Ajker Patrika

দিবালা-দি মারিয়ার চোটে উদ্বিগ্ন মেসি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৪: ৪৫
দিবালা-দি মারিয়ার চোটে উদ্বিগ্ন মেসি

কিছুদিন আগেই লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, কাতার বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ। সে হিসেবে এই বিশ্বকাপেই তাঁর অধরা স্বপ্ন পূরণ করার শেষ সুযোগ। সুযোগটি ঠিকমতো কাজে লাগাতে চান তিনি এমনটি জানিয়েছেন আগেই। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে তাঁর দল আর্জেন্টিনাও বেশ দারুণ ছন্দে আছে।

তবে বিশ্বকাপ শুরুর আগে ক্লাব ফুটবল আর্জেন্টিনার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দলের সেরা তিন ফুটবলার চোটে পড়েছেন নিজ নিজ ক্লাবের হয়ে খেলতে গিয়ে। দলের অধিনায়ক মেসি ও দুই মিডফিল্ডার আনহেল দি মারিয়া ও পাওলো দিবালা পড়েছেন চোটে। মেসি সুস্থ হয়ে প্যারিস সেন্ট জার্মেইয়ের অনুশীলন সেশনে যোগ দিলেও বাকি দুজনকে নিয়ে চিন্তিত আলবিসেলেস্তারা। শুধু আর্জেন্টিনা দলই নয়, চোট কাটিয়ে পিএসজির অনুশীলনে ফেরা মেসিও তাঁদের নিয়ে চিন্তিত।

ডিরেক্টটিভি স্পোর্টস ও ডি-স্পোর্টস রেডিওর সঙ্গে সাক্ষাৎকারের সময় নিজের উদ্বিগ্নতার কথা জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন জাদুকর বলেছেন, ‘এটা চিন্তার বিষয়। কারণ ভিন্ন একটি বিশ্বকাপ খেলা হবে ভিন্ন সময়ে। আমরা বিশ্বকাপের এতটাই কাছে এসেছি যে যেকোনো ছোট কিছুর কারণেও টুর্নামেন্ট থেকে বেরিয়ে যেতে হতে পারে।’

দি মারিয়া ও দিবালাকে নিয়ে চিন্তিত হলেও তাঁরা ঠিক বিশ্বকাপের আগে সুস্থ হবেন এমনটা আশা করছেন মেসি। পিএসজির এই প্লে-মেকার বলেছেন, ‘আশা করছি, দুজনই সুস্থ হয়ে উঠবে। সুস্থ হওয়ার জন্য তারা যথেষ্ট সময় পাচ্ছে। আশা করছি, সকলেই সুস্থ শরীরের বিশ্বকাপে খেলতে পারব।’

২১ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। আর সৌদি আরবে বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে ২২ নভেম্বর। সে হিসেবে এক মাসেরও বেশি সময় পাচ্ছেন নিজেদের সুস্থ করতে দি মারিয়া-দিবালারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত