ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটেড যেন ‘ভুলে ভরা’দের এক ডেরা। রক্ষণভাগে হ্যারি ম্যাগুয়ারের একের পর ভুল নিয়ে কম ট্রল হয়নি। গোলপোস্টের নিচে দাভিদ দে হেয়াও রেড ডেভিলদের হয়ে ক্যারিয়ারের শেষ দিকে এসে বেশ কিছু শিশুতোষ ভুলে করেছিলেন।
স্প্যানিশ গোলরক্ষক ওল্ড ট্রাফোর্ড ছেড়েছেন। চলতি মৌসুমে দে হেয়ার স্থলাভিষিক্ত হয়েছেন আন্দ্রে ওনানা। কিন্তু মৌসুমের অর্ধেক না যেতেই ক্যামরুনিয়ান গোলরক্ষকের একের পর এক হাস্যকর ভুল দেখে কে বলবে, গত মৌসুমে ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে কেমন ভূমিকা রেখেছিলেন।
কিন্তু ওল্ড ট্রাফোর্ডে আসার পর থেকে ওনানার পারফরম্যান্স যেন পড়তির দিকে। গত বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বাঁচা মারার ম্যাচে গ্যালাতাসারাইয়ের মাঠে ৩-১ গোলে এগিয়ে গিয়েও জয়বঞ্চিত হতে হয়েছে তাঁর ভুলে। তারপরও কোচ এরিক টেন হাগ আস্থা রাখছেন ২৭ বছর বয়সী গোলরক্ষকের ওপর। পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই ইউনাইটেডের ডাচ কোচ জানিয়েছেন, ওনানা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেরা গোলরক্ষক।
পরিসংখ্যান অবশ্য সেটিই জানাচ্ছে। ২০২৩-২৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ওনানার ক্লিন শিট পাঁচটি। গোল বাঁচানোর গড় ৩.৬৭, যা লিগে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর ওপরে আছেন শুধু লুটন টাউনের গোলরক্ষক টমাস কামিনিস্কি। তাঁর গোল গোল বাঁচানোর গড় ৬.৩। দুজনই লিগে খেলেছেন সমান ১৩ ম্যাচ। ফুটবল পরিসংখ্যান নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করা অপ্টার বরাতে ১ ডিসেম্বর এই প্রতিবেদন তৈরি করেছে বিবিসি।
ওনানা ও কামিনিস্কির পরে আছেন বোর্নমাউথের নেটো। ১১ ম্যাচে তাঁর গোল বাঁচানোর গড় ৩.৪৯। চতুর্থ স্থানে থাকা লিভারপুল অ্যালিসন বেকার ১৩ ম্যাচে ৩.৩৬ গড়ে গোল বাঁচিয়েছেন।
ম্যানচেস্টার ইউনাইটেড যেন ‘ভুলে ভরা’দের এক ডেরা। রক্ষণভাগে হ্যারি ম্যাগুয়ারের একের পর ভুল নিয়ে কম ট্রল হয়নি। গোলপোস্টের নিচে দাভিদ দে হেয়াও রেড ডেভিলদের হয়ে ক্যারিয়ারের শেষ দিকে এসে বেশ কিছু শিশুতোষ ভুলে করেছিলেন।
স্প্যানিশ গোলরক্ষক ওল্ড ট্রাফোর্ড ছেড়েছেন। চলতি মৌসুমে দে হেয়ার স্থলাভিষিক্ত হয়েছেন আন্দ্রে ওনানা। কিন্তু মৌসুমের অর্ধেক না যেতেই ক্যামরুনিয়ান গোলরক্ষকের একের পর এক হাস্যকর ভুল দেখে কে বলবে, গত মৌসুমে ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে কেমন ভূমিকা রেখেছিলেন।
কিন্তু ওল্ড ট্রাফোর্ডে আসার পর থেকে ওনানার পারফরম্যান্স যেন পড়তির দিকে। গত বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বাঁচা মারার ম্যাচে গ্যালাতাসারাইয়ের মাঠে ৩-১ গোলে এগিয়ে গিয়েও জয়বঞ্চিত হতে হয়েছে তাঁর ভুলে। তারপরও কোচ এরিক টেন হাগ আস্থা রাখছেন ২৭ বছর বয়সী গোলরক্ষকের ওপর। পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই ইউনাইটেডের ডাচ কোচ জানিয়েছেন, ওনানা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেরা গোলরক্ষক।
পরিসংখ্যান অবশ্য সেটিই জানাচ্ছে। ২০২৩-২৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ওনানার ক্লিন শিট পাঁচটি। গোল বাঁচানোর গড় ৩.৬৭, যা লিগে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর ওপরে আছেন শুধু লুটন টাউনের গোলরক্ষক টমাস কামিনিস্কি। তাঁর গোল গোল বাঁচানোর গড় ৬.৩। দুজনই লিগে খেলেছেন সমান ১৩ ম্যাচ। ফুটবল পরিসংখ্যান নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করা অপ্টার বরাতে ১ ডিসেম্বর এই প্রতিবেদন তৈরি করেছে বিবিসি।
ওনানা ও কামিনিস্কির পরে আছেন বোর্নমাউথের নেটো। ১১ ম্যাচে তাঁর গোল বাঁচানোর গড় ৩.৪৯। চতুর্থ স্থানে থাকা লিভারপুল অ্যালিসন বেকার ১৩ ম্যাচে ৩.৩৬ গড়ে গোল বাঁচিয়েছেন।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে