Ajker Patrika

মেসিদের ১৪ ম্যাচের অপরাজিত যাত্রা থামাল উরুগুয়ে

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১১: ৪৩
মেসিদের ১৪ ম্যাচের অপরাজিত যাত্রা থামাল উরুগুয়ে

যাত্রাটা অবশেষে থামল আর্জেন্টিনার। টানা ১৪ ম্যাচ পর অপরাজিত থাকার কীর্তিটা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের কাছে ২–০ গোলে হেরে। এতে করে ব্রাজিলের পর আর্জেন্টিনাকেও সমান ব্যবধানে তিক্ত স্বাদ দিল উরুগুয়ে। 

দুই দলের একই বিন্দুতে মিলে যাওয়ার আগে তাদের চিত্রটা ছিল ভিন্ন। সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার জয়ের বিপরীতে ব্রাজিলের হার ছিল। সর্বশেষ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২–০ ব্যবধানেই হারিয়েছিল উরুগুয়ে। আর এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। 

সেটিও আবার ঘরের মাটিতেই হার দেখল আর্জেন্টিনা। লা বোম্বনেরা স্টেডিয়ামে শুরু থেকেই বল পজিশনে এগিয়ে আর্জেন্টিনা খেলা শুরু করলেও কাজের কাজটি করতে পারেনি তারা। ম্যাচে কোনো গোলই করতে পারেনি স্বাগতিকেরা। অবশ্য প্রথমার্ধে দুই দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে বিরতিতে যাওয়ার আগে একটি সুযোগ পেয়ে দুর্দান্ত কাজে লাগিয়েছেন উরুগুয়ের ডিফেন্ডার রোনালদো আরাউহো। 

 ৪১ মিনিটে দলকে উদ্‌যাপনের মুহূর্ত এনে দেন আরাউহো। মাতিয়াস ভিনার পাস থেকে বক্সে বল পেয়ে কোনাকুনি শটে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করেন বার্সেলোনা ডিফেন্ডার। বিরতির পর গোল শোধ দেওয়ার বিপরীতে উল্টো আরেকটি গোল হজম করে আর্জেন্টিনা। ডারউইন নুনেজের গোলের পর ম্যাচেরও সমাপ্তি হয়। ৮৭ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার। 

এই হারে বিশ্বকাপে সৌদি আরবের পর প্রথম হার দেখল আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের তিক্ত স্বাদটি দিয়েছে ঘরেরই এক সন্তান। উরুগুয়ের ডাগ আউটে দাঁড়ানো মার্সেলো বিয়েলসা। আজকের ম্যাচে দুর্দান্ত কৌশলে মেসিকে কড়া পাহারায় রেখেছিলেন তিনি। তাঁর কৌশলের কাছেই মেসি আজ পরাজিত হয়েছেন। কেননা, গত বছরের নভেম্বরের পর এই প্রথম জাতীয় দলের হয়ে গোল করতে পারলেন না অষ্টম ব্যালন ডি অর বিজয়ী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত