Ajker Patrika

বার্সার ‘শপিং লিস্টে’ আছেন জেনেও লিভারপুলেই খুশি সালাহ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮: ৩৮
বার্সার ‘শপিং লিস্টে’ আছেন জেনেও লিভারপুলেই খুশি সালাহ

লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর আর কোনো বড় তারকাকে দলে ভেড়াতে পারেনি বার্সেলোনা। এই মৌসুমে মাঠের পারফরম্যান্সেও কাতালান ক্লাবটির অবস্থা যাচ্ছেতাই, ছাঁটাই হয়েছেন কোচ রোনাল্ড কোমানও। নতুন দায়িত্ব নিয়ে দলকে ঢেলে না সাজালেও কিছু পরিবর্তন আনতে চান জাভি হার্নান্দেজ।

এরই অংশ হিসেবে শোনা যাচ্ছে লিভারপুল তারকা মোহামেদ সালাহকে দলে ভেড়াতে চাচ্ছে বার্সা। ক্লাব কিংবদন্তি ও কোচ জাভিই নাকি সালাহকে আনতে তোড়জোড় চালাচ্ছেন। তবে ব্যাপারটা নিয়ে এখনো ক্লাবের পক্ষ থেকে কিছুই জানা যায়নি। 

তাঁকে নিয়ে এত কিছুর মাঝে সালাহর নিজের ভাবনাই অবশ্য এত দিন জানা যায়নি। অবশেষে মুখ খুলেছেন মিসরীয় তারকা। জানিয়েছেন, আপাতত লিভারপুলেই খুশি আছেন তিনি। এক সাক্ষাৎকারে বলেছেন, ‘তবে আমি লিভারপুলে ভালো আছি। ভবিষ্যতে কী হয়, দেখা যাবে। এই মুহূর্তে আমি প্রিমিয়ার লিগেই থাকতে চাই। কারণ, এটা বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ লিগ।’ 

তাঁকে নিয়ে বার্সাকে ঘিরে যে আলোচনা হচ্ছে ব্যাপারটা অজানা নয় সালাহর। কাতালান ক্লাবটির আগ্রহের কথা জেনে যারপরনাই খুশি। লিভারপুলের তারকা ফরোয়ার্ড বলেছেন, ‘আমার ওপর জাভির আগ্রহের বিষয়টি নিয়ে খবর দেখেছি। বার্সেলোনার মতো দল আমার প্রতি আগ্রহ দেখাচ্ছে, এটা তো আমার জন্য খুশির ব্যাপার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত