Ajker Patrika

মেসিকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনার প্রয়োজন নেই, বলছেন মার্তিনো

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৭: ১১
মেসিকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনার প্রয়োজন নেই, বলছেন মার্তিনো

মৌসুমের শুরুটা বেশ ভালোই হয়েছিল ইন্টার মায়ামির। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছন্দটা হারিয়ে ফেলে তারা। এর জন্য অবশ্য নিজেদের পারফরম্যান্স যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায় চোটের। চোটের কারণেই যে মাঝে মূল একাদশের খেলোয়াড়দের পাননি মায়ামির কোচ জেরার্দো মার্তিনো।

দলের মূল তারকা লিওনেল মেসিই যেমন মেজর লিগ সকারে চারটি ম্যাচ মিস করেছেন। তাঁর সঙ্গে চোটের মিছিলে যোগ দেন জর্দি আলবা, বেঞ্জামিন ক্রেমাশ্চি এবং রবার্ট টেলরের মতো তারকারা। চোট থেকে এখনো অবশ্য পুরোপুরি ফিট হননি আটবারের ব্যালন ডি অরজয়ী। তাই প্রশ্ন উঠেছে ভবিষ্যতে তাঁকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা করবেন কি মায়ামি কোচ।

সামনেই আবার শুরু হচ্ছে কোপা আমেরিকা। আগামী ২২ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে নিশ্চিতভাবেই ফিট মেসিকে পেতে চাইবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এমনকি ক্যারিয়ারের গোধূলি লগ্নে আসা মেসিও হয়তো চাচ্ছেন কোপা আমেরিকায় পুরোপুরি ফিট হয়ে নামতে। সব মিলিয়ে ভবিষ্যতে মায়ামির হয়ে মেসিকে বেছে বেছে খেলানো হবে কি না—এমন প্রশ্ন করা হয়েছিল মার্তিনোকে।

এমন কোনো বিশেষ পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছেন মার্তিনো। তিনি বলেছেন, ‘এখানে মেসিকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা কয়েকটি ম্যাচ খেলব। অরল্যান্ডো সিটির বিপক্ষে আমাদের একটি সাপ্তাহিক ম্যাচ আছে। সময় যখন শেষের দিকে আসবে তখন সেই মুহূর্তগুলো নিয়ে মূল্যায়ন করব। তাই মনে করি না মেসির জন্য বিশেষ কোনো পরিকল্পনার প্রয়োজন রয়েছে।’

মেসির জন্য কোনো বিশেষ পরিকল্পনার প্রয়োজন নেই সেটার ব্যাখ্যাও দিয়েছেন মার্তিনো। আগামীকাল ভোরে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘সে এখন ভালো অনুভব করছে। দিন দিন সে বেশ উন্নতি করছে। তাই আমরা যে গতিতে এগিয়ে যাচ্ছি সেভাবেই সামনে খেলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত