Ajker Patrika

শস্যখেতে মেসির প্রতিকৃতি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৬: ৪৭
শস্যখেতে মেসির প্রতিকৃতি

আজ থেকে ঠিক এক মাস আগে বিশ্বকাপ জিতে নিজের স্বপ্নপূরণ করেছেন লিওনেল মেসি। তাঁর নেতৃত্বেই ৩ যুগ পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। দেশকে এমন গৌরবময় সাফল্য এনে দেওয়ার জন্য তাঁকে বিভিন্নভাবে শ্রদ্ধা জানাচ্ছে সতীর্থসহ ভক্ত-সমর্থকেরা।

কিছুদিন আগে মেসিকে উলকি ও ম্যুরালে সম্মান জানানোর সংবাদ পাওয়া যায়। আর গতকাল জানা গেছে ‘এলএম টেনকে’ শ্রদ্ধা জানাতে ভুট্টাখেতে তাঁর প্রতিকৃতি এঁকেছেন দেশটির এক কৃষক। ওই কৃষকের নাম হচ্ছে ম্যাক্সিমিলিয়ানো স্পিনাজ্জি। প্রদেশ করডোবা অঞ্চলের লস কনডোরেসের বাসিন্দা তিনি।

 ১২৪ একর জমিতে মেসির প্রতিকৃতি এঁকেছেন ম্যাক্সিমিলিয়ানো। পিএসজি তারকার মুখের আদল স্পষ্টভাবে ফুটিয়ে তোলার জন্য বিশেষভাবে ভুট্টা চাষ করেছেন। গাণিতিক পদ্ধতিতে হিসাব কষে জমিতে বীজ বপন করেছেন তিনি। তাঁর ছবি ফুটে তোলার জন্য যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই বীজ রোপণ করেছেন। এ জন্য কৃষি প্রকৌশলী কার্লোস ফারিচেল্লির পরামর্শ নিয়েছেন এই কৃষক।

আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করতে মেসির অবদানকে স্মরণীয় করে রাখতেই এমনটি করেছেন ম্যাক্সিমিলিয়ানো। তিনি বলেছেন, ‘তারা এখন বিশ্ব চ্যাম্পিয়ন। শস্যখেতের মাধ্যমে চিত্রকর্মটি করতে পেরে খুবই খুশি হয়েছি।’

মেসির প্রতিকৃতি ফুটিয়ে তুলতে কৃষি প্রকৌশলী ফারিচেল্লি বলেছেন, ‘মেসির প্রতিকৃতি ফুটিয়ে তুলতে কীভাবে বীজ রোপণ করতে হবে সেই পরিকল্পনা আমিই করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত