকেন্দ্রিক উঁচু ভবনগুলোয় থাকবে স্নাইপারও।

আর এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল-বায়ার্ন ম্যাচের নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে লন্ডন পুলিশ। লন্ডন পুলিশের উপসহকারী কমিশনার অ্যাডে অ্যাডেলেকান বলেছেন, ‘আমি জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে আজকের ম্যাচের জন্য আমাদের একটি শক্তিশালী পুলিশিং পরিকল্পনা রয়েছে এবং ম্যাচটি যাতে শান্তিপূর্ণভাবে হয়, তা নিশ্চিত করতে ক্লাবের নিরাপত্তা দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছি।’

স্পেন ও ইংল্যান্ডের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগে ম্যাচের নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দেয় ফ্রান্স। দেশটির ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্দ দার্মানিন বলেন, ‘সকালে পুলিশের সঙ্গে আমি কথা বলেছি। যাদের সঙ্গে কথা বলেছি, তারা নিরাপত্তাব্যবস্থা অনেক জোরদার করেছে।’ 
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চার ভেন্যুতে হামলার হুমকি দেয় আইএস। যে হুমকি তাদের বার্তা প্রচারকারী সংগঠন আল-আজাইম প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত