Ajker Patrika

রোনালদোর মতো কাউকে দেখেননি তিনি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২১: ২২
রোনালদোর মতো কাউকে দেখেননি তিনি

৮০০ গোলের মাইলফলকে নতুন এক উচ্চতায় উঠেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতিহাসে এই প্রথম কোনো ফুটবলার এই মাইলফলক স্পর্শ করলেন। 

আর্সেনালের বিপক্ষে ৩-২ গোলের জয়ের রাতে রোনালদো একাই লক্ষ্যভেদ করেছেন দুবার। তাঁর এই পারফরম্যান্স স্ট্যান্ডে বসে উপভোগ করেছেন নতুন কোচ রালফ রাংনিক। আজ সংবাদ সম্মেলনে এসে রোনালদোর প্রশংসাও করলেন তিনি। বলেছেন, রোনালদোর মতো কাউকে দেখেননি তিনি। 

রাংনিকের ম্যানইউতে আসার খবর নিশ্চিত হওয়ার পর থেকেই জোর গুঞ্জন, রোনালদোকে পরিকল্পনায় রাখছেন না তিনি। কিন্তু রোনালদোকে নিয়ে সংবাদ সম্মেলনে ভিন্ন কথাই বললেন তিনি। 

দুর্দান্ত ছন্দে থাকা রোনালদোকে নিয়ে রাংনিক বলেছেন, ‘দলে যেসব খেলোয়াড় আছেন, তাদের স্টাইলের সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। আর্সেনালের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ৩৬ বছর বয়সী যে ক্রিস্টিয়ানোকে (রোনালদো) দেখেছি, তা অসাধারণ। তার বয়সী কোনো খেলোয়াড়কে আমি শারীরিকভাবে এতটা ফিট দেখিনি। এখনো সে সহজেই পার্থক্য গড়ে দিতে পারে।’ 

রোনালদোতে মুগ্ধ হলেও শুধুই তাঁকে নিয়ে ভাবছেন না রাংনিক। বরং দলীয়ভাবে ভালো কিছু করায় চোখ তাঁর, ‘শুধু রোনালদো নয়, দলীয়ভাবেই আমাদের মানিয়ে নিতে হবে। রোনালদোর মাঝে আমি যা দেখেছি, সে দলের পারফরম্যান্সে অবদান রাখতে চায়। তাঁর সতীর্থদেরও তা করে দেখাতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত