ম্যানচেস্টার ইউনাইটেড যেন ‘ভুলে ভরা’দের এক ডেরা। রক্ষণভাগে হ্যারি ম্যাগুয়ারের একের পর ভুল নিয়ে কম ট্রল হয়নি। গোলপোস্টের নিচে দাভিদ দে হেয়াও রেড ডেভিলদের হয়ে ক্যারিয়ারের শেষ দিকে এসে বেশ কিছু শিশুতোষ ভুলে করেছিলেন।
স্প্যানিশ গোলরক্ষক ওল্ড ট্রাফোর্ড ছেড়েছেন। চলতি মৌসুমে দে হেয়ার স্থলাভিষিক্ত হয়েছেন আন্দ্রে ওনানা। কিন্তু মৌসুমের অর্ধেক না যেতেই ক্যামরুনিয়ান গোলরক্ষকের একের পর এক হাস্যকর ভুল দেখে কে বলবে, গত মৌসুমে ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে কেমন ভূমিকা রেখেছিলেন।
কিন্তু ওল্ড ট্রাফোর্ডে আসার পর থেকে ওনানার পারফরম্যান্স যেন পড়তির দিকে। গত বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বাঁচা মারার ম্যাচে গ্যালাতাসারাইয়ের মাঠে ৩-১ গোলে এগিয়ে গিয়েও জয়বঞ্চিত হতে হয়েছে তাঁর ভুলে। তারপরও কোচ এরিক টেন হাগ আস্থা রাখছেন ২৭ বছর বয়সী গোলরক্ষকের ওপর। পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই ইউনাইটেডের ডাচ কোচ জানিয়েছেন, ওনানা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেরা গোলরক্ষক।
পরিসংখ্যান অবশ্য সেটিই জানাচ্ছে। ২০২৩-২৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ওনানার ক্লিন শিট পাঁচটি। গোল বাঁচানোর গড় ৩.৬৭, যা লিগে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর ওপরে আছেন শুধু লুটন টাউনের গোলরক্ষক টমাস কামিনিস্কি। তাঁর গোল গোল বাঁচানোর গড় ৬.৩। দুজনই লিগে খেলেছেন সমান ১৩ ম্যাচ। ফুটবল পরিসংখ্যান নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করা অপ্টার বরাতে ১ ডিসেম্বর এই প্রতিবেদন তৈরি করেছে বিবিসি।
ওনানা ও কামিনিস্কির পরে আছেন বোর্নমাউথের নেটো। ১১ ম্যাচে তাঁর গোল বাঁচানোর গড় ৩.৪৯। চতুর্থ স্থানে থাকা লিভারপুল অ্যালিসন বেকার ১৩ ম্যাচে ৩.৩৬ গড়ে গোল বাঁচিয়েছেন।
ম্যানচেস্টার ইউনাইটেড যেন ‘ভুলে ভরা’দের এক ডেরা। রক্ষণভাগে হ্যারি ম্যাগুয়ারের একের পর ভুল নিয়ে কম ট্রল হয়নি। গোলপোস্টের নিচে দাভিদ দে হেয়াও রেড ডেভিলদের হয়ে ক্যারিয়ারের শেষ দিকে এসে বেশ কিছু শিশুতোষ ভুলে করেছিলেন।
স্প্যানিশ গোলরক্ষক ওল্ড ট্রাফোর্ড ছেড়েছেন। চলতি মৌসুমে দে হেয়ার স্থলাভিষিক্ত হয়েছেন আন্দ্রে ওনানা। কিন্তু মৌসুমের অর্ধেক না যেতেই ক্যামরুনিয়ান গোলরক্ষকের একের পর এক হাস্যকর ভুল দেখে কে বলবে, গত মৌসুমে ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে কেমন ভূমিকা রেখেছিলেন।
কিন্তু ওল্ড ট্রাফোর্ডে আসার পর থেকে ওনানার পারফরম্যান্স যেন পড়তির দিকে। গত বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বাঁচা মারার ম্যাচে গ্যালাতাসারাইয়ের মাঠে ৩-১ গোলে এগিয়ে গিয়েও জয়বঞ্চিত হতে হয়েছে তাঁর ভুলে। তারপরও কোচ এরিক টেন হাগ আস্থা রাখছেন ২৭ বছর বয়সী গোলরক্ষকের ওপর। পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই ইউনাইটেডের ডাচ কোচ জানিয়েছেন, ওনানা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেরা গোলরক্ষক।
পরিসংখ্যান অবশ্য সেটিই জানাচ্ছে। ২০২৩-২৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ওনানার ক্লিন শিট পাঁচটি। গোল বাঁচানোর গড় ৩.৬৭, যা লিগে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর ওপরে আছেন শুধু লুটন টাউনের গোলরক্ষক টমাস কামিনিস্কি। তাঁর গোল গোল বাঁচানোর গড় ৬.৩। দুজনই লিগে খেলেছেন সমান ১৩ ম্যাচ। ফুটবল পরিসংখ্যান নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করা অপ্টার বরাতে ১ ডিসেম্বর এই প্রতিবেদন তৈরি করেছে বিবিসি।
ওনানা ও কামিনিস্কির পরে আছেন বোর্নমাউথের নেটো। ১১ ম্যাচে তাঁর গোল বাঁচানোর গড় ৩.৪৯। চতুর্থ স্থানে থাকা লিভারপুল অ্যালিসন বেকার ১৩ ম্যাচে ৩.৩৬ গড়ে গোল বাঁচিয়েছেন।
মিরপুরে পরশু প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে বাংলাদেশ।
৩৫ মিনিট আগেসাকিব আল হাসান আবারও ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন। টি-টোয়েন্টি হোক বা টি-টেন—ইনিংস বড় করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন তিনি। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান নামে টি-টেন টুর্নামেন্টে শুরু হয়েছে সাকিবের রানখরা।
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টি ক্রিকেট মানেই তো চার-ছক্কার ফুলঝুরি। খেলাটা যত কম ওভারের হয়, ততই যেন সেটা ব্যাটারদের খেলা হয়ে ওঠে। আর দর্শকেরা মাঠেই আসেন রানের বন্যা দেখতে।
২ ঘণ্টা আগেএটা লাহোর নয়, মিরপুর—পরশু সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে সে বার্তাই যেন দিয়ে রেখেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে গতকাল বাংলাদেশ দিনটা কাটিয়েছে ছুটির মেজাজে। ছুটির দুপুরে ধেয়ে এসেছে এক দুঃসংবাদ।
২ ঘণ্টা আগে