ঢাকা: যার জ্বালা সে–ই জানে! স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের পর আলভারো মোরাতা যেন শান্তিতেই থাকতে পারছিলেন না। সমর্থকদের দুয়ো, হত্যার হুমকিতে ঘুমই যেন উড়ে গিয়েছিল মোরাতার চোখ থেকে। কাল গোল করে একটু হলেও যেন স্বস্তির নিশ্বাস ফেলছেন মোরাতা। স্প্যানিশ ফরোয়ার্ড হয়তো ভাবছেন, এবার যদি হত্যার হুমকি থেকে রেহাই পাওয়া যায়!
কাল কোপেনহেগেনে নির্ধারিত ৯০ মিনিট শেষে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল স্পেন। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০০ মিনিটে মিডফিল্ডার দানি অলমোর ক্রস থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে স্পেনকে এগিয়ে নেন মোরাতা। এরপর মিকেল ওইরজাবালের গোলে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছায় স্পেন। কাল ম্যাচ শেষে মোরাতার চোখ ছলছল করছিল। স্প্যানিশ ফরোয়ার্ড বলেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার সঙ্গে কোনো কিছুই ঠিক হচ্ছিল না। এই গোল আমার পরিবার, সন্তান ও যাঁরা বিপদে আমার পাশে থেকেছেন তাঁদের জন্য। আপনার জীবনে অনেক বাধা আসবে। দুঃখ পেরিয়েই একসময় আপনি সুখের দেখা পাবেন।’
মোরাতা যে শুধু স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের পর সমর্থকদের দুয়ো শুনেছেন তা নয়। ৩ জুন মাদ্রিদে পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে দর্শকদের দুয়ো শুনেছেন। এরপর ১৪ জুন দুয়ো শুনেছেন বিলবাওয়ে ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষেও।
ঢাকা: যার জ্বালা সে–ই জানে! স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের পর আলভারো মোরাতা যেন শান্তিতেই থাকতে পারছিলেন না। সমর্থকদের দুয়ো, হত্যার হুমকিতে ঘুমই যেন উড়ে গিয়েছিল মোরাতার চোখ থেকে। কাল গোল করে একটু হলেও যেন স্বস্তির নিশ্বাস ফেলছেন মোরাতা। স্প্যানিশ ফরোয়ার্ড হয়তো ভাবছেন, এবার যদি হত্যার হুমকি থেকে রেহাই পাওয়া যায়!
কাল কোপেনহেগেনে নির্ধারিত ৯০ মিনিট শেষে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল স্পেন। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০০ মিনিটে মিডফিল্ডার দানি অলমোর ক্রস থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে স্পেনকে এগিয়ে নেন মোরাতা। এরপর মিকেল ওইরজাবালের গোলে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছায় স্পেন। কাল ম্যাচ শেষে মোরাতার চোখ ছলছল করছিল। স্প্যানিশ ফরোয়ার্ড বলেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার সঙ্গে কোনো কিছুই ঠিক হচ্ছিল না। এই গোল আমার পরিবার, সন্তান ও যাঁরা বিপদে আমার পাশে থেকেছেন তাঁদের জন্য। আপনার জীবনে অনেক বাধা আসবে। দুঃখ পেরিয়েই একসময় আপনি সুখের দেখা পাবেন।’
মোরাতা যে শুধু স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের পর সমর্থকদের দুয়ো শুনেছেন তা নয়। ৩ জুন মাদ্রিদে পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে দর্শকদের দুয়ো শুনেছেন। এরপর ১৪ জুন দুয়ো শুনেছেন বিলবাওয়ে ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষেও।
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
১০ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
২৩ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে