Ajker Patrika

যুক্তরাষ্ট্রের সঙ্গে জিততেই ব্রাজিলের লাগল ১০ বছর

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৭: ৩৪
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ বছর পর জিতল ব্রাজিল। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ বছর পর জিতল ব্রাজিল। ছবি: এএফপি

১০ বছর ধরে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের বিপক্ষে জিততে পারছিল না ব্রাজিল। অবশেষে সেই গেরো খুলল আজ। ২০১৪ সালের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম জয় পেল ব্রাজিল। আজ ক্যালিফোর্নিয়ার পেপাল পার্কে ড্র হতে যাওয়া ম্যাচটি ২-১ গোলে জিত নিলেন ব্রাজিলের মেয়েরা। বদলি নেমে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আমান্দা গুতিয়েরেস জয় নিশ্চিত করেন অতিথিদের।

লস অ্যাঞ্জেলেসে গত শনিবার প্রথম প্রীতি ম্যাচে ২-০ গোলে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিল ব্রাজিল। এ ম্যাচেও দাপটের সঙ্গে শুরু করে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল যুক্তরাষ্ট্র। ম্যাচের প্রথম মিনিটেই স্ট্রাইকার ক্যাটারিনা মাসারিওর গোলে এগিয়ে যায় র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল যুক্তরাষ্ট্র। ৩৪ সেকেন্ডে গোল করেন তিনি।

ব্রাজিলও সমতায় ফিরতে বেশ মরিয়া হয়ে ওঠে। সুফল পেতেও দেরি হয়নি। ২৪ মিনিটে ম্যানচেস্টার সিটির লেফট উইঙ্গার কেরোলিনের গোলে সমতায় ফেরে র‍্যাঙ্কিংয়ে আট নম্বর দল ব্রাজিল। বক্সে ঢুকে ডান পায়ের একটি অসাধারণ শটে যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যান্ডি ম্যাকগ্লিনকে পরাস্ত করেন তিনি। নির্দিষ্ট সময় শেষ ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের পথে। ঠিক তখনই দৃশ্যপট বদলে দেন আমান্দা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দারুণ এক গোল করেন এই ফরোয়ার্ড। তাঁর গোলেই জয় নিশ্চিত হয় ব্রাজিলের। রোমাঞ্চকর ম্যাচটি জিতে প্রীতি ম্যাচে একটি করে জয় পেল যুক্তরাষ্ট্র-ব্রাজিল দুই দলই। ২০১৪ সালে ব্রাসিলিয়ায় একটি প্রীতি ম্যাচে শেষবার যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল ব্রাজিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত