দারুণ ছন্দে আছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। সাম্প্রতিক সময়ে ম্যাচের পর ম্যাচে গোল করে যাচ্ছেন এই ফরাসি তারকা। ব্যালন ডি’অরে জয়ের সম্ভাব্য তালিকায় শোনা যাচ্ছিল তাঁর নামও। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার জেতা হয়নি বেনজেমার। চার নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। তবে এবার না হলেও আগামীবার বেনজেমার হাতে ব্যালন ডি’অর দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
এখন পর্যন্ত লা লিগায় ১১ গোল করে সবার ওপরে আছেন বেনজেমা। সম্ভাবনা আছে পিচিচি জয়েরও। এই ছন্দ ধরে রাখতে পারলে ব্যালন ডি’অরও অসম্ভব মনে করছেন না তাঁর কোচ আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘বেনজেমা দারুণ একটি মৌসুম কাটিয়েছিল। সে চার নম্বরে আছে, এখন আগামীবার প্রথম হওয়ার জন্য আরও উজ্জীবিত হয়ে খেলবে সে।’
পুরস্কার না পেয়ে বেনজেমা হতাশ নন জানিয়ে আনচেলত্তি বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ পুরস্কার, তবে শেষ পর্যন্ত এটা ব্যক্তিগত পুরস্কারই। এই পুরস্কার না পেয়ে বেনজেমা হাহুতাশ করছে না।’
তবে মেসির জেতাকেও প্রশ্নবিদ্ধ করতে চান না আচনেলত্তি, ‘আমরা সিদ্ধান্তকে সম্মান করছি। মেসি জিতেছে, সে দারুণ এক খেলোয়াড়। একজন খেলোয়াড়ের জন্য ব্যক্তিগত পুরস্কারের গুরুত্ব আছে। এই পুরস্কার তাদের অনুপ্রাণিত করে।’
দারুণ ছন্দে আছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। সাম্প্রতিক সময়ে ম্যাচের পর ম্যাচে গোল করে যাচ্ছেন এই ফরাসি তারকা। ব্যালন ডি’অরে জয়ের সম্ভাব্য তালিকায় শোনা যাচ্ছিল তাঁর নামও। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার জেতা হয়নি বেনজেমার। চার নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। তবে এবার না হলেও আগামীবার বেনজেমার হাতে ব্যালন ডি’অর দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
এখন পর্যন্ত লা লিগায় ১১ গোল করে সবার ওপরে আছেন বেনজেমা। সম্ভাবনা আছে পিচিচি জয়েরও। এই ছন্দ ধরে রাখতে পারলে ব্যালন ডি’অরও অসম্ভব মনে করছেন না তাঁর কোচ আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘বেনজেমা দারুণ একটি মৌসুম কাটিয়েছিল। সে চার নম্বরে আছে, এখন আগামীবার প্রথম হওয়ার জন্য আরও উজ্জীবিত হয়ে খেলবে সে।’
পুরস্কার না পেয়ে বেনজেমা হতাশ নন জানিয়ে আনচেলত্তি বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ পুরস্কার, তবে শেষ পর্যন্ত এটা ব্যক্তিগত পুরস্কারই। এই পুরস্কার না পেয়ে বেনজেমা হাহুতাশ করছে না।’
তবে মেসির জেতাকেও প্রশ্নবিদ্ধ করতে চান না আচনেলত্তি, ‘আমরা সিদ্ধান্তকে সম্মান করছি। মেসি জিতেছে, সে দারুণ এক খেলোয়াড়। একজন খেলোয়াড়ের জন্য ব্যক্তিগত পুরস্কারের গুরুত্ব আছে। এই পুরস্কার তাদের অনুপ্রাণিত করে।’
বাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
১ ঘণ্টা আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
২ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে নিউজিল্যান্ড খেলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে কিউইরা।
৩ ঘণ্টা আগে