নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রওনা দেওয়ার আগে গোছগাছ নিয়ে এখন ব্যস্ত নাজমুল আকন্দ। ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে যাওয়া তাঁর কাছে এখন সময়ের ব্যাপার মাত্র। ব্রাজিলিয়ান ভিসা পাওয়ার পরও আর্থিক সমস্যায় অনিশ্চয়তায় ভুগছিলেন মোহামেডানের এই ডিফেন্ডার। সরকারি সহায়তায় অবশেষে স্বস্তি এসেছে নাজমুলের।
অনেক বাধাবিপত্তি পেরিয়ে গত বছর নাজমুলকে ক্লাবে ট্রায়ালের আমন্ত্রণপত্র পাঠিয়েছিল ব্রাজিলের সাও পাওলোর দল সালতো এফসি। আমন্ত্রণপত্র পেলেও নাজমুলের সামনে প্রথম বাধা ছিল ব্রাজিলের ভিসা পাওয়া। ফুটবল ফেডারেশনের সহায়তায় ভিসা জটিলতা দূর হলেও সমস্যা ছিল ব্রাজিলে ভ্রমণের ভাড়া নিয়ে। সেই জটিলতাও দূর হয়েছে তাঁর।
নাজমুলের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাও পাওলো যেতে নাজমুলের বিমানভাড়ায় খরচ পড়ত প্রায় ২ লাখ টাকা। বিমানভাড়াসহ নাজমুলের হাতে আজ ৩ লাখ টাকার চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কাটা হয়ে গেছে বিমানের টিকিটও। সব ঠিক থাকলে আগামী ২ ফেব্রুয়ারি ব্রাজিলের বিমানে চড়বেন ২০১৯ সালে ব্রাজিলে এক মাস অনুশীলন করে আসা নাজমুল।
নাজমুলের এই সুখবরে আনন্দে কেঁদেছেন তাঁর মা। নিজের স্বপ্ন পূরণ হওয়ায় বাফুফে ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রংপুর থেকে উঠে আসা তরুণ এই ডিফেন্ডার। নাজমুল বললেন, ‘এখনো ঘোরের মধ্যেই আছি। এই খবর শুনে আমার মা অনেক কেঁদেছেন। ব্রাজিলে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই। সেখানে প্রমাণ করতে চাই নিজেকে। নিজের সেরাটা দিলে আশা করি সালতোর মূল দলেও খেলতে পারব।’
রওনা দেওয়ার আগে গোছগাছ নিয়ে এখন ব্যস্ত নাজমুল আকন্দ। ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে যাওয়া তাঁর কাছে এখন সময়ের ব্যাপার মাত্র। ব্রাজিলিয়ান ভিসা পাওয়ার পরও আর্থিক সমস্যায় অনিশ্চয়তায় ভুগছিলেন মোহামেডানের এই ডিফেন্ডার। সরকারি সহায়তায় অবশেষে স্বস্তি এসেছে নাজমুলের।
অনেক বাধাবিপত্তি পেরিয়ে গত বছর নাজমুলকে ক্লাবে ট্রায়ালের আমন্ত্রণপত্র পাঠিয়েছিল ব্রাজিলের সাও পাওলোর দল সালতো এফসি। আমন্ত্রণপত্র পেলেও নাজমুলের সামনে প্রথম বাধা ছিল ব্রাজিলের ভিসা পাওয়া। ফুটবল ফেডারেশনের সহায়তায় ভিসা জটিলতা দূর হলেও সমস্যা ছিল ব্রাজিলে ভ্রমণের ভাড়া নিয়ে। সেই জটিলতাও দূর হয়েছে তাঁর।
নাজমুলের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাও পাওলো যেতে নাজমুলের বিমানভাড়ায় খরচ পড়ত প্রায় ২ লাখ টাকা। বিমানভাড়াসহ নাজমুলের হাতে আজ ৩ লাখ টাকার চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কাটা হয়ে গেছে বিমানের টিকিটও। সব ঠিক থাকলে আগামী ২ ফেব্রুয়ারি ব্রাজিলের বিমানে চড়বেন ২০১৯ সালে ব্রাজিলে এক মাস অনুশীলন করে আসা নাজমুল।
নাজমুলের এই সুখবরে আনন্দে কেঁদেছেন তাঁর মা। নিজের স্বপ্ন পূরণ হওয়ায় বাফুফে ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রংপুর থেকে উঠে আসা তরুণ এই ডিফেন্ডার। নাজমুল বললেন, ‘এখনো ঘোরের মধ্যেই আছি। এই খবর শুনে আমার মা অনেক কেঁদেছেন। ব্রাজিলে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই। সেখানে প্রমাণ করতে চাই নিজেকে। নিজের সেরাটা দিলে আশা করি সালতোর মূল দলেও খেলতে পারব।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে