চাচাতো ভাইকে হাঁটুতে ছুরিকাঘাতের দায়ে নেদারল্যান্ডসের সাবেক স্ট্রাইকার কুইন্সি প্রোমিসকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
এই ঘটনা তিন বছর আগের। ২০২০ সালের জুলাইয়ে এক পারিবারিক অনুষ্ঠানে এমন ঘটনা ঘটান প্রোমিস। তখন তিনি খেলতেন স্বদেশি ক্লাব আয়াক্সে। ডাচ আদালতে তাঁর এই অপরাধ প্রমাণিত হয়েছে।
প্রোমিসের আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন প্রোমিস। ডাচ ব্রডকাস্টার আরটিএলের বরাতে এমনটাই জানিয়েছে ইংলিশ গণমাধ্যম বিবিসি। রায়ের শুনানির সময় আদালতে অনুপস্থিত ছিলেন ৩১ বছর বয়সী তারকা।
ডাচ ক্লাব টুয়েন্টের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু প্রোমিসের। বর্তমানে তাঁর বাস রাশিয়ায়। ২০২১ সাল থেকে খেলছেন স্পার্তাক মস্কোর হয়ে। এর আগে খেলেছেন সেভিয়া ও আয়াক্সে। নেদারল্যান্ডসের হয়ে ২০১৪-২১ পর্যন্ত ৫০ ম্যাচ খেলেছেন প্রোমিস।
প্রোমিসের বিরুদ্ধে অভিযোগ এখানেই শেষ নয়। গত মাসে ডাচ প্রসিকিউটররা তাঁকে মাদক পাচারে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেন।
চাচাতো ভাইকে হাঁটুতে ছুরিকাঘাতের দায়ে নেদারল্যান্ডসের সাবেক স্ট্রাইকার কুইন্সি প্রোমিসকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
এই ঘটনা তিন বছর আগের। ২০২০ সালের জুলাইয়ে এক পারিবারিক অনুষ্ঠানে এমন ঘটনা ঘটান প্রোমিস। তখন তিনি খেলতেন স্বদেশি ক্লাব আয়াক্সে। ডাচ আদালতে তাঁর এই অপরাধ প্রমাণিত হয়েছে।
প্রোমিসের আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন প্রোমিস। ডাচ ব্রডকাস্টার আরটিএলের বরাতে এমনটাই জানিয়েছে ইংলিশ গণমাধ্যম বিবিসি। রায়ের শুনানির সময় আদালতে অনুপস্থিত ছিলেন ৩১ বছর বয়সী তারকা।
ডাচ ক্লাব টুয়েন্টের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু প্রোমিসের। বর্তমানে তাঁর বাস রাশিয়ায়। ২০২১ সাল থেকে খেলছেন স্পার্তাক মস্কোর হয়ে। এর আগে খেলেছেন সেভিয়া ও আয়াক্সে। নেদারল্যান্ডসের হয়ে ২০১৪-২১ পর্যন্ত ৫০ ম্যাচ খেলেছেন প্রোমিস।
প্রোমিসের বিরুদ্ধে অভিযোগ এখানেই শেষ নয়। গত মাসে ডাচ প্রসিকিউটররা তাঁকে মাদক পাচারে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেন।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে