Ajker Patrika

৭ নম্বর হওয়ার জন্য ম্যানইউতে আসেননি রোনালদো

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৪: ০৪
Thumbnail image

জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। ব্যক্তিগত পারফরম্যান্সে রোনালদো কিছু ঝলক দেখালেও দলীয়ভাবে ম্যানইউ এখন বেশ পিছিয়েই আছে। এর মাঝে কোচ ওলে গুনার সুলশারকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে জার্মান কোচ রালফ রাংনিকের ওপর। কদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, নতুন কোচ নিয়ে সন্তুষ্ট নন রোনালদো। এমনকি এ সময় তাঁর ক্লাব ছাড়ার খবরও সামনে আসে। 

সম্প্রতি স্কাই স্পোর্টসের সঙ্গে এক আলাপে রাংনিককে আরও সময় দেওয়ার কথা বলেছেন রোনালদো। তবে ম্যানইউ যেভাবে খেলছে, তাতেও তিনি খুশি নন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। রোনালদো বলেন, ‘আমার মনে হয় আমরা লড়াই করছি, কিন্তু এখনো নিজেদের সেরা অবস্থানে নেই। আমাদের আরও অনেক উন্নতি ঘটাতে হবে। আমার ধারণা, যদি আমরা নিজেদের মানসিকতা বদলাতে পারি, তবে বড় কিছু অর্জন করতে পারব।’ 
 
প্রিমিয়ার লিগে বর্তমানে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে ম্যানইউ। তবে ম্যানইউতে ৭ নম্বরে থাকার জন্য আসেননি বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রোনালদো, ‘আমি এখানে পাঁচ, ছয় কিংবা সাতে থাকার জন্য আসিনি। আমি এখানে এসেছি শিরোপা জেতার জন্য, লড়াইয়ের জন্য।’ 

নতুন কোচের সঙ্গে রোনালদোর দ্বন্দ্বের খবর শোনা গেলেও আপাতত তাতে পর্দা টেনে দিচ্ছেন ‘সিআর সেভেন’। রাংনিককে আরও সময় দেওয়ার দাবি জানিয়ে রোনালদো আরও বলেন, ‘পাঁচ সপ্তাহ আগে ক্লাবে আসার পর সে অনেক কিছু বদলেছে। কিন্তু খেলোয়াড়দের মাঝে নিজের চিন্তাকে চালিত করতে তার আরও সময়ের প্রয়োজন। সে আসার পর কিছু জায়গায় আমরা ভালো করেছি। তবে তার আরও সময় দরকার।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত