Ajker Patrika

রোনালদোকে ‘কিংবদন্তি’ মনে করেন রুনি 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়টা সুখকর হয়নি। গত বছর শেষের দিকে ইউনাইটেডের বিরুদ্ধে পিয়ার্স মরগানকে সাক্ষাৎকার দেওয়ায় তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে ক্লাব কর্তৃপক্ষ। সুখকর বিদায় না হওয়ায় অনেকের চোখে রোনালদো হয়ে যান ‘ভিলেন’। তবে ওয়েইন রুনির চোখে, পর্তুগিজ এই তারকা ফুটবলার ‘কিংবদন্তি’। 

২০০৩ থেকে ২০০৯ এবং ২০২১ থেকে ২০২২-এই দুই দফায় রোনালদো খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। দুই দফায় মোট পর্তুগিজ তারকা ১৪৫ গোল করেছেন এবং ৩৪৬ ম্যাচ খেলেছেন। আমাদের তিনটা প্রিমিয়ার লিগ, দুটো লিগ কাপ, একটি করে চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, এফএ কমিউনিটি শীল্ড এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড। রোনালদোর এসব অর্জনের কথা মনে করিয়ে দিয়ে রুনি বলেছেন, ‘আমার মতে, সে যা চেয়েছে, তাই পেয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য যা করেছে, সত্যিই অসাধারণ। সে (রোনালদো) প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ জিতেছে এবং অনেক গোল করেছে। ভক্তরা এবং সাবেক সতীর্থ আমরা যারা ছিলাম, কখনোই ভুলব না ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সে যা করেছে। আমার চোখে সে ক্লাব কিংবদন্তি।’ 

রোনালদো ইউনাইটেড ছাড়ার পর টেন হাগের অধীনে দুর্দান্ত খেলছে ক্লাব। এ বছর কারাবাও কাপ জিতে ছয় বছরের মেজর শিরোপার আক্ষেপ ঘোচায় রেড ডেভিলরা। এই মৌসুমে আরও বেশ কিছু শিরোপার সম্ভাবনা রয়েছে ইউনাইটেডের। এফএ কাপের সেমিফাইনাল, ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রেড ডেভিলরা। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার সেরা চারে আছে রেড ডেভিলরা। টেন হাগের প্রশংসা করে রুনি বলেন, ‘এরিক টেন হাগ নতুন খেলোয়াড়দের নিয়ে দলটা যেভাবে সাজিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। প্রিমিয়ার লিগে সেরা চারে আছে এবং কারাবাও কাপ জিতেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত