বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিনে দল দিল ইরান। ২৫ সদস্যের ইরানের এই বিশ্বকাপ দলে আছেন চার জন গোলরক্ষক।
রক্ষণভাগে আছেন এহসান হাজসাফি, সোজে খলিলজাদেহ এবং মিলাদ মোহাম্মদীরা। এর মধ্যে হাজসাফি ইরানের জার্সিতে ১১১ ম্যাচ খেলেছেন। মাঝমাঠে আছেন সামান ঘুদ্দুস, ভাহিদ আমিরিরা। আর আক্রমণভাগে আছেন সরদার আজমুন,মেহদি তারেমি, আলিরেজা, করিম আনসারিফার্দের মতো তারকা ফুটবলাররা।
এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে ইরান। ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। ২৫ নভেম্বর ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে ইরান। আর ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইরানিয়ানরা।
ইরানের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ (পারসেপোলিস), পায়াম নিয়াজমান্দ (সেপাহান), আমির আবেদজাদেহ (পনফেরাদিনা), হোসেন হোসেইনি (এস্তেঘলাল)
ডিফেন্ডার: সাদেঘ মোহরমি (দিনামো জাগরেব), এহসান হাজসাফি (এইকে এথেন্স), সোজে খলিলজাদেহ (আল আহলি), মিলাদ মোহাম্মদী (এইকে এথেন্স), মোর্তেজা পুরালিগঞ্জি (পারসেপোলিস), মাজিদ হোসেইনি (কায়সেরিস্পোর), আবুল ফজল জালালি (এস্তেঘলাল), রামিন রেজাইয়ান (সেপাহান), হোসেইন কানানি (আল আহলি)
মিডফিল্ডার: সাইদ এজাতোলাহি (ভেজলে), ভাহিদ আমিরি (পার্সেপোলিস), সামান ঘুদ্দুস (ব্রেন্টফোর্ড), আহমাদ নুরুল্লাহি (শাবাব আল আহলি), আলি করিমি (কায়সেরিস্পোর), রুজবেহ চেশমি (এস্তেঘলাল)
আক্রমণভাগ: আলিরেজা জাহানবখস (ফেইনুর্ড), মেহদি তারেমি (পোর্তো), করিম আনসারিফার্দ (ওমোনিয়া), আলি ঘুলিজাদেহ (চার্লেরোই), সরদার আজমুন (বায়ার লেভারকুসেন)
বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিনে দল দিল ইরান। ২৫ সদস্যের ইরানের এই বিশ্বকাপ দলে আছেন চার জন গোলরক্ষক।
রক্ষণভাগে আছেন এহসান হাজসাফি, সোজে খলিলজাদেহ এবং মিলাদ মোহাম্মদীরা। এর মধ্যে হাজসাফি ইরানের জার্সিতে ১১১ ম্যাচ খেলেছেন। মাঝমাঠে আছেন সামান ঘুদ্দুস, ভাহিদ আমিরিরা। আর আক্রমণভাগে আছেন সরদার আজমুন,মেহদি তারেমি, আলিরেজা, করিম আনসারিফার্দের মতো তারকা ফুটবলাররা।
এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে ইরান। ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। ২৫ নভেম্বর ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে ইরান। আর ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইরানিয়ানরা।
ইরানের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ (পারসেপোলিস), পায়াম নিয়াজমান্দ (সেপাহান), আমির আবেদজাদেহ (পনফেরাদিনা), হোসেন হোসেইনি (এস্তেঘলাল)
ডিফেন্ডার: সাদেঘ মোহরমি (দিনামো জাগরেব), এহসান হাজসাফি (এইকে এথেন্স), সোজে খলিলজাদেহ (আল আহলি), মিলাদ মোহাম্মদী (এইকে এথেন্স), মোর্তেজা পুরালিগঞ্জি (পারসেপোলিস), মাজিদ হোসেইনি (কায়সেরিস্পোর), আবুল ফজল জালালি (এস্তেঘলাল), রামিন রেজাইয়ান (সেপাহান), হোসেইন কানানি (আল আহলি)
মিডফিল্ডার: সাইদ এজাতোলাহি (ভেজলে), ভাহিদ আমিরি (পার্সেপোলিস), সামান ঘুদ্দুস (ব্রেন্টফোর্ড), আহমাদ নুরুল্লাহি (শাবাব আল আহলি), আলি করিমি (কায়সেরিস্পোর), রুজবেহ চেশমি (এস্তেঘলাল)
আক্রমণভাগ: আলিরেজা জাহানবখস (ফেইনুর্ড), মেহদি তারেমি (পোর্তো), করিম আনসারিফার্দ (ওমোনিয়া), আলি ঘুলিজাদেহ (চার্লেরোই), সরদার আজমুন (বায়ার লেভারকুসেন)
‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
১ ঘণ্টা আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
২ ঘণ্টা আগেএকসময় বাংলাদেশ ফুটবলে দলবদল মানেই ছিল উৎসবের পরিবেশ। ঢাকঢোল পিটিয়ে ঘোড়ার গাড়িতে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে এসে খেলোয়াড়দের নিবন্ধন করাত ক্লাবগুলো। সেই দৃশ্যের দেখা মেলে এখন কালেভদ্রে। পরশু ছিল নতুন মৌসুমের প্রথম দলবদলের শেষ দিন। বাফুফে ভবনে নেই দলবদলের সেই উত্তাপ।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসে বর্ণিল এক চরিত্রের নাম বব সিম্পসন। খেলোয়াড়, অধিনায়ক, কোচ ও ধারাভাষ্যকার—সবক্ষেত্রে নিজের অসামান্য ছাপ রেখেছেন তিনি। অন্যতম প্রভাবশালী এই ব্যক্তিত্বকে হারিয়ে শোকাস্তব্ধ এক দিন পার করছে অস্ট্রেলিয়া। শনিবার সকালে ক্রিকেট অস্ট্রেলিয়া ৮৯ বছর বয়সী সাবেক এই অধিনায়ক ও প্রথম
২ ঘণ্টা আগে