Ajker Patrika

২৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করল ইরান 

২৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করল ইরান 

বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিনে দল দিল ইরান। ২৫ সদস্যের ইরানের এই বিশ্বকাপ দলে আছেন চার জন গোলরক্ষক।

রক্ষণভাগে আছেন এহসান হাজসাফি, সোজে খলিলজাদেহ এবং মিলাদ মোহাম্মদীরা। এর মধ্যে হাজসাফি ইরানের জার্সিতে ১১১ ম্যাচ খেলেছেন। মাঝমাঠে আছেন সামান ঘুদ্দুস, ভাহিদ আমিরিরা। আর আক্রমণভাগে আছেন সরদার আজমুন,মেহদি তারেমি, আলিরেজা, করিম আনসারিফার্দের মতো তারকা ফুটবলাররা। 

এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে ইরান। ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। ২৫ নভেম্বর  ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে ইরান। আর ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইরানিয়ানরা। 

ইরানের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ (পারসেপোলিস), পায়াম নিয়াজমান্দ (সেপাহান), আমির আবেদজাদেহ (পনফেরাদিনা), হোসেন হোসেইনি (এস্তেঘলাল)

ডিফেন্ডার: সাদেঘ মোহরমি (দিনামো জাগরেব), এহসান হাজসাফি (এইকে এথেন্স), সোজে খলিলজাদেহ (আল আহলি), মিলাদ মোহাম্মদী (এইকে এথেন্স), মোর্তেজা পুরালিগঞ্জি (পারসেপোলিস), মাজিদ হোসেইনি (কায়সেরিস্পোর), আবুল ফজল জালালি (এস্তেঘলাল), রামিন রেজাইয়ান (সেপাহান), হোসেইন কানানি (আল আহলি)

মিডফিল্ডার: সাইদ এজাতোলাহি (ভেজলে), ভাহিদ আমিরি (পার্সেপোলিস), সামান ঘুদ্দুস (ব্রেন্টফোর্ড), আহমাদ নুরুল্লাহি (শাবাব আল আহলি), আলি করিমি (কায়সেরিস্পোর), রুজবেহ চেশমি (এস্তেঘলাল)

আক্রমণভাগ: আলিরেজা জাহানবখস (ফেইনুর্ড), মেহদি তারেমি (পোর্তো), করিম আনসারিফার্দ (ওমোনিয়া), আলি ঘুলিজাদেহ (চার্লেরোই), সরদার আজমুন (বায়ার লেভারকুসেন)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত